• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মধ্যবিত্তের বাজেটে এলাহী ভ্রমণ! রইল কমখরচে ভারত সেরা ৫টি ভ্রমণ স্থলের হদিশ

পুজো এলেই অনেক মানুষের মন উড়ু উড়ু করতে শুরু করে দেয়। একটানা ছুটিতে দূরে কোথাও ঘুরতে যাওয়ার (Travel Destination) এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই। তবে অনেকসময় এই পথে বাধা হয়ে দাঁড়ায় বাজেট। টাকার জন্য অনেককেই দূরে যাওয়ার প্ল্যান ক্যানসেল করে কাছাকাছি কোনও জায়গা থেকে ঘুরে আসতে হয়। তবে আর চিন্তা নেই। কারণ আজ আমরা ভারতের (India) এমন ৫টি জায়গার খোঁজ নিয়ে এসেছি যেগুলি খুব স্বল্প বাজেটে (Low Budget) ঘোরা যায়, আবার গেলে ফিরতে ইচ্ছা করে না। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই ৫ স্থানের নাম।

উত্তরে পাড়ি দেওয়ার সেরা ঠিকানা

   

উত্তর ভারতে বাজেট ভ্রমণ করতে চাইলে মুসৌরি (Mussoorie) চলে যেতে পারেন। ছবির মতো সাজানো এই শৈল শহরে ঘুরতে খুব বেশি খরচ হয় না। উত্তরাখণ্ডের এই শহরে থাকা-খাওয়ার খরচও বেশ কম। রোজ ৬০০ টাকায় থাকার মতো একাধিক হোটেল রয়েছে সেখানে। সেই সঙ্গেই রয়েছে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। একবার গেলে দেখবেন জুড়িয়ে গিয়েছে আপনার শরীর-মন।

Mussoorie, Low budget travel destination in India

কম বাজেটে কসৌনি ট্রিপ প্লানিং সহ

সিমলার প্রতিবেশী এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনও মানুষের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। পাশাপাশি কসৌনি (Kausani) ভ্রমণ ভীষণ ‘পকেট ফ্রেন্ডলি’ও। এখানে যেতে হলে আপনাকে দিল্লি থেকে ট্রেনে করে কালকা অবধি যেতে হবে। সেখান থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছে যেতে হবে গন্তব্যে। সব মিলিয়ে ১৫০০ টাকা মতো খরচ পড়বে। এছাড়া এখানে থাকার জন্য বিভিন্ন বাজেটের হোটেল রয়েছে। ১০০০ টাকার নীচে ঘর পেয়ে যাবেন সহজেই।

Kausani, Low budget travel destination in India

দক্ষিণে ডুব দিতে চাইলে কোথায় যাবেন?

আপনি যদি সমুদ্রপ্রেমী মানুষ হন তাহলে তামিলনাড়ুর কন্যাকুমারী (Kanyakumari) চলে যেতে পারেন। এখানে স্বামী বিবেকানন্দের তপস্যাস্থল দেখার জন্য আজও ভিড় জমান বহু পর্যটক। এছাড়া সমুদ্রের হাতছানি তো রয়েছেই। সিনারির মতো সুন্দর এই শহরে থাকা-খাওয়ার খরচটাও সাধ্যের মধ্যেই। একটু খুঁজলেই ১০০০ টাকার নীচে ঘর পেয়ে যাবেন।

Kanyakumari, Low budget travel destination in India

পশ্চিমে গমন করতে চান? দেখে নিন সেরা ঠিকানা

পাহাড়-সমুদ্র তো হল, তাহলে এবার পশ্চিম ভারত থেকে ঘুরে আসা যাক? পকেটে যদি ৫০০০ টাকা থাকে তাহলে জয়পুর (Jaipur) পাড়ি দিতেই পারেন। হাওড়া থেকে সরাসরি জয়পুরের ট্রেন ধরতে পারেন, আবার দিল্লি হয়েও যেতে পারেন। তবে বলে রাখি, জয়পুরে বিলাসবহুল হোটেলই বেশি। কিন্তু একটু খোঁজাখুজি করলে স্বল্প বাজেটে থাকার জায়গাও পেয়ে যাবেন।

Jaipur, Low budget travel destination in India

পুবদিকে ভ্রমণের জন্য কম বাজেটের ট্রিপ 

কম বাজেটে পূর্ব ভারত ঘুরতে চাইলে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে (Tawang) চলে যেতে পারেন। ছবির মতো সাজানো এই শহরের জনপ্রিয়তা আস্তে আস্তে পর্যটকদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে।

Tawang, Low budget travel destination in India

ট্রেন, বাস এবং জিপের ব্রেক জার্নি করে অথবা বিমানে করে আপনি কলকাতা থেকে অরুণাচল প্রদেশ চলে যেতে পারেন। এখানে হোটেলে থাকার খরচ বেশি। তবে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকার ব্যবস্থা রয়েছে। সেখানে থাকতে পারলে আপনার খরচ অনেকটাই কমে যাবে।