• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার সম্পর্ক গড়িয়েছে বাস্তবেও, প্রেম করছেন ‘তোমাদের রাণী’র অভিকা-অর্কপ্রভ! জোর জল্পনা নেটপাড়ায়

Published on:

Tomader Rani serial Rani Durjoy actors Abhika Malakar and Arkaprovo Roy is reportedly dating

একসঙ্গে কাজ করতে গিয়ে তারকাদের প্রেমে (Love Relation) পড়াটা নতুন কিছু নয়। রুবেল-শ্বেতা থেকে শুরু করে আদৃত-কৌশাম্বী এক সিরিয়ালে কাজ করার সুবাদে প্রেমে পড়েছেন এই সেলেব কাপলরা। এবার বাংলা টেলিভিশনের আরও এক জনপ্রিয় জুটির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়ায়। তাঁরা হলেন, ‘তোমাদের রানী’ (Tomader Rani) খ্যাত অভিকা মালাকার (Abhika Malakar) এবং অর্কপ্রভ রায় (Arkaprovo Roy)

খুব বেশিদিন হয়নি স্টার জলসার (Star Jalsha) পর্দার দুর্জয়-রানীর (Durjoy-Rani) পথচলা শুরু হয়েছে। তবে অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে আনকোরা এই জুটি। অভিকা-অর্কপ্রভর অনস্ক্রিন রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন সকলে। তবে এখন রটেছে, পর্দার পাশাপাশি বাস্তবেও নাকি প্রেম করছেন দু’জনে।

Tomader Rani fame Abhika Malakar and Arkaprovo Roy is reportedly dating

অভিকা-অর্কপ্রভর সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই একসঙ্গে নানান ছবি-ভিডিও চোখে পড়ে। পর্দার রানী-দুর্জয়ের সম্পর্ক অফস্ক্রিনেও যে বেশ ভালো তা এই পোস্টগুলি দেখে বেশ বোঝা যায়। আর সেখান থেকেই ডানা মেলেছে দু’জনের প্রেমের গুঞ্জন। অভিকা-অর্কপ্রভর অফস্ক্রিন রসায়ন এখন ভক্তদের চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ দক্ষ অভিনেত্রী হলেও টলিউডে দেখা মেলে না আর! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের নায়িকা অরুনিমা ঘোষ?

সত্যিই প্রেম করছেন ‘তোমাদের রাণী’র অর্কপ্রভ অভিকা?

‘তোমাদের রানী’ জুটি নিয়ে চারিদিকে জোর আলোচনা হলেও অভিকা-অর্কপ্রভ এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাই সত্যি সত্যি তাঁরা প্রেম করছেন কিনা এই নিয়ে সংশয় আছে অনেকের। কারণ অতীতে বহু টেলি তারকাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, পরে জানা গিয়েছে সেগুলি ভুয়ো।

Tomader Rani fame Abhika Malakar and Arkaprovo Roy is reportedly dating

‘অনুরাগের ছোঁয়া’ নায়ক দিব্যজ্যোতি দত্তের সঙ্গেই যেমন সৌমিতৃষা কুণ্ডু, স্বস্তিকা ঘোষের মতো অভিনেত্রীদের নাম জড়িয়েছিল। এখন আবার শোনা যাচ্ছে, সৌমিলি চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি। একইরকমভাবে ‘জগদ্ধাত্রী’ জুটি অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়ের প্রেম নিয়েও একসময় জোর চর্চা হতো। পরে দু’জন সাফ জানান, তাঁরা আসলে ভালো বন্ধু।

আরও পড়ুনঃ আমার নাম ভাঙিয়ে খাস, বেইমান তোরা! ইউটিউবারদের নিয়ে বিস্ফোরক ভাইরাল নন্দিনী দিদি

 

View this post on Instagram

 

A post shared by Arkaprovo (@lord_arkaprovo)

এখন আবার অভিকা-অর্কপ্রভর প্রেম নিয়ে নানান রকম রটনা শোনা যাচ্ছে। আদৌ এই খবরে কতখানি সত্যতা আছে তা নিয়ে দ্বন্দ্বে আছেন অনুরাগীদের একাংশ। তাই যতক্ষণ অবধি তাঁরা নিজেরা এই বিষয়ে কিছু বলছেন না, ততক্ষণ অবধি এই বিষয়ে নিশ্চিত হতে পারছেন না কেউ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥