• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দা কাঁপিয়ে বড়পর্দায়! এই নায়িকার সঙ্গে জুটি বেঁধে টলিউডে ধামাকা কামব্যাক ‘উচ্ছেবাবু’ আদৃতের

Updated on:

Adrit Roy,Mithai,Actor,Tollywood,Tollywood actor,Tollywood movie,Tollywood news,আদৃত রায়,মিঠাই,অভিনেতা,টলিউড,টলিউড অভিনেতা,টলিউড সিনেমা,টলিউডের খবর,Entertainment,Entertainment news,Bangla khobor,Adrit Roy movie,আদৃত রায়ের সিনেমা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) সঙ্গে তাঁর জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরেও আদৃতকে ‘উচ্ছেবাবু’ হিসেবেই মনে রেখে দিয়েছেন অনেক সিরিয়ালপ্রেমী মানুষ। এবার তাঁর ভক্তদের জন্যই চলে এল একটি দারুণ সুখবর।

প্রায় আড়াই বছর টেলিভিশনের পর্দায় রাজত্ব করার পর চলতি বছর পথচলা শেষ হয়েছে ‘মিঠাই’র। নায়িকা সৌমিতৃষা কুণ্ডুকে শীঘ্রই সুপারস্টার দেবের হাত ধরে টলিউডে (Tollywood) ডেবিউ করতে দেখা যাবে। ‘প্রধান’র নায়িকা তিনি। তবে আদৃতের কোনও প্রোজেক্টের খবর এতদিন শোনা যায়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মিলল সেই সুখবর।

Adrit Roy, Adrit Roy new Tollywood movie

২০১৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘নূর জাহান’ ছবির হাত ধরে টলিউড কেরিয়ার শুরু হয় আদৃতের। এরপর ‘প্রেম আমার ২’, ‘পরিণীতা’, ‘পাসওয়ার্ড’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে আদৃতের ভাগ্যের চাকা ঘুরে যায় ‘মিঠাই’য়ে কাজ করার পর। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কিছুটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার ফের ‘লাইট ক্যামেরা অ্যাকশন’র দুনিয়ায় কামব্যাক করতে চলেছেন অভিনেতা।

আরও পড়ুনঃ গিনির অশ্লীল ভিডিও ফাঁসের হুমকি দিচ্ছে জানোয়ার রূপ, টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তুলকালাম পর্ব

কয়েকদিন আগে শোনা গিয়েছিল, ‘মিঠাই’র সাফল্যের পর ফের ছোটপর্দাতেই কামব্যাক করবেন আদৃত। বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ‘মন ফাগুন’ খ্যাত সৃজলা গুহকে। তবে সেই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দেন ‘মিঠাই’র উচ্ছেবাবু। সেই সঙ্গেই ভুল তথ্য পরিবেশন করার জন্য একহাত নেন বেশ কিছু সংবাদমাধ্যমকেও।

আরও পড়ুনঃ সূর্যকে পেতে গিরগিটির মত রূপ বদলেও ব্যর্থ, ‘অনুরাগের ছোঁয়া’ ছাড়ছে ‘মিশকা’! মাথায় হাত দর্শকদের

Adrit Roy, Adrit Roy new Tollywood movie

তবে এখন শোনা যাচ্ছে, ছোটপর্দায় গগনচুম্বী সাফল্য পাওয়ার পর ফের টলিউডে ফিরতে চলেছেন আদৃত। জনপ্রিয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এসভিএফের নতুন সিনেমায় দেখা যাবে ‘মিঠাই’ অভিনেতাকে। ছবিটির নাম রাখা হয়েছে ‘পাগল প্রেমী’, পরিচালনা করবেন অভিরূপ ঘোষ। তবে আদৃতের বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। সিনেমা নিয়ে এখনই কোনও বড় আপডেট দিতে নারাজ আদৃত সহ ‘পাগল প্রেমী’র টিম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥