• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয় এই সিরিয়ালের জায়গা নিতে আসছে ‘তোমাদের রাণী’, বড় সিদ্ধান্ত নিল চ্যানেল 

Published on:

Tomader Rani will replace Bangla Medium or Gantchora

Tomader Rani Serial Time Slot : প্রথম প্রোমো আসতে না আসতেই প্রশংসা এবং সমালোচনা দুই পেয়ে গিয়েছেন স্টার জলসার (star Jalsha) নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘তোমাদের রাণী’র (Tomader Rani) নায়িকা। এই ধারাবাহিকের নায়িকা রাণী চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার (Avika Malakar)। আর নায়ক দুর্জয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অর্ক প্রভ (Arka Provo)-কে। তাঁরা দুজনেই বাংলা সিরিয়ালের জগতে একেবারে নতুন।

কিছুদিন আগেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছিল এই নতুন সিরিয়ালের প্রথম প্রোমো। যা সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া মত বস্তাপচা কনসেপ্ট নয় একেবারেই। বরং একজন গর্ভবতী মায়ের সবদিক সুন্দর ভাবে ব্যালেন্স করে মা হওয়ার পাশাপাশি নিজের ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরণ করার লড়াইয়ের কথা বলা হচ্ছে। তাই এই নতুন নারী কেন্দ্রিক ধারাবাহিকের কনসেপ্ট শুরুতেই দর্শকদের মন জয় করে নিয়েছে দর্শকদের।

Tomader Rani, Tomader Rani serial, Tomader Rani casting

তবে প্রশংসার পাশাপাশি শুরুতেই জুটেছে সমালোচনাও। আসলে সারাক্ষন ‘আতসকাঁচ’ নিয়ে বসে থাকা দর্শকদের নজর এড়ায়না কিছুই। তাই খুঁটিনাটি বিষয় নিয়ে খুঁত ধরতেও ছাড়েননি কেউ। বিশেষ করে মেডিকেল পরীক্ষা দিতে গিয়ে ধারাবাহিকের নায়িকার হাতে স্মার্টওয়াচ রেখে রে রে করে তেড়ে এসেছিলেন নেটিজেনদের একাংশ। তবে দর্শকদের অনেকেই আবার দাবি করেছিলেন বুঝতে হবে যে এটা সিরিয়াল তাই এখানে একটু অতিরঞ্জিত জিনিস দেখানো হয়েই থাকে।

আরও পড়ুনঃ শুধুই নয় অভিনয়, রয়েছে লেখিকার গুণ, জনপ্রিয় এই সিরিয়ালগুলির স্ক্রিপ্ট লিখেছেন ‘ধারা’ অর্কজা

এসবের মধ্যেই এই নতুন সিরিয়াল তোমাদের রানী নিয়ে এসে গেল এক বড়োসড় আপডেট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই  নতুন সিরিয়াল সম্পর্কে বিগ ব্রেকিং নিয়ে নিউজ নিয়ে হাজির হয়েছেন এক ভক্ত। তার দাবি ‘এই মুহুর্তে সব থেকে বড়ো ব্রেকিং নিউজ! নেক্সট উইকের টিআরপি দেখে স্লট ঘোষণা করা হবে তোমাদের রানি সিরিয়াল সন্ধের ৭ টায় নাহলে ৮ টায় আসবে একদম ১০০% কনফার্ম নিউজ। তুঁতে অন্য স্লটে যাবে বাংলা মিডিয়াম আর গাঁটছড়া শেষ হবে গুড্ডি আপাতত এখন শেষ হবে না ধন্যবাদ। ( দয়া করে কমেন্টে ফেক নিউজ বলে চিৎকার করবেন না।)

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী, ফুলকি নাকি পর্ণা, জি বাংলার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা কে জানেন?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তোমাদের রাণী Tomader Rani,বাংলা মিডিয়াম,Bangla Medium,গাঁটছড়া,Gantchora,তুঁতে,Tunte,সিরিয়াল শেষ,Serial End,সময় পরিবর্তন,Time Slot Change,নতুন আপডেট,New Update

যার ফলে বোঝাই যাচ্ছে নতুন এই সিরিয়ালের দাপটে খড়িহীন ‘গাঁটছড়া’র পাশাপাশি এবার সংকটের মুখে ফিউচার ড্রিম স্কুলের ‘বাংলা মিডিয়াম’ ইন্দিরা ম্যাডামের ভবিষ্যতও। অন্যদিকে এখনো পর্যন্ত বিপদমুক্ত এই চ্যানেলের চর্চিত সিরিয়াল ‘গুড্ডি’। তবে টাইম স্লট পাল্টানোর প্রবল সম্ভবনা রয়েছে  ‘তুঁতে’র। তবে আসল সত্যিটা জানতে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই কোন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥