• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাইনা ডিভোর্স, পর্ণাকে সৃজন কাছে টানতেই বাবুউউর মা শকড! টিভির আগেই ফাঁস ফাটাফাটি পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan apologized to Parna

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস এবং পল্লবী শর্মা। সৃজন-পর্ণা রূপে তাঁদের রসায়ন দেখতে দারুণ পছন্দ করেন দর্শকরা। যদিও এখন সিরিয়ালে বিচ্ছেদের ট্র্যাক চলছে। পর্ণা না চাইলেও তাকে ডিভোর্স দিতে চাইছে সৃজন।

আসলে সৃজনকে (Srijan) ডিভোর্সের জন্য রাজি করিয়েছে তার মা কৃষ্ণা (Krishna)। প্রথম থেকেই তিনি পর্ণাকে ছেলের বউ হিসেবে মানতে পারেননি। যদিও পর্ণা (Parna) বিয়ের পর থেকে শাশুড়ির মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বামী-সংসারের জন্য আত্মত্যাগ করতেও দ্বিধাবোধ করে না সে। সৃজনের ব্যবসা দাঁড় করাতেই যেমন নিজের সমস্ত গয়না বিক্রি করে দিয়েছিল পর্ণা।

Bengali serial femous heroine who's husband are depended on them

আর এখন মায়ের কথায় সেই স্ত্রীকেই ভুল বুঝছে সৃজন। তাই এবার ডিভোর্সের পথে হেঁটেছে সে। তবে এই ডিভোর্স আটকানোর অনেক চেষ্টা করেছে পর্ণা। বিয়ে বাঁচাতে বরের থেকে খোরপোষ বাবদ ১০ লাখ টাকা চেয়েছিল সে। কারণ পর্ণা জানতো সৃজনের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুনঃ ছোটপর্দা কাঁপিয়ে বড়পর্দায়! এই নায়িকার সঙ্গে জুটি বেঁধে টলিউডে ধামাকা কামব্যাক ‘উচ্ছেবাবু’ আদৃতের

যদিও পর্ণার সেই পরিকল্পনা সফল হয়নি। কারণ কৃষ্ণা এবং ঈশা মিলে সৃজনকে সেই টাকা জোগাড় করে দেয়। এরপর শুরু হয় বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া। এসবের মাঝেই সৃজন জানতে পারে, তার মা অনেক টাকায় সুদে ১০ লাখ টাকা ধার করে এনেছে। তখনই চোখ খোলে তার।

আরও পড়ুনঃ সূর্যকে পেতে গিরগিটির মত রূপ বদলেও ব্যর্থ, ‘অনুরাগের ছোঁয়া’ ছাড়ছে ‘মিশকা’! মাথায় হাত দর্শকদের

Neem Phooler Madhu, Neem Phooler Madhu Srijan

সৃজন বুঝতে পারে, এখন তার কাঁধে অনেক টাকার ধার রয়েছে। অন্যদিকে পর্ণা চলে যাওয়ার পর ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সে বোঝে, পর্ণা এই ডিভোর্স আটকানোর অনেক চেষ্টা করেছিল। নিজের সবটুকু দিয়ে বিয়ে বাঁচাতে চেয়েছিল সে। অন্যদিকে তার মায়ের জন্য এবার তার ভিখারির দশা হতে চলেছে।

সৃজন এখন বুঝেছে, শুধুমাত্র ইগোর জন্য সে পর্ণার সঙ্গে এতবড় অন্যায় করেছে। তাহলে কি এবার পর্ণার কাছে ক্ষমা চেয়ে ফের তাকে কাছে টেনে নেবে সৃজন নাকি সব কিছু জেনে বুঝেও বিয়ে ভাঙতে দেবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥