• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪৫ বছরে পা দিল ‘স্বয়ম্ভূ’! ফাঁস ‘জগদ্ধাত্রী’র সেটে সৌম্যদীপের এলাহী বার্থডে সেলিব্রেশনের ভিডিও

Updated on:

Zee Bangla Bengali serial Jagaddhatri Swayambhu actor Soumyadeep Mukherjee 45th birthday celebration video

Jagaddhatri Swayambhu actor Soumyadeep Mukherjee’s birthday celebration: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। চলতি সপ্তাহে বেঙ্গল টপারের শিরোপাও অর্জন করেছে এই সিরিয়াল। এই ‘জগদ্ধাত্রী’রই মুখ্য চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া খ্যাতি পেয়েছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। দর্শকমহলে তিনি বেশি পরিচিত ‘স্বয়ম্ভূ’ নামেই।

ধারাবাহিক জগদ্ধাত্রী ওরফে জ্যাস এবং স্বয়ম্ভূর (Swayambhu) জুটি দারুণ পছন্দ দর্শকদের। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে রিল ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁদের। টেলি ইন্ডাস্ট্রির গুঞ্জন, বাস্তবেও নাকি প্রেম করছেন পর্দার জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ। সম্প্রতি সেই সৌম্যদীপই নিজের ৪৫তম জন্মদিন (Birthday) উদজাপন করলেন!

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee, Soumyadeep Mukherjee birthday

গতকাল ‘জগদ্ধাত্রী’ নায়কের জন্মদিন ছিল। সকাল থেকেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। শুভেচ্ছা বার্তা এসেছিল চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকেও। এরপর থেকেই সৌম্যদীপের বার্থডে সেলিব্রেশনের (Celebration) ছবি, ভিডিওর অপেক্ষায় ছিলেন প্রত্যেকে। অবশেষে সামনে এল চলে এল বহুপ্রতীক্ষিত সেই পোস্ট।

আরও পড়ুনঃ সূর্য নয়, উচ্ছেবাবুও ফেল! বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারশ্রমিকপ্রাপ্ত নায়ক কে জানেন?

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee birthday

‘জগদ্ধাত্রী’ সেটেই কেক কেটে হইহুল্লোড় করে পালিত হয় সৌম্যদীপের জন্মদিন। নায়িকা অঙ্কিতা মল্লিক থেকে শুরু করে ধারাবাহিকের একাধিক কলাকুশলী উপস্থিত ছিলেন সেখানে। অভিনেত্রী অনন্যা বিশ্বাস সৌম্যদীপের জন্মদিন সেলিব্রেশনের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুনঃ ‘প্রতিযোগিতা নেই, ও আরও ভালো করুক’, ‘ফুলকি’র সাফল্য দেখে কি বললেন ‘সন্ধ্যা’ অন্বেষা?

ক্যাপশনে লিখেছেন, ‘জগদ্ধাত্রীতে স্বয়ম্ভূর জন্মদিন! ৪৫ এ পা দিলো!’ অনন্যার পোস্ট দেখে পর্দার স্বয়ম্ভূকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি অভিনেতার বয়স দেখেও চোখ কপালে উঠেছে অনেকের। এরপর ‘জগদ্ধাত্রী’ নায়ক নিজেও ইনস্টাগ্রামে বার্থডে সেলিব্রেশনের বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন। এর মধ্যে কোনও ছবিতে তাঁকে সকলের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে।


তো আবার কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে চর্চিত প্রেমিকা অঙ্কিতা সৌম্যদীপকে কেক খাইয়ে দিচ্ছেন। জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে পর্দার স্বয়ম্ভূ ক্যাপশনে লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ স্নেহাশিস শ্যার। আমার জন্মদিন এত বিশেষ করে তোলার জন্য জগদ্ধাত্রী টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব খুব স্পেশ্যাল এটা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥