• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হলেন ‘তোমায় আমায় মিলে’ অভিনেত্রী! নতুন অতিথি আসার খবর দিতেই শুভেচ্ছায় ভরালো নেটপাড়া

বাংলা টেলিভিশনের আইকনিক সিরিয়ালগুলির মধ্যে একটি হল ‘তোমায় আমায় মিলে’ (Tomay Amay Mile)। স্টার জলসার এই ধারাবাহিকটির কথা আজও মনে পড়ে দর্শকদের। উষশী এবং নিশীথের কাহিনী এখনও নস্ট্যালজিক করে তোলে সকলকে। সম্প্রতি এই সিরিয়ালের এক অভিনেত্রীই (Actress) মাতৃত্বের স্বাদ অনুভব করলেন।

‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রুশা চট্টোপাধ্যায় এবং ঋজু বিশ্বাস। পরবর্তীকালে ঋজুর স্থানে নেওয়া হয় গৌরব রায় চৌধুরীকে। রুশা-গৌরব ছাড়াও তুলিকা বসু, তিতাস ভৌমিক (Titas Bhowmik), প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা অভিনয় করেছিলেন এই সিরিয়ালে। সম্প্রতি তিতাসই সন্তানের মুখ দেখেছেন।

   

Titas Bhowmik became a mother of a baby boy

উষসী-নিশীথের সিরিয়ালে ‘কাকলি’ (Kakoli) চরিত্রে অভিনয় করেছিলেন তিতাস। গত বছর মে মাসে স্নেহাশিস দাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। এটা তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে পরিচালক-অভিনেতা সমদর্শী দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিতাস। তবে সেই বিয়ে টেকেনি। ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।

আরও পড়ুনঃ মরে গেলেও এই বাড়িতে ফিরবো না! ঠাম্মিকে জানিয়ে দিল মেঘ, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

২০২২ সালে স্নেহাশিসের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিতাস। বিয়ের দেড় বছরের মাথায় তাঁদের পরিবারে এল খুদে সদস্য। সদ্যোজাতর হাতের মুঠির ছবি শেয়ার করে অভিনেত্রী জানান, ছেলের বয়স সবে ৬ দিন হল। রাতে টানা ঘুমোয় ছোট্ট কবীর। খুবই শান্ত স্বভাবের তাঁর পুত্র।

Tomay Amay Mile Kakoli Titas Bhowmik

প্রসঙ্গত, তিতাসকে শেষ দেখা গিয়েছিল ‘কোড়া পাখি’ ধারাবাহিকে। এরপর বিয়ে করে অভিনয় দুনিয়া থেকে দূরত্ব তৈরি করে নেন অভিনেত্রী। জানিয়েছিলেন সচেতনভাবেই এই সিদ্ধান্ত নেওয়া তাঁর। এর জন্য ছিটেফোঁটা আফসোস নেই।

আরও পড়ুনঃ ডিভোর্স অতীত, বিয়ে করে ফুলশয্যা সেরে ফেলল বাবুউউ আর পর্ণা! টিভির আগেই ফাঁস তুলকামাল পর্ব

বড়পর্দা-ছোটপর্দা মিলিয়ে একাধিক সফল প্রোজেক্টে কাজ করেছেন তিতাস। বাংলা টেলিভিশনের একাধিক হিট সিরিয়ালের তাঁকে দেখেছেন দর্শকরা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালে ‘কাকলি’ চরিত্রে অভিনয়ের পর। আজও অনেক সিরিয়ালপ্রেমী মানুষ এই নামে মনে রেখে দিয়েছেন তাঁকে। তিতাসের জীবনের এই নতুন অধ্যায় শুরুর খবর পেয়ে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।