• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মরে গেলেও এই বাড়িতে ফিরবো না! ঠাম্মিকে জানিয়ে দিল মেঘ, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। টানটান উত্তেজনার গল্প দেখিয়ে দর্শকদের বুঁদ করে রেখেছে এই সিরিয়াল। একদিকে মেঘকে গাঙ্গুলী বাড়িতে ফেরানোয় মরিয়া নীল। অন্যদিকে ডিভোর্সের সিদ্ধান্ত অনড় মেঘ। এসবের মাঝেই চলে এল ধুন্ধুমার এক পর্ব।

ধারাবাহিকের (Bengali Serial) গত এপিসোডে দেখা গিয়েছে, নীলের পাড়ায় গান গেয়ে সবার প্রশংসা আদায় করে নিয়েছে মেঘ (Megh)। এরপর তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই নীলকে ডেকে নেয়। তা দেখে প্রথমে কিছুটা বিড়ম্বনায় পড়লেও পরে নিজেকে সামলে নেয় মেঘ। তাকে সম্মানিত করার পর জিষ্ণুকে আমন্ত্রণ করে পাড়ার ছেলেরা। তাকে দেখে মেঘ-নীল দু’জনেই কিছুটা চমকে ওঠে। এরপর মেঘ এবং জিষ্ণু একসঙ্গে একটি গান গায়।

   

Icche Putul Megh and Jishnu in Durga Puja function

অন্যদিকে মেঘের গান শোনার জন্য মুখিয়ে ছিল নীলের ঠাম্মি (Neel’s Thammi)। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে যেতে পারেননি। সেই জন্য তিনি নীলকে অনুরোধ করেন, অনুষ্ঠান শেষের পর যেন মেঘকে কিছুক্ষণের জন্য বাড়ি নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ সূর্যকে চাই! লাবণ্যকে ব্ল্যাকমেল শুরু মিশকার, এদিকে দীপাকে মনের কথা বললো অর্জুন, ফাঁস ধামাকা পর্ব

এরপর দেখা যায়, গান গাওয়া শেষ হতেই মেঘকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করে নীল (Neel)। ঠাম্মি অসুস্থ শুনে এককথায় রাজি হয়ে যায় মেঘ। পাশাপাশি এও বলে, আগেরবারের মতো কোনও অপ্রস্তুত পরিস্থিতির শিকার হলে সে তখনই বাড়ি থেকে বেরিয়ে আসবে। সেকথায় সম্মতি জানায় নীল। এরপর জিষ্ণুকে রেখে নীলের সঙ্গে গাঙ্গুলী বাড়ি যায় মেঘ।

Icche Putul Megh sad

আজকের পর্বে দেখতে পাবেন, অসুস্থ ঠাম্মিকে দেখতে গাঙ্গুলী বাড়িতে আসে মেঘ। তাকে দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। এরপর কথার মাঝে ঠাম্মি বলে, আর একবার কি এই বাড়িতে ফিরে আসা যায় না দিদিভাই? তখন কাঁদতে কাঁদতে মেঘ বলে, আমি আর কোনোদিন এই বাড়িতে ফিরতে চাই না ঠাম্মি। সেকথা শুনে মন ভেঙে যায় নীলের।

আরও পড়ুনঃ পরাগের থেকে ৫ লাখ পেতেই বিরাট সিদ্ধান্ত শিমুলের, হতবাক মধুবালা! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

এরপর চোখ মুছতে মুছতে দরজা দিয়ে বেরিয়ে যায় মেঘ। আসলে নীল সহ গাঙ্গুলী বাড়ির সবাই ভেবেছিল, আর কারোর কথা না শুনলেও ঠাম্মির অনুরোধ ফেলতে পারবে না মেঘ। কিন্তু সেই ঠাম্মিকেই মেঘ ফিরবে না জানিয়ে দেওয়ায় মন খারাপ হয়ে যায় সকলের।