• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই নয় অভিনয়, রয়েছে লেখিকার গুণ, জনপ্রিয় এই সিরিয়ালগুলির স্ক্রিপ্ট লিখেছেন ‘ধারা’ অর্কজা

Published on:

All you need to know about mithai serial dhara actress Arkoja Acharya's hidden talent

বাংলা সিরিয়ালের (Bangla Serial) নায়িকা (Heroine) হওয়া মোটেই মুখের কথা নয়! আজও এমন অনেক মানুষ আছেন যারা ভাবেন কেউ কোনো কাজ পেলে তখনই অভিনয়টাকেই পেশা হিসেবে হিসেবে বেছে নেন। কিন্তু একথা একেবারেই ভুল। বরং ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন  সবার ক্ষেত্রে কিন্তু তা হয় না এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা অভিনয়ের টানেই ছেড়েছেন মোটা মাইনের চাকরি আর নিচিত জীবন।

তাই এমন অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাঁরা অভিনয়ের পাশাপাশি পারদর্শী আরও একাধিক পেশায়।  এক কথায় মাল্টি ট্যালেন্টেড! কেউ রান্না করতে ভালোবাসেন তো কেউ  ছবি আঁকতে, আবার কেউ নাচে গানে পারদর্শী কেউ আবার পড়াশোনাতেওঁ তুখোড়। বাংলা সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এমনই একজন জনপ্রিয়  অভিনেত্রী হলেন অর্কজা আচার্য।

Unknown facts about tv actress Arkoja Acharya

বাংলা সিরিয়ালের এই প্রতিভাবান অভিনেত্রী জন্মসূত্রে কলকাতার স্টুডিও পাড়ার মেয়ে হলেও একসময় অডিশন দিতে গিয়ে বার বার পেয়েছেন প্রত্যাখ্যান। অভিনয় করতে গিয়ে বারবার তার চেহারা কথা শুনতে হয়েছে। তাঁকেবলা হয়েছিল তাঁর মুখশ্রী সুন্দর নয়। কিন্তু হাল ছাড়েনি অভিনেত্রী। অর্কজা পড়াশুনাতেও ছিলেন দুর্দান্ত, পড়াশোনা করেছেন বাংলা সাহিত্য নিয়ে।

আরও পড়ুনঃ আমার নাকি ক্যান্সার হয়েছে! ৩ দশকে পেরিয়ে ভক্তদের উদ্দেশ্যে বার্তা নচিকেতার

একটা সময় অভিনয়ে আসার আগে চুটিয়ে থিয়েটার করেছেন অর্কজা। তবে দিনের পর দিন রিজেক্ট হয়ে সবে যখনতিনি ভেবেছিলেন অভিনয় ছেড়ে স্কুলের শিক্ষিকার চাকরি করবেন ঠিক তখনই নাকি তাঁর কাছে প্রস্তাব এসেছিল স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে অনভিনয় করার। অর্কজা সম্পর্কে এই বিষয়গুলো কমবেশী জানা রয়েছে সকলেরই। কিন্তু জানলে অবাক হবেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রীর রয়েছে আরও একটি বিশেষ প্রতিভা।

আরও পড়ুনঃ বউকে অপমান করেই নায়ক থেকে খলনায়ক, দর্শকদের মতে ভিলেন বাংলা সিরিয়ালের এই তারকারা

একসময় তিনি সৌরভ সেনগুপ্তকে অ্যাসিস্ট করতেন, তারপর নিজেই এককভাবে লিখেছেন স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালের স্ক্রিপ্ট। এছাড়াও লিখেছেন ‘বিজয়িনী’, ‘জয়কালী কলকত্তায়ালি’-র মত জনপ্রিয় ধারাবাহিকের স্ক্রিপ্ট। প্রথম সিরিয়াল শেষ হওয়ার পরেই জনপ্রিয় ‘মিঠাই’ সিরিয়ালের আইপিএস বসুন্ধরা চরিত্রে অভিনয় করেও দর্শকদের মন জয় করেছিলেন তিনি। পরবর্তীতে ‘শ্রেয়সী’-তেও অভিনয় করেছেন তিনি। বতমানে তাঁকে দেখা যাচ্ছে ‘আকাশ ৮’ এ ‘সাহিত্যের সেরা সময়’-এর  ‘কড়ি দিয়ে কিনলাম’ গল্পে লক্ষীর চরিত্রে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥