• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা ছবিতেই কাঁপবে গোটা ভারত! পুজোর আগেই প্রকাশ্যে জিৎ’র ‘মানুষ’ ছবির টিজার ভিডিও

Updated on:

superstar Jeet's upcoming cinema Manush's hindi teaser out

পুজোয় ভক্তদের এক বিরাট উপহার দিলেন টলিউড (Tollywood) সুপারস্টার জিৎ (Jeet)। প্রতিশ্রুতি মতোই মহালয়ার সকালেই আসন্ন সিনেমা ‘মানুষ’-এর (Manush) টিজার (Teaser) নিয়ে এলেন অভিনেতা। দীর্ঘ দিনের ফিল্মি ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন জিৎ। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তিনি পার করে ফেলেছেন দু দশকেরও বেশি সময়।

প্রসঙ্গত অভিনয় জীবনের পাশাপাশি এখন জিতের ব্যক্তিগত জীবনেও খুশির জোয়ার। মেয়ে নবন্যার পর সদ্য এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জিতের স্ত্রী না মোহনা। সব মিলিয়ে এমন খুশির মুহূর্তে অনুরাগীদের খুশিকে দ্বিগুণ করে দিয়ে এবার প্রকাশ্যে এলো জিতের আসন্ন সিনেমা ‘মানুষ’ এর হিন্দি টিজার। ‘চেঙ্গিজ’ এর পর এবার মানুষের হাত ধরেও বলিউডের দ্বিতীয়বার মুক্তি পেতে চলেছে জিতের সিনেমা।

Tollywood superstar Jeet's upcoming cinema Manush's hindi teaser out

জিতের আসন্ন এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক সঞ্জয় সমাদ্দার। সিনেমাটি জিতের প্রোডাকশন হাউস জিৎ প্রযোজিত। মাত্র  একান্ন সেকেন্ডের টিজারই  বুঝিয়ে দিয়েছে যে সিনেমাটি মূলত ক্রাইম  থ্রিলার হতে চলেছে। মহালয়ার সকালে বাংলা টিজার মুক্তি পাওয়ার পরের দিনই অর্থাৎ রবিবার মুক্তি পেয়েছে সিনেমার হিন্দি টিজারও।এই সিনেমাতে জিতের সাথে বলা ভালো  জিতের প্রতিদ্বন্দ্বী রূপে দেখা যাবে অভিনেতা জিতু কোমলকে।

আরও পড়ুনঃ ছোটপর্দা কাঁপিয়ে বড়পর্দায়! এই নায়িকার সঙ্গে জুটি বেঁধে টলিউডে ধামাকা কামব্যাক ‘উচ্ছেবাবু’ আদৃতের

এই সিনেমায় জিতু  নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন বলেই ধারণা। এছাড়া থাকছেন চেঙ্গিজ সিনেমার নায়িকা সুস্মিতাও। এই সিনেমায় সুস্মিতা থাকছেন একেবারে নতুন লুক নিয়ে। টিজারের শুরুতেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তারপরেই দেখা যাচ্ছে  থরে থরে সাজানো টাকার বান্ডিল। তার ওপর হাত রেখে জিৎ বলছেন ‘আমি টাকা গুনি না, আমি মানুষ গুনি’। তার পরের মুহূর্তেই অভিনেতা বলছেন ‘মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার উপর বিশ্বাস হারানো পাপ’।

আরও পড়ুনঃ চাইনা ডিভোর্স, পর্ণাকে সৃজন কাছে টানতেই বাবুউউর মা শকড! টিভির আগেই ফাঁস ফাটাফাটি পর্ব

Tollywood superstar Jeet's upcoming cinema Manush's hindi teaser out

প্রসঙ্গত এই সিনেমায় জিতু এবং সুস্মিতা চট্টোপাধ্যায় ছাড়াও থাকছেন বাংলাদেশী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এছাড়াও টিজারে নজর কেড়েছে  বাংলা বিনোদন জগতের জনপ্রিয় শিশুশিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায়। যাকে এই মুহূর্তে স্টার জলসার  জনপ্রিয় বাংলা সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে অভিনয় করতে দেখা যাচ্ছে। জিত অভিনীত ‘মানুষ’ মুক্তি পেতে  চলেছে আগামী ২৪ নভেম্বর।

২১ বছরের অভিনয় জীবনে জিৎ অভিনয় করেছেন ৫০টিরও বেশি সিনেমায়। যার মধ্যে কুড়িটির বেশি সিনেমাই  ব্লকবাস্টার এবং একাধিক সুপারহিট সিনেমা। টলিউডের বস প্রত্যেকবার বড় পর্দায় ধরা দেন নতুন মেজাজে। তাই জিৎ এর সিনেমা মানেই অনুরাগীদের কাছে  নিয়ে আসে উৎসবের আমেজ। দুই দশকের ক্যারিয়ারে একাধিক চড়াই উৎসবের সাক্ষী থেকেছেন জিৎ।

কিন্তু কখনই কোন রকম আপস না করে নিজের শর্তে সিনেমা রিলিজ করেন এই টলিউড তারকা। সারা ভারত জুড়ে চেঙ্গিজ মুক্তির পর এবার বক্স অফিস কাঁপাতে আসছে জিতের মানুষ। রেকর্ড ভাঙার অভ্যাস জিতের আজকের নয়। প্রথম সিনেমা ‘সাথী’র হাত ধরেই ক্যারিয়ারের শুরুতেই সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিলেন জিৎ। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥