• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠকিয়েছে পর্ণা, ডিভোর্স দেবে বাবুউউ! টিভির আগেই ফাঁস ‘নিম ফুলের মধু’র মহাধামাকা পর্ব

Published on:

Zee Bangla,Neem Phooler Madhu,Bengali serial,Parna,Srijan,Serial,Television,TV serial,Entertainment,Entertainment news,Bangla khobor,Divorce,জি বাংলা,নিম ফুলের মধু,বাংলা সিরিয়াল,পর্ণা,সৃজন,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,ডিভোর্স,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

Neem Phooler Madhu Srijan Parna Divorce : জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটি প্রত্যেক সপ্তাহে দর্শকদের জন্য কোনও না কোনও চমক নিয়ে আসে। একান্নবর্তী পরিবারের গল্প দেখিয়ে শুরু থেকেই দর্শকদের মনে স্থান করে নিয়েছিল এই সিরিয়াল (Bengali Serial)। পর্ণা-সৃজনের দুষ্টুমিষ্টি রসায়নও ভীষণ পছন্দ তাঁদের। এবার এই ধারাবাহিকেই আসছে মহাধামাকা পর্ব। বউকে ডিভোর্স (Divorce) দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল বাবু!

‘নিম ফুলের মধু’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, দত্ত বাড়ির সবার সামনে ধরা পড়ে যায় বিপাশা রূপী পর্ণা (Parna)। সে যে ছদ্মবেশ ধারণ করে সৃজনকে (Srijan) চাকরি দিয়েছিল সেকথা এবার সবাই জেনে যায়। তিন্নি আর ‘ফুলমাসি’ ওরফে বটুসোনার জন্য এটা হয়েছে। যে কারণে পরিবারের সকলের চোখে এক নিমেষে দোষী হয়ে গিয়েছে বাবুর বউ।

Neem Phooler Madhu, Neem Phooler Madhu Parna sad

ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, পরিবারের সবার সামনে আসামির মতো দাঁড়িয়ে রয়েছে পর্ণা। দু’চোখ বেয়ে তাঁর জল পড়ছে। এই প্রথম শ্বশুরবাড়ির সবাই পর্ণার বিপক্ষে। এমন পরিস্থিতিতে সৃজন বলে, তুমি আমার সঙ্গে এমন করবে এটা আমি স্বপ্নেও ভাবিনি পর্ণা। আমি জানি না এরপর আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। তোমার সঙ্গে আমি কী করে সংসার করবো সেটা বুঝে উঠতে পারছি না।

আরও পড়ুনঃ ৪৫ বছরে পা দিল ‘স্বয়ম্ভূ’, ফাঁস ‘জগদ্ধাত্রী’র সেটে সৌম্যদীপের এলাহী বার্থডে সেলিব্রেশনের ভিডিও

Neem Phooler Madhu Srijan and Parna divorce

স্বামীর মুখে একথা শুনে পর্ণা কাঁদতে থাকে। মনে মনে নিজেকে ভীষণ অপরাধী মনে হতে থাকে তাঁর। সবচেয়ে দুঃখের বিষয় হল, পর্ণা কেন বিপাশার বেশ ধারণ করেছিল? তার এই কাজের পিছনে কী উদ্দেশ্য ছিল সেকথা বলার সুযোগটা অবধি তাকে কেউ দেয়নি। এমতাবস্থায় বাবুউউর মা কৃষ্ণা ডিভোর্সের প্রসঙ্গে তোলে।

আরও পড়ুনঃ ‘প্রতিযোগিতা নেই, ও আরও ভালো করুক’, ‘ফুলকি’র সাফল্য দেখে কি বললেন ‘সন্ধ্যা’ অন্বেষা?


ছেলেকে উদ্দেশ্য করে কৃষ্ণা বলে, এমন মেয়ের সঙ্গে তোকে সংসার করতে হবে না বাবু। তুই ওকে ডিভোর্স দিবি। শাশুড়ির মুখে একথা শোনার পর চমকে ওঠে পর্ণা। তাহলে কি এভাবেই জয় হবে তিন্নি আর বটব্যালের? স্বামীর ভালো করতে গিয়েও সংসার ভাঙবে পর্ণার? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥