ডিসেম্বর পড়তে না পড়তেই বাংলায় উত্তুরে হাওয়ার আগমন ঘটে গিয়েছে। উষ্ণতার পারদ অনেকটা না কমলেও ভোরবেলা এবং রাতে কুয়াশার আনাগোনা বলে দিচ্ছে শীত (Winter) আসতে আর বেশিদিন বাকি নেই। তবে তাপমাত্র যাই হোক না কেন, একথা অস্বীকার করার কোনও উপায় নেই, এই সময়টা ঘুরতে (Travel Season) যাওয়ার জন্য একেবারে আদর্শ।
এমন অনেক মানুষ আছেন যারা শীত পড়লেই পাহাড়ের উদ্দেশে বেরিয়ে পড়েন। কয়েকটা দিন ছুটি কাটিয়ে ফের ফিরে আসেন রোজনামচার জীবনে। আপনিও যদিও বর্ষশেষের এই মনোরম আবহাওয়ায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজকের প্রতিবেদনে উত্তরবঙ্গের (North Bengal) একটি অফবিট গ্রামের (Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি আমরা।
আজ আমরা যে জায়গায় হদিশ তুলে ধরেছি তার নাম হল রামপুরিয়া (Rampuria Village)। দার্জিলিং (Darjeeling) থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এখানকার বাসিন্দাদের মূল জীবিকাই হল চাষবাস এবং পশুপালন করা। অফবিট বলে এতদিন পর্যটকরা এই গ্রামের বিষয়ে তেমন জানতেন না। তবে এখন আস্তে আস্তে ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে এই স্থানের জনপ্রিয়তা বাড়ছে।
আরও পড়ুনঃ শীতের ছুটিতে অ্যাডভেঞ্চার ট্রিপে যেতে চান? রইল ভৌতিক পরিবেশে মোড়া পাহাড়ি গ্রামের হদিশ
বছরের যে কোনও সময় রামপুরিয়ায় যাওয়া যায়। তবে অক্টোবর থেকে মে মাস নাগাদ এখানকার সৌন্দর্য অনেকগুণ বেড়ে যায়। কারণ এই সময়টায় গেলে চারিদিকে সবুজের সমাগম দেখতে পাবেন আপনি। এছাড়া দেশের অন্যতম পুরনো অভয়ারণ্য সেঞ্চল এখানে অবস্থিত। রামপুরিয়ায় গেলে আপনি দেখতে পাবেন অর্কিড, রডোডেনড্রন, ম্যাগনোলিয়ার মতো গাছ। সেই সঙ্গেই দর্শন হতে পারে ভাল্লুক, বার্কিং ডিয়ারের মতো বন্যপ্রাণীর। হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন পেশক, লামাহাট্টা, তিনচুলে থেকে।
কীভাবে যাবেন?
রামপুরিয়া যাওয়ার জন্য আপনাকে প্রথমে ট্রেনে করে এনজেপি যেতে হবে। এরপর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে গবে ঘুম। চাইলে শেয়ারে যেতে পারেন, সেক্ষেত্রে খরচ কম পড়বে। এরপর সেখান থেকে ১৪ কিলোমিটার মতো গেলেই পৌঁছে যাবেন নিজের গন্তব্যে।
আরও পড়ুনঃ এবার শীতে পাহাড়ে ঘুরতে যেতে চান? রইল কম বাজেটে সেরা অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের সম্পূর্ণ গাইড
কোথায় থাকবেন?
রামপুরিয়ায় থাকা খাওয়ার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। যেখানে থাকার পাশাপাশি সেখানে একেবারে ঘরোয়া স্বাদের খাবার আর অতিথি আপ্যায়ন পেয়ে যাবেন আপনি। তবে এর জন্য আপনাকে আগে থেকেই খোঁজ নিয়ে একটা ভালো হোমস্টে বুকিং করে নিতে হবে।