Zee Bangla Serial actress Salary : বাংলা সিরিয়ালের নায়িকা (Bengali Serial Actress) মানেই দর্শকদের ভীষণ প্রিয়। ধারাবাহিকে অভিনয় করেই বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন জগদ্ধাত্রী-পর্ণারা। সিরিয়ালের নামেই এখন দর্শকমহলে পরিচিতি তাঁদের। তবে আপনি কি জানেন, ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার পাশাপাশি মোটা টাকা পারিশ্রমিকও (Fees) পান অভিনেত্রীরা। সম্প্রতি যেমন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ১০ নায়িকার পারিশ্রমিকের অঙ্কটা সামনে এসেছে, যা দেখে চোখ কপালে উঠেছে অনেকের।
দিব্যানি মণ্ডল (Divyani Mondal)- ‘ফুলকি’র হাত ধরে টেলি দুনিয়ায় পা রেখেছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি। প্রথম সিরিয়ালেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। পারিশ্রমিকের নিরিখে দিব্যানি রয়েছেন দশম স্থানে। ‘ফুলকি’র জন্য মাসিক ১ লাখ ১২ হাজার টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী।
অরুণিমা হালদার (Arunima Haldar)- ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের বরফি অভিনেত্রী অরুণিমা এখন জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকে অভিনয় করছেন। তিতির নামেই দর্শকমহলে জনপ্রিয় তিনি। পারিশ্রমিকের নিরিখে অরুণিমা রয়েছেন নবম স্থানে। ‘মন দিতে চাই’এর জন্য প্রত্যেক মাসে ১ লাখ ২০ হাজার টাকা পারিশ্রমিক নেন তিনি।
আরও পড়ুনঃ ঠকিয়েছে পর্ণা, ডিভোর্স দেবে বাবুউউ! টিভির আগেই ফাঁস ‘নিম ফুলের মধু’র মহাধামাকা পর্ব
তিতিক্ষা দাস (Titiksha Das)- ‘ইচ্ছে পুতুল’র মেঘ রয়েছে অষ্টম স্থানে। জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস এই মুহূর্তে প্রত্যেক মাসে ১ লাখ ২৪ হাজার টাকা পারিশ্রমিক পান।
মোহনা মাইতি (Mohana Maiti)- একসময় টিআরপি তালিকায় রাজত্ব করতো জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। এখন যদিও জনপ্রিয়তা অনেকটাই কমেছে। তবে টিআরপি কমলেও, গৌরী অভিনেত্রী মোহনা কিন্তু এখনও মোটা টাকা পারিশ্রমিক পান। জানা গিয়েছে, তিনি এই মুহূর্তে ১ লাখ ২৫ হাজার টাকা চার্জ করেন।
শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhuniya)- ‘মুকুট’ ধারাবাহিকটি টিআরপি তালিকায় কামাল না দেখাতে পারলেও অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া কিন্তু বেশ মোটা টাকা পারিশ্রমিক পাচ্ছেন। এই মুহূর্তে মাসিক ১ লাখ ৩২ হাজার টাকা বেতন পান শ্রাবণী।
শ্রুতি দাস (Shruti Das)- ‘রাঙা বউ’ ধারাবাহিকটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক সপ্তাহে সিরিয়ালের টিআরপিও বেশ অনেকখানি বৃদ্ধি পেয়েছে। সেই ‘রাঙা বউ’ সিরিয়ালের নায়িকা তথা অভিনেত্রী শ্রুতি দাসের নাম রয়েছে পঞ্চম স্থানে। শ্রুতি এই মুহূর্তে ১ লাখ ৩০ হাজার টাকা পারিশ্রমিক পান।
আরাত্রিকা মাইতি (Aratrika Maity)- বাংলা সিরিয়ালের ‘বেল্ট কাকি’ নামে খ্যাত মিতুলের নাম রয়েছে চতুর্থ স্থানে। ‘খেলনা বাড়ি’র জন্য প্রত্যেক মাসে ১ লাখ ৪০ হাজার টাকা চার্জ করেন আরাত্রিকা।
পল্লবী শর্মা (Pallavi Sharma)- কখনও ‘জবা’ কখনও ‘পর্ণা’ রূপে দর্শকদের মন জয় করেছেন পল্লবী। দত্ত বাড়ির ‘তার কাটা বৌমা’ জি বাংলার তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা। জানা গিয়েছে, ‘নিম ফুলের মধু’র জন্য প্রত্যেক মাসে ২ লাখ ২২ হাজার টাকা নেন পল্লবী।
মানালি দে (Manali Dey)- বাংলা টেলি দুনিয়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মানালি। এই মুহূর্তে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। জানা গিয়েছে, পর্দার শিমুল প্রত্যেক মাসে ২ লাখ ৬০ হাজার টাকা পারিশ্রমিক নেন।
অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)- এই মুহূর্তে জি বাংলার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা হলেন অঙ্কিতা মল্লিক। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় ডেবিউ করেছেন তিনি। আর প্রথম সিরিয়ালেই বাজিমাত করে দেখিয়েছেন অঙ্কিতা। জানা গিয়েছে, ‘জগদ্ধাত্রী’ নায়িকা এখন ২ লাখ ৮৫ হাজার টাকা পারিশ্রমিক পান।
প্রসঙ্গত, সম্প্রতি বিনোদন বিষয়ক একটি ফেসবুক গ্রুপে জি বাংলার নায়িকাদের পারিশ্রমিক সংক্রান্ত একটি পোস্ট করা হয়। সেখানেই কে কত টাকা পারিশ্রমিক পান তা উল্লেখ করা হয়েছিল। সেই তথ্য অনুযায়ীই এই প্রতিবেদন লেখা হয়েছে। সত্যতা যাচাই করেনি বং ট্রেন্ড।