বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) একসময় নায়কের সমান গুরুত্ব দেওয়া হতো খলনায়ককে। এমন অনেক জাঁদরেল ভিলেন ছিলেন যাদের অভিনয় দেখে গা জ্বলে যেত দর্শকদের। বিপ্লব চ্যাটার্জি, সুমিত গাঙ্গুলিরা (Sumit Ganguly) সেই সময়কার অভিনেতা। যদিও এখন বাংলা সিনেমার স্টাইলে আমূল বদল এসেছে। পর্দায় তেমন দেখা যায় না এই খলনায়কদেরও।
গত চার দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেতা সুমিত গাঙ্গুলি। একটা সময় ভিলেন (Villain) হিসেবে তাঁকে ছাড়া অন্য কাউকে নেওয়ার কথা ভাবতেই পারতেন না চলচ্চিত্র নির্মাতারা। তবে এখন সেই সুমিতকেই সেভাবে পর্দায় দেখা যায় না। কোথায় হারিয়ে গেলেন এই অভিনেতা? তিনিও কি স্বজনপোষণের শিকার? এই প্রশ্নের জবাবে অভিনেতা যা উত্তর দেন তা চমকে দেওয়ার জন্য যথেষ্ট।
কোনও রাখঢাক না করেই সুমিত বলেন, এখন আগেকার সেই পরিচালকরা নেই, তাই তাঁকেও আর বড়পর্দায় দেখা যায় না। এখনকার সবাই আঁতেল বলে মত অভিনেতার। সুমিত আরও বলেন, এখনকার পরিচালকরা সিনেমাটাই বোঝে না।
আরও পড়ুনঃ পর্দার সুপারহিট জুটি হয়েও কেন বিয়ে করেননি উত্তম-সুচিত্রা? এতদিনে ফাঁস হল আসল রহস্য
অদ্ভুত অদ্ভুত সব বিষয়ে এখনকার পরিচালকরা সিনেমা বানান বলে মত সুমিতের। কারোর একটা হাত নেই, কারোর পা নেই, তাঁরাও হিরো! হাঁটতে-চলতে পারে না। ছোট ঘিঞ্জি বস্তিতে থাকে, বাজারে গিয়ে টমেটো-পচা মাছ দর করছে সেও নাকি নায়ক। আর এমন সিনেমাই আজকাল দর্শকরা ঝাঁ চকচকে সিনেমাহলে বসে দেখে।
আরও পড়ুনঃ হালকা দাড়ি, পরনে পাঞ্জাবীতে উফফ কি লাগছে! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের মধ্যে সেরা কে?
এখানেই অবশ্য থামেননি সুমিত। টলিউডের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে অভিনেতা বলেন, এখনকার বেশিরভাগ সিনেমায় খলনায়কের চরিত্র থাকে না, সেই জন্য কাজের সুযোগও অনেকটা কমে গিয়েছে। এখনকার পরিচালকরা কমার্শিয়াল বাংলা সিনেমা দেখেননি। আর সেই কারণে এই অভিনেতাদের জন্য ঠিকভাবে কাজের সুযোগ করতে পারছেন না তাঁরা।
একটা সময় ভিলেন হিসেবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপানো সুমিত গাঙ্গুলিকে আজও ভীষণ মিস করেন দর্শকরা। তাঁকে দেখে এককালে ভয়ে সিঁটিয়ে থাকতো অনেকে। আজ আজ তিনিই একপ্রকার গায়েব হয়ে গিয়েছেন সিনেদুনিয়া থেকে। এবার দেখা যাক, ফের কবে পর্দায় কামব্যাক করেন তিনি।