• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীঘ্রই ফিরছে ‘মৌঝর’ জুটি! শুটিংয়ের ছবি শেয়ার করে সুখবর দিল ‘ডোডো দা’, খুশি দর্শকেরা

Updated on:

Meyebela Dodo Da Arpan Ghoshal shares good news with Picture of Shooting with Mou Swikriti Majumder

টিআরপির (TRP) অভাবে মাত্র কয়েক মাসেই বাংলা সিরিয়াল (Bengali Serial) বন্ধ হয়ে যাওয়াই এখনকার নতুন ট্রেন্ড। আসলে দিনের শেষে সিরিয়াল মানেও একটা ব্যবসা। তাই লাগাতার টিআরপি তলানিতে নামতে থাকলে নতুন পুরনো যে কোন সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে মাঝপথে। তেমনি স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাওয়া একটি সিরিয়াল হল ‘মেয়েবেলা’ (Meyebela)।

সিরিয়ালটি অল্পদিনেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ঠিকই। কিন্তু টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারেনি কোনোদিনই। তবে এ কথা মানতেই হবে যেকারিন সিরিয়ালটি চলেছে তার আগাগোড়াই তা নিয়ে দর্শকদের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। সিরিয়ালের নায়ক নায়িকা মো-ডোডোর (Mou-Dodo) জুটিটা দারুন পছন্দ ছিল দর্শকদের।

Meyebela serial a femous actor will takes entry in Meyebela as Mou Dodos son

তাই এই জুটিকে দর্শকরা ভালোবেসে নাম দিয়েছিলেন ‘মৌঝর’ (Moujhor)। টেলিভিশনের পর্দায় খুব অল্পদিনেই এই সিরিয়ালের সকল শেষ হয়ে যাওয়ায় কলা কুশলীদের মতোই মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদেরও। তাই সকলেই চাইছিলেন মেয়েবেলার প্রিয় জুটিটাকে আরও একবার ফিরে পেতে। তবে এবার মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের এই মনের ইচ্ছা পূরণ হতে চলেছে।

বৃহস্পতিবার রাতেই আচমকা দর্শকদের জন্য সারপ্রাইজ নিয়ে হাজির হলেন মেয়ে বেলার মৌ-ডোডো অভিনেতা অভিনেত্রী অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) এবং স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)।  এদিন সোশ্যাল মিডিয়ায় মেয়েবেলার লুকেই একটি সাদা কালো ছবি দিয়ে ক্যাপশনে অর্পণ লিখেছিলেন ‘শুটিং, কিসের শুটিং?’

আরও পড়ুনঃ প্রতিভা থাকলেও কদর করেনি টলিউড! অভিনয় ছেড়ে শেষে নতুন পেশা বেছে নিলেন ‘সুবর্ণলতা’ অনন্যা

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Meyebela,মেয়েবেলা,Arpan Ghoshal,অর্পণ ঘোষাল,Swikriti Majumder,স্বীকৃতি মজুমদার,Mou,মৌ,Dodo,ডোডো,Moujhor,মৌঝড়,Shooting,শুটিং,Surprise,সারপ্রাইস,Viral Photo,ভাইরাল ছবি

অভিনেতার এই ইঙ্গিতপূর্ণ ক্যাপশন পড়ে ততক্ষণে দর্শকদের মধ্যে উত্তেজনের পারদ গিয়েছে চড়ে। সেইসাথে দর্শকদের কৌতুহল দ্বিগুণ  বাড়িয়ে দিয়ে কমেন্ট সেকশনে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার লেখেন ‘সারপ্রাইজ সারপ্রাইজ!’ তাই বিষয়টা পুরোটাই ধোঁয়াশার মধ্যে থাকলেও এটুকু নিশ্চিত মেয়েবেলার এই মিষ্টি জুটিকে আরও একবার একসাথে দেখতে পাবেন দর্শক।

আরও পড়ুনঃ সূর্যর কাছে যেতেই মিশকাকে চড় কষালো দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Meyebela,মেয়েবেলা,Arpan Ghoshal,অর্পণ ঘোষাল,Swikriti Majumder,স্বীকৃতি মজুমদার,Mou,মৌ,Dodo,ডোডো,Moujhor,মৌঝড়,Shooting,শুটিং,Surprise,সারপ্রাইস,Viral Photo,ভাইরাল ছবি

তবে কমেন্ট সেকশনে কৌতূহলী দর্শকদের একাংশ আবার মন্তব্য করেছেন সম্ভবত কোন বিজ্ঞাপনের শুটিং করবেন এই জুটি। তো কেউ আবার অল্প দিনে মেয়েবেলা বন্ধ করে দেওয়ায় চ্যানেল এবং প্রোডাকশন হাউসকে খোঁচা দিয়ে লিখেছেন ‘যাই হোক চ্যানেল আর প্রোডাকশন দুজনেই এখন বুঝতে পারছে মেয়েবেলা কি ছিল! আশা করছি তোমাদের আবার একসাথে দেখতে পাব।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥