• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বউয়ের চোখে ধুলো দিয়ে রেখাকে নিয়ে বাংলোয় অমিতাভ! স্বামীকে হাতেনাতে ধরেছিলেন জয়া

Published on:

Amitabh Bachchan and Rekha secretly spent some time in their friend’s empty bungalow

Jaya Bacchan Caught Amitabh Bacchan with Rekha : বলিউডের (Bollywood) অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার হল বচ্চন ফ্যামিলি (Bachchan family)। একই ছাদের তলায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন (Jaya Bachchan), অভিষেক এবং ঐশ্বর্যর মতো তারকা থাকেন। সুপারস্টারে ভর্তি বচ্চন পরিবারকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কখনও কাজের জন্য, কখনও আবার ব্যক্তিগত জীবনের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তাঁরা। সম্প্রতি যেমন ‘বিগ বি’ অতীতের এক পুরনো ‘কেচ্ছা’র সৌজন্যে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।

১৯৭৩ সালে জয়াকে ভালোবেসে বিয়ে করেছিলেন অমিতাভ। প্রায় ৫০ বছরের দাম্পত্য জীবনে একাধিক ঝড়ঝাপটা এসেছে, তবে তাঁরা একে অপরের হাত ছাড়েননি। বা বলা ভালো, জয়া শক্ত করে ধরে রেখেছেন অমিতাভের হাত। একসময় যখন অমিতাভ এবং রেখার (Rekha) সম্পর্কের কথা জানাজানি হয়ে গিয়েছিল, তখনও স্বামীর পাশ থেকে সরে যাননি তিনি।

Amitabh Bachchan Jaya Bachchan and Rekha, Amitabh Rekha in a bungalow

জয়ার সঙ্গে বিবাহিত থাকতে থাকতেই অমিতাভ যে রেখার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তা অনেকেই জানেন। শোনা যায়, একসঙ্গে অভিনয় করতে গিয়েই ঘনিষ্ঠতা হয় দু’জনের। ‘দো আনজানে’র ছবির সেট থেকে কাছাকাছি আসতে শুরু করেছিলেন অমিতাভ-জয়া। তবে শুরুর দিকে সেই সম্পর্কের কথা কাউকে টের পেতে দেননি তাঁরা। কিন্তু একবার শ্যুটিং সেটে একজন অনুরাগী নাকি রেখার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, ক্ষোভে ফেটে পড়েছিলেন ‘বিগ বি’। এরপরই জানাজানি হয়ে যায় তাঁদের সম্পর্কের কথা।

আস্তে আস্তে অমিতাভ-রেখার পরকীয়ার খবর ছড়িয়ে পড়ে গোটা বলিউডে। জনপ্রিয় অভিনেতা রঞ্জিত একবার জনসমক্ষে ফাঁস করে দিয়েছিলেন তাঁদের সম্পর্কের কথা। জানা যায়, জয়াকে ফাঁকি দিয়ে নাকি বন্ধুর ফাঁকা বাংলোয় রেখার সঙ্গে সময় কাটাতেন অমিতাভ। যদিও বেশিদিন লুকিয়ে রাখতে পারেননি এই বিষয়টা।

আরও পড়ুনঃ কোটিপতির জন্য ছেড়েছিলেন বলিউড! কোথায় হারিয়ে গেলেন ১০ হাজার কোটির মালকিন অভিনেত্রী?

Amitabh Bachchan Jaya Bachchan and Rekha, Amitabh Rekha in a bungalow

আরও পড়ুনঃ মেয়ে-বৌকে বাড়িতে রেখে কাকে প্রপোজ করলেন রণবীর? সব কুকীর্তি ফাঁস করে বিস্ফোরক অভিনেত্রী

শুরুর দিকে কাউকে না জানিয়ে দেখা করতেন রেখা এবং অমিতাভ। শোনা যায়, ‘বিগ বি’র সঙ্গে সময় কাটাবেন বলে অভিনেত্রী নিজের শ্যুটিং শিডিউলও বদলে দিতেন। রঞ্জিত এই বিষয়ে বলেছিলেন, তাঁর পরিচালনা করা ‘কারনামা’ ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল রেখার। তবে অভিনেত্রী সকালে শ্যুটিং করতে চাইতেন। অমিতাভের সঙ্গে সময় কাটাবেন বলে বিকেলটা ফাঁকা রাখতে চাইতেন তিনি। রঞ্জিতকে সকালে শ্যুটিং রাখার অনুরোধও করেছিলেন অভিনেত্রী। তবে সেটা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ছবিটি ছেড়ে দেন।

তবে এরপর রেখা এবং অমিতাভের পরকীয়ার খবর ফাঁস হয়ে যায়। স্বামীর প্রতারণার কথা জেনে প্রচণ্ড ভেঙে পড়েন জয়া। পাশাপাশি অভিনেতার পরিবারের তরফ থেকেও প্রবল আপত্তি ওঠে। শেষমেষ রেখার সঙ্গে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন ‘বিগ বি’। এরপর ভবিষ্যতে আর কখনও পর্দাতেও দেখা যায়নি তাঁদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥