• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার নাম ভাঙিয়ে খাস, বেইমান তোরা! ইউটিউবারদের নিয়ে বিস্ফোরক ভাইরাল নন্দিনী দিদি

Published on:

Smart Didi Nandini’s new video goes viral on social media

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রাতারাতি তারকা হয়েছেন বহু মানুষ। রানু মণ্ডল, ভুবন বাদ্যকর থেকে শুরু করে নন্দিনী দিদি (Nandini Didi) ভাইরাল হয়ে ভাগ্য খুলেছে এনাদের সবার। সংবাদমাধ্যম খুললেই তাঁদের নিয়ে নানান রকম চর্চা চোখে পড়ে। সম্প্রতি যেমন একটি বেফাঁস মন্তব্য করে ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী (Smart Didi Nandini)

আসল নাম মমতা গঙ্গোপাধ্যায় হলেও নেটিজেনদের কাছে ‘স্মার্ট দিদি’ অথবা ‘নন্দিনী দিদি’ নামেই বেশি জনপ্রিয় তিনি। ডালহৌসির অফিসপাড়ায় একটি পাইস হোটেল চালান তিনি। সেই এলাকায় আরও বহু হোটেল থাকলেও নন্দিনী দিদি সবার থেকে ভিন্ন, মত নেটিজেনদের। তাঁর পোশাক থেকে শুরু করে কথা বলার ধরণ, সবকিছু নজর কাড়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ইউজারদের।

Viral Nandini Didi shares her new hotel will open in November

সেই কারণে প্রায় রোজই নন্দিনী দিদির হোটেলের সামনে লেগে থাকে ইউটিউবার, ভ্লগারদের ভিড়। তাঁদের দৌলতেই যে ‘স্মার্ট দিদি’র কপাল খুলেছে তা অস্বীকার করার কোন উপায় নেই। কিন্তু এবার তাঁদের নিয়েই বেফাঁস মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘আমার বর পেটাবে…’, মাচা শোতে গিয়ে কী করলেন স্মার্ট নন্দিনী দিদি? ফাঁস হতেই ভাইরাল ভিডিও

নন্দিনী দিদি তাঁর ‘ইউটিউবার ভাই’দের বলেন, ‘তোমরা তো আমার নাম ভাঙিয়ে খাও’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হওয়া এক ভিডিওয় ‘স্মার্ট দিদি’কে বলতে দেখা যাচ্ছে, ‘নন্দিনীর নাম খাটিয়ে তো তুমিও খাচ্ছো সোনা। তুমি কি নিজের নাম দিয়ে ভিডিও বানাও? হেডলাইন তো বড় বড় করে দাও। নন্দিনীদির নাটক, নন্দিনীদি এক্সপোজড, ছিঃ ছিঃ নন্দিনীদি। যখন সবাই আমার নাম খাটিয়ে খাচ্ছে তখন কাকে কাকে আমি দোষ দেব? আমার তোমাদের দয়ায় আমি আয় বাড়িয়ে ভালো খাওয়াচ্ছি। পৃথিবীতে আমরা প্রত্যেকে একসঙ্গে জুড়ে আছি’।

Smart didi Nandini Ganguly's pice hotel may close soon

কয়েকদিন আগেই মাত্র ৮০ টাকায় মটন থালি বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কালীদি এবং মিষ্টিদি। বেশ কয়েকজন ইউটিউবার তাঁদের মধ্যে বিতর্ক তৈরি করার জন্য একজনের কথা আর একজনকে এসে বলছিলেন। সেই প্রসঙ্গ উঠতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দেন নন্দিনী।

আরও পড়ুনঃ বাংলায় আসছে ‘অ্যানিমাল’! কোন চরিত্রে অভিনয় করবেন কে? রইল টলিউডের Animal-র কাস্টিং

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হওয়ার পর শীঘ্রই টলিউডে পা রাখতে চলেছেন নন্দিনী দিদি। প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের ‘তিন সত্যি’ ছবিতে নায়িকার রোলে দেখা যাবে তাঁকে। এই সিনেমায় বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নন্দিনী দিদি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥