• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভ্যালেন্টাইন্স ডে’তে কোথায় যাবেন ভাবছেন? রইল প্রেমিকার সাথে রোম্যান্সের জন্য সেরা পার্কের হদিশ

প্রেমদিবস ঘিরে কমবেশি প্রত্যেক জুটিরই আলাদা একটা উন্মাদনা থাকে। ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine’s Day) কোথায় ঘুরতে যাওয়া হবে তা নিয়ে অনেকদিন ধরে চলতে থাকে নানান প্ল্যানিং। ভালোবাসার এই দিনে অনেকেরই যেমন ডেস্টিনেশন হয় নানান পার্ক (Park)। আজকের প্রতিবেদনে তাই প্রেমদিবস কাটানোর মতো এমনই কয়েকটি সেরা পার্কের খোঁজ নিয়ে এসেছি আমরা। কলকাতার এই উদ্যানগুলিতে (Parks in Kolkata) নিজের মনের মানুষের সঙ্গে একান্তে দিন কাটাতে পারবেন আপনি।

ইকো পার্ক (Eco Park)

নিউটাউনে ১৯৪ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই পার্ক। এর মধ্যে ৪২ হেক্টর জায়গা জুড়ে রয়েছে একটি জলাধার। এছাড়া সপ্তম আশ্চর্যের রেপ্লিকা, হাই স্পিড বোটিং হেকে শুরু করে টয় ট্রেন, রাইফেল শ্যুটিং- একাধিক বিনোদনমূলক আয়োজনের ব্যবস্থা রয়েছে ইকো পার্কে। এই পার্কের প্রবেশমূল্য হল প্রাপ্তবয়স্কদ জন্য ৫০ টাকা এবং ৬-১০ বছর বয়সী শিশুদের জন্য ২৫ টাকা।

   

Eco Park, Romantic places for couples in Kolkata

মিলেনিয়াম পার্ক (Millennium Park)

হুগলী নদীর ধারে বিবিডি বাগ স্ট্র্যান্ড রোডে অবস্থিত এই পার্কেও প্রেমদিবসের দিন যেতে পারেন। সুসজ্জিত বাগান আর সামনেই সুবিস্তৃত জলরাশি- মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ মিলেনিয়াম পার্ক। এছাড়া এখানে বোটিং এবং কিডস জোনও রয়েছে। মিলেনিয়াম পার্কের প্রবেশমূল্য হল ১০ টাকা।

আরও পড়ুনঃ গঙ্গার পাড়ে জমে যাবে প্রেম! রইল ভ্যালেনটাইন মাসে সঙ্গীর সাথে ঘোরার সেরা পার্কের হদিশ

Millennium Park, Valentine's Day places for couples in Kolkata

নিক্কো পার্ক (Nicco Park)

শহর কলকাতার একটি জনপ্রিয় বিনোদনমূলক পার্ক হল নিক্কো পার্ক। প্রেমিক/প্রেমিকা তো বটেই, পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গেও এখানে ঘুরতে যাওয়া যায়। আইফেল টাওয়ারের প্রতিরূপ থেকে শুরু করে একাধিক রাইড রয়েছে এখানে। বিশেষত বোলারস ডেন এবং বোল আর্কেড যুবক-যুবতীদের বেশ পছন্দের। নিক্কো পার্কের প্রবেশমূল্য হল মাথপিছু ৩০০  টাকা। এছাড়া রাইডের জন্য আলাদা করে টাকা দিতে হয়।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ের কাছেই অথচ নেই ভিড়! রইল কম খরচে ঘোরার মত উত্তরবঙ্গের এক অফবিট ডেস্টিনেশনের হদিশ

Nicco Park

অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক (Aquatica Water Park)

জলকেলি করে দিন কাটাতে চাইলে আপনার ডেস্টিনেশন হতে পারে কলকাতার প্রাচীন এবং বৃহত্তম ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকা। টর্নেডো, ব্ল্যাকহোল থেকে শুরু কর নায়াগ্রা ফলস, ওয়েভ পুল- একাধিক রাইড রয়েছে এখানে। অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের প্রবেশমূল্য (প্রাপ্তবয়স্কদের) ৯০০ টাকা। শনিবার এবং রবিবার ১০০০ টাকা দিতে হয়। এর মধ্যে বেশ কিছু রাইড সংযোজিত থাকে। বাকি রাইডের জন্য আলাদা করে টাকা দিতে হয়।

Aquatica Water Park

অ্যালেন পার্ক (Allen Park)

বড়দিন এবং নববর্ষের আবহে অনেকেই অ্যালেন পার্ক যান। তবে আপনি চাইলে প্রেমদিবসেও এখানে যেতে পারেন। শহুরে কোলাহল থেকে দূরে একান্তে সময় কাটানোর জন্য এই জায়গা একেবারে আদর্শ।

Allen Park

এলিয়ট পার্ক (Elliot Park)

গাছগাছালি এবং ঝরনা দিয়ে ঘেরা একটি সুসজ্জিত পার্ক হল এলিয়ট পার্ক। ময়দান মেট্রো স্টেশনের কাছে অবস্থিত এই পার্কে একটি জগার ট্র্যাক রয়েছে। ভালোবাসার মানুষের হাতে হাত রেখে ঘুরতে পারবনে আপনি। এলিয়ট পার্কে ঢুকতে গেলে কোনও প্রবেশমূল্য দিতে হয় না।

Elliot Park, Romantic places for couples in Kolkata

মোহর কুঞ্জ (Mohar Kunja)

কলকাতার ময়দানের একটি কোণে অবস্থিত বাগান দিয়ে ঘেরা একটি পার্ক হল মোহর কুঞ্জ। নন্দনের বিপরীতে এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে অবস্থিত এই পার্কে অনেকেই সন্ধ্যাবেলায় সময় কাটান।

Mohar Kunja

জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম ছিল ‘মোহর’। তাঁর নামানুসারে এই পার্কের নাম রাখা হয়েছে। মোহর কুঞ্জের কোনও প্রবেশমূল্য নেই।