• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার হয়েও অহংকারহীন! দামি গাড়ি থাকলেও স্ত্রীকে নিয়ে টোটোতে ঘুরছেন জিৎ

Published on:

Superstar Jeet travelling with wife Mohona by Toto

সেলিব্রেটি মানেই বিলাসবহুল জীবনযাপন এবং সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এটাই তারকাদের সম্পর্কে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া একপ্রকার মিথ। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির সুপারস্টার হয়েও কিভাবে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া যায় এবার তা দেখিয়ে দিলেন টলিউডের (Tollywood) বস তথা অভিনেতা জিৎ (Jeet)

প্রসঙ্গত অবাঙালি হয়েও জিৎ-এর অভিনয় আর সেইসাথে ঝরঝরে বাংলা আগেই মন জয় করে নিয়েছিল অনুরাগীদের। আর এবার তারকা হয়েও সাধারণ মানুষদের মতোই অভিনেতার  জীবনযাপনের ধরণ দেখে আরও একবার মুগ্ধ হলেন তাঁর অসংখ্য অনুরাগী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কোন দামী কিংবা বিলাসবহুল গাড়ি নয় জিৎ এবং তার স্ত্রী মোহনা সস্ত্রীক চেপেছেন টোটোতে।

টলিউড,Tollywood,সুপারস্টার,Superstar,জিৎ,Jeet,স্ত্রী,Wife,মোহনা মাদনানি,Mohna Madnani,টোটো,Toto,ভাইরাল ভিডিও,Viral Video,সাধারণ জীবন,Simple Life

তবে ছবি দেখে স্পষ্ট এটা কলকাতার রাস্তা নয়। ভিডিওতে দেখা যাচ্ছে জিৎ-এর পরনে রয়েছে সাদা পাঞ্জাবি এবং আর তার স্ত্রী পরেছেন কমলা রঙের সালোয়ার কামিজ। আসলে কিছুদিন আগেই গুরু নানক জয়ন্তীতে স্ত্রী এবং মেয়েকে নিয়ে অমৃতসর গিয়েছিলেন অভিনেতা। সেখানেই স্বর্ণমন্দির যাওয়ার পথে তোলা হয় এই ভিডিওটি।

প্রসঙ্গত বাংলা সিনেমায় জিতের অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল ‘সাথী’ সিনেমার হাত ধরে। এই সিনেমা মুক্তি পাওয়ার পর সে সময় সব কটি গান এতটাই হিট হয়েছিল যে পাড়ার পূজা মন্ডপ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান সবেতেই বাজতো  জিতের সিনেমার গান। এই সিনেমাই রাতারাতি সাফল্য এনে দিয়েছিল অভিনেতার ঝুলিতে।

আরও পড়ুনঃ শীঘ্রই ফিরছে ‘মৌঝর’ জুটি! শুটিংয়ের ছবি শেয়ার করে সুখবর দিল ‘ডোডো দা’, খুশি দর্শকেরা

টলিউড,Tollywood,সুপারস্টার,Superstar,জিৎ,Jeet,স্ত্রী,Wife,মোহনা মাদনানি,Mohna Madnani,টোটো,Toto,ভাইরাল ভিডিও,Viral Video,সাধারণ জীবন,Simple Life

এরপর আর ঘুরে তাকাতে হয়নি জিৎকে। বছরের পর বছর ধরে তিনি কার্যত রাজ করে চলেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। শুরু থেকেই জিৎ বাংলা সিনেমার দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক সুপারহিটকমার্শিয়াল বাংলা সিনেমা। যা আজকের বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যিই খুব বিরল।

আরও পড়ুনঃ খাবার অপচয় মহাপাপ! ‘পাগলি’ ননদের কথায় বিয়ের মন্ডপ ছেড়ে বরযাত্রীর বিরুদ্ধে গর্জে উঠল শিমুল

প্রসঙ্গত জিৎ হলেন বাংলার সেই অভিনেতা সম্প্রতি যাঁর সিনেমা ‘চেঙ্গিজ’ শুধু বাংলা নয় মুক্তি পেয়েছে গোটা ভারতবর্ষে। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত রয়েছেন ‘মানুষ’ ছবির শুটিংয়ের কাজে। আগামী দিনে তাঁর হাতে রয়েছে ‘বুমেরাং’ সিনেমা। এই সিনেমাটিতে জিতের বিপরীতে জুটি বাঁধবেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মিত্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥