• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কন্ট্রাক্ট শেষ, TRP তালিকাতেও হাল নড়বড়ে, শেষের পথে ‘অনুরাগের ছোঁয়া’! জোর গুঞ্জন নেটপাড়ায়

Published on:

Star Jalsha Anurager Chhowa Serial Might End Soon Rumours over Social Media

ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি সিরিয়াল (Bengali Serial) হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। সূর্য-দীপার কাহিনী নিয়ে শুরু হওয়া এই ধারাবাহিক প্রথম দিন থেকেই সকলের প্রিয়। পরবর্তীকালে সোনা-রুপা আসে, এন্ট্রি নেয় শয়তান মিশকা। সেই থেকে আজও দুজনের মিলনের পথে একেরপর এক বাঁধা এসেই চলেছে। কিন্তু সম্প্রতি মিশকা জেলে জেওয়ার পরেও সূর্য-দীপার আলাদা হয়ে যাওয়াটা যেন বড়ই বেমানান দর্শকদের কাছে।

একসময় টার্গেট রেটিং পয়েন্টের তালিকা প্রথমস্থান ছিল পাকা। এরপর সেরা ৫, মাঝে সপ্তম স্থানেও নেমে গিয়েছিল অনুরাগের ছোঁয়া। অবশ্য গতবারের আবারও কামব্যাক করেছে ধারাবাহিকটি। রুপাকে প্রাণে মারার চেষ্টা করলেও তাকে হাতেনাতে ধরিয়ে শাস্তি পাইয়ে দিয়েছে দীপা। ১০ বছরের জেল হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র অনুশোচনা নেই মিশকার চোখে। এদিকে ভিলেন জেলে গেলেও শেষ হয়নি সমস্যা।

Anurager Chhowa Story Might Take 10 Years Leap rumours in Social Media

রুপার চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। এতদিন রুপার চিকিৎসার খরচ জুগিয়ে এসেছিল অর্জুন, কিন্তু আজ সেও প্রায় নিঃস্ব হওয়ার পথে। এদিকে এসবের মাঝে নিজেকে কিছুটা সময় দিতে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছে সূর্য। তাই শেষমেশ আত্মসম্মান জলাঞ্জলী দিয়ে দীপা খোরপোষের টাকা দাবি করতে এসেছে সেনগুপ্ত বাড়িতে।

আরও পড়ুনঃ ছাত্রীর সাথে ফুলশয্যার আগেই মৃত্যুর মুখে পরাগ! জেলে যাবে শিমুল, ফাঁস তোলপাড় করা পর্বের ভিডিও

সূর্য চলে যাওয়ার আগে দীপা তাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তাতে লাভ হয়নি। আসলে স্বামী, বাবা থেকে ছেলে এই সমস্ত ক্ষেত্রে নিজেকে ব্যর্থ পেয়ে ভেঙে পড়েছে সূর্য। নিজেকে সোনা-রুপার সামনাসামনি দাঁড় করানোর সাহসটুকু হারিয়েছে সে। তাই সব ছেড়ে দূরে দিয়ে ডাক্তারি করছে। এদিকে দীপাও বেশ বুঝতে পারছে শুধু ওষুধ নয়, বাবাকেও চাই রুপাকে সুস্থ করে তোলার জন্য। এখন এটাই দেখার যে সূর্য কতদিনে ফিরে আসে।

Anurager Chhowa Surjya leaves Deepa's house

এতসব কুচু যখন চলছে তখনই এক চিন্তার খবর হাজির। হটাৎই নেটপাড়ায় কানাঘুষো শোনা যাক, এবার নাকি শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া। কিন্তু কেন? এর উত্তরে যা সামনে আসছে তা হল, সিরিয়ালের কনট্রাক্ট শেষ হওয়ার কথা ছিল জানুয়ারি মাসেই। যদিও এই সম্পর্কিত কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি চ্যানেলের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ পর্দায় বিচ্ছেদ হলেও বাস্তবে পার্টি মুডে দীপা-সূর্য, ফাঁস টীম ‘অনুরাগের ছোঁয়া’র পিকনিকের ভিডিও

অবশ্য এটাও জানা যাচ্ছে আপাতত আগামী ৫ মাসের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে অনুরাগের ছোঁয়ার। যার অর্থ শেষ হচ্ছে না ধারাবাহিকটি। যদিও এই দুই খবরের সত্যতা যাচাই সম্ভব হয়নি, তবে দর্শকেরা যে আরও কিছুদিন সিরিয়ালটি দেখতে চাইছেন সেটা বোঝাই যাচ্ছ। টিআরপি তালিকায় সেরা পাঁচে কামব্যাক দেখে অন্তত সেটাই ধরে নেওয়া যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥