• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০ জনের কাছেই রয়েছে ৫০০০ কোটির সম্পত্তি! সাউথ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড়লোক অভিনেতা কে জানেন?

Richest South Indian Actors List : এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডকে টেক্কা দেওয়ার ক্ষমতা যদি কোনও ইন্ডাস্ট্রির থেকে থাকে তাহলে সেটা দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি (South Indian Film Industry)। অভিনয় হোক বা চিত্রনাট্য সব দিকেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কড়া টক্কর দিচ্ছে সাউথ। শুধু তাই নয়, অস্কার, গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার জিতে বিশ্বদরবারে দেশকে গর্বিতও করেছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি।

দক্ষিণী তারকারা (South Indian Actors) এখন আস্তে আস্তে গ্লোবাল আইকন হয়ে উঠছেন। জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁদের ধনসম্পত্তিও (Net Worth)। শুনলে হয়তো অবাক হবেন, দক্ষিণ ভারতের বহু অভিনেতা সম্পত্তির নিরিখে বলিউড তারকাদেরও পিছনে ফেলে দেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক, সাউথ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড়লোক অভিনেতা (Richest Actor) কে।

   

Dhanush, Dhanush net worth

ধনুষ (Dhanush) : দক্ষিণী অভিনেতা ধনুষ বলিউডেরও পরিচিত মুখ। হলিউডেও কাজ করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটানোর পর প্রচুর টাকার সম্পত্তিও তৈরি করে ফেলেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ধনুষের সম্পত্তির পরিমাণ প্রায় ১৪৮ কোটি টাকা। তিনি সাউথের দশম সবচেয়ে বড়লোক অভিনেতা।

আরও পড়ুনঃ বউয়ের চোখে ধুলো দিয়ে রেখাকে নিয়ে বাংলোয় অমিতাভ! স্বামীকে হাতেনাতে ধরেছিলেন জয়া

Prabhas, Prabhas net worth

প্রভাস (Prabhas) : দক্ষিণ ভারতের প্রথমসারির অভিনেতাদের মধ্যে একজন হলেন প্রভাস। ‘বাহুবলী’র হাত ধরে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রভাস প্রায় ২১৫ কোটি টাকার সম্পত্তির মালিক।

আরও পড়ুনঃ সুচিত্রা সেনের খোলা পিঠে চুমু! ‘মহানায়িকা’কে আজও ভুলতে পারেননি বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র

Mahesh Babu, Mahesh Babu net worth

মহেশ বাবু (Mahesh Babu) : সাউথের অষ্টম সবচেয়ে বড়লোক অভিনেতা হলেন মহেশ বাবু। মহিলামহলে এই অভিনেতার জনপ্রিয়তা দেখার মতো। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহেশ বাবু প্রায় ২৫৬ কোটি টাকার মালিক।

Allu Arjun, Allu Arjun net worth

আল্লু অর্জুন (Allu Arjun) : তালিকার সপ্তম স্থানে নাম রয়েছে ‘পুষ্পা’ অভিনেতা আল্লু অর্জুনের। একাধক ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া এই অভিনেতার সম্পত্তির পরিমাণ কত জানেন? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন প্রায় ৩৭০ কোটি টাকার মালিক।

Mohanlal, Mohanlal net worth

মোহনলাল (Mohanlal) : অভিনয়ের পাশাপাশি আরও প্রচুর ট্যালেন্ট রয়েছে মোহনলালের। তিনি একাধারে প্রযোজক, গায়ক এবং পরিচালকও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে মোহনলালের সম্পত্তির পরিমাণ প্রায় ৩৯৪ কোটি টাকা।

Rajinikanth, Rajinikanth net worth

রজনীকান্ত (Rajinikanth) : গত কয়েক দশক ধরে দক্ষিণ ভারতে রাজত্ব করছেন ‘থালাইভা’ রজনীকান্ত। এত নতুন অভিনেতা এলেও কেউ তাঁর জায়গা নিতে পারেনি। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে প্রায় ৪৩০ কোটি টাকার আয় করেছেন রজনীকান্ত।

Thalapathy Vijay, Thalapathy Vijay net worth

থালাপতি বিজয় (Thalapathy Vijay) : এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেইড অভিনেতাদের মধ্যে একজন হলেন থালাপতি বিজয়। শুধু ভারতেই নয়, বিদেশেও প্রচুর অনুরাগী রয়েছে তাঁর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, থালাপতি বিজয় প্রায় ৪৪৫ কোটি টাকার মালিক।

Kamal Haasan, Kamal Haasan net worth

কমল হাসান (Kamal Haasan) : দক্ষিণ ভারতের তৃতীয় সবচেয়ে ধনী অভিনেতা হলেন কমল হাসান। যদিও শুধুমাত্র সাউথই নয়, বলিউডেরও অত্যন্ত পরিচিত মুখ তিনি। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে কমল হাসানের সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫০ কোটি টাকা।

Nagarjuna, Nagarjuna net worth

নাগার্জুন (Nagarjuna) : সাউথ সুপারস্টার নাগার্জুন অভিনয়ের পাশাপাশি সঞ্চালনা, প্রযোজনার কাজও করেন। সেই সঙ্গেই তিনি অত্যন্ত সফল একজন ব্যবসায়ীও। স্বাভাবিকভাবেই তিনি প্রচুর ধনসম্পত্তির মালিকও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নাগার্জুন প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তির মালিক।

Ram Charan, Ram Charan net worth

রাম চরণ (Ram Charan) : অস্কারজয়ী ‘আরআরআর’ নায়ক রাম চরণ হলেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সবচেয়ে বড়লোক অভিনেতা। খুব কম সময়ের মধ্যেই আকাশছোঁয়া খ্যাতি অর্জন করেছেন তিনি। সেই সঙ্গেই আয় করেছেন প্রচুর অর্থ। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দাঁড়িয়ে রাম চরণ প্রায় ১৩৭০ কোটি টাকার ধনসম্পত্তির মালিক।