ভারতের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় শহরগুলির মধ্যে একটি হল কলকাতা (Kolkata)। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল আমাদের তিলোত্তমা। সেই সময়েই গোড়াপত্তন শুরু হয় এই শহরের। ইতিহাসের পাতার একাধিক স্মরণীয় ঘটনা এই শহর কলকাতাতেই ঘটেছে। তা সে বিনয়-বাদল-দীনেশের অলিন্দ যুদ্ধ হোক বা দেশের প্রথম মেট্রো চলাচল।
আমাদের সবার প্রিয় ‘সিটি অফ জয়’এই অনেক দর্শনীয় স্থানও (Tourist Spot) রয়েছে। সেই সকল স্থানের জনপ্রিয়তা এতটাই বেশি যে সেগুলি দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণপিপাসু মানুষরা। আজকের প্রতিবেদনে শহর কলকাতার এমনই ৫ ট্যুরিস্ট স্পটের নাম তুলে ধরা হল যেখানে একবার গেলে প্রেমে পড়ে যাবেন আপনিও।
ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial)- কলকাতা শহরের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। শ্বেত পাথরে তৈরি এই স্থাপত্য ময়দানের খুব কাছেই অবস্থিত। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশে তৈরি করা হয়েছিল এটি। কলকাতায় ঘুরতে গেলে অবশ্যই একবার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে আসবেন।
দক্ষিণেশ্বর মন্দির (Dakshineshwar Temple)- হুগলী নদীর তীরে অবস্থিত দক্ষিণা কালীর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং রানী রাসমণি। রামকৃষ্ণ পরমহংসদেব একসময় এই মন্দিরের প্রধান পূজারী ছিলেন। কলকাতার তো বটেই, গোটা রাজ্যের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এটি।
রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar)- সকালের মর্নিং ওয়াক থেকে শুরু করে বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা- সব কিছুর জন্য একেবারে আদর্শ রবীন্দ্র সরোবর লেক। নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চাইলে আপনার অবশ্যই এখানে যাওয়া উচিত।
প্রিন্সেপ ঘাট (Prinsep Ghat)- দ্বিতীয় হুগলী সেতুর নীচে অবস্থিত প্রিন্সেপ ঘাট কলকাতাবাসীদের কাছে ভীষণ প্রিয়। নদীর ধারে বসে কিছুটা সময় কাটাতে চাইলে আপনি এখানে চলে যেতেই পারেন।
হাওড়া ব্রিজ (Howrah Bridge)- কলকাতার বিখ্যাত ট্যুরিস্ট স্পটের কথা হচ্ছে এবং সেই তালিকায় হাওড়া ব্রিজের নাম থাকবে না তা কী হয়! হাওড়া ব্রিজ ছাড়া কলকাতা একপ্রকার অসম্পূর্ণ।
১৯৪২ সালে স্থাপিত হওয়া হাওড়া ব্রিজ কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সেতুগুলির তালিকায় নাম রয়েছে কলকাতার হাওড়া ব্রিজের। আইকনিক ডিজাইনের এই ব্রিজ একবার না একবার প্রত্যেকের চাক্ষুষ করা উচিত।