• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খাবার অপচয় মহাপাপ! ‘পাগলি’ ননদের কথায় বিয়ের মন্ডপ ছেড়ে বরযাত্রীর বিরুদ্ধে গর্জে উঠল শিমুল

Published on:

Kar Kache Koi Moner Kotha serial Shimul protest against Food wastage audience praise her acting

টেলিভিশনের পর্দায় ইদানিং নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভীড়ে বিশেষভাবে নজর কাড়ছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একেবারে আনকোরা ভিন্ন স্বাদের সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। গল্পের ছলেই এই ধারাবাহিকে মাঝে মধ্যেই তুলে ধরা হচ্ছে অধিকাংশ মধ্যবিত্ত বাঙালি পরিবারের অন্দরমহলের বাস্তব চিত্র।

বিয়ের আগে একজন অবিবাহিত মেয়েকে কিভাবে দাদা বৌদির সংসারে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছে সেই ছবি যেমন নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, তেমনি দেখা যাচ্ছে এক স্পেশালি এবেল্ড পুতুলের মত এক স্পষ্টবাদী চরিত্র। ধারাবাহিকে মুখ্য চরিত্রে মানালি দে সহ অভিনয় করছেন মূলত পাঁচ জন অভিনেত্রী। তারা হলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস এবং সৃজনী মিত্র।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,মানালি দে,Manali Dey,শিমুল,Shimul,পুতুল,Putul,পরাগ,Porag,বিয়ে,Marriage,খাবার অপচয়,Food Wastage,প্রতিবাদ,Protest,দর্শক,Audience,প্রশংসা,Praise

এই পাঁচ সইয়ের গল্প নিয়েই আগামী দিনে এগিয়ে যাবে সিরিয়াল। তবে এখন সবেমাত্র শুরু হওয়ায় এখনও  তাদের পাঁচজনের বন্ধুত্ব সেভাবে জমে ওঠেনি। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে নায়িকা শিমুল আর নায়ক পরাগের বিয়ের পর্ব। পরিস্থিতির চাপে পড়ে পাঁচ বছরের প্রেমিক শতদ্রুর সাথে সম্পর্ক ভেঙে দাদাদের দেখা পাত্রের সাথেই  বিয়ে করছে শিমুল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,মানালি দে,Manali Dey,শিমুল,Shimul,পুতুল,Putul,পরাগ,Porag,বিয়ে,Marriage,খাবার অপচয়,Food Wastage,প্রতিবাদ,Protest,দর্শক,Audience,প্রশংসা,Praise

প্রসঙ্গত বিয়ে বাড়িতে এসে খাবার অপচয়ের ঘটনা সকলের কাছেই খুবই পরিচিত। এবার সেই সেই বিষয়বস্তুকেই তুলে ধরা হচ্ছে কার কাছে কই মনের কথা সিরিয়ালে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে বিয়ের মন্ডপে হাজির শিমুলকে এসে তার ননদ পুতুল জানায় ছেলের ভাইয়ের বন্ধুরা খাবারের জায়গায় দাঁড়িয়ে ইচ্ছা করে খাবার নষ্ট করছে এবং তা নিয়ে হাসাহাসি করছে।

আরও পড়ুনঃ শীঘ্রই ফিরছে ‘মৌঝর’ জুটি! শুটিংয়ের ছবি শেয়ার করে সুখবর দিল ‘ডোডো দা’, খুশি দর্শকেরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,মানালি দে,Manali Dey,শিমুল,Shimul,পুতুল,Putul,পরাগ,Porag,বিয়ে,Marriage,খাবার অপচয়,Food Wastage,প্রতিবাদ,Protest,দর্শক,Audience,প্রশংসা,Praise

যা শোনা মাত্রই বিয়ে অসম্পূর্ন রেখেই বিয়ের মণ্ডব ছেড়ে উঠে দাঁড়ায় শিমুল এবং প্রতিবাদ করে সে জানিয়ে দেয় যতক্ষণ না এভাবে খাবার অপচয় করা বন্ধ হবে ততক্ষণ সে বিয়ে করবে না। এ কথা শুনে শিমুলের হবু বর পরাগ উল্টে তাকে বলতে থাকে সে কি জানে না বিয়েবাড়িতে এসব হয়? উত্তরে শিমুলও স্পষ্ট জানিয়ে দেয় সে অত  জানে না, তার দাদারা এত কষ্ট করে যখন তার বিয়ে দিচ্ছে তখন সেখানে খাবার নিয়ে এই ধরনের অসভ্যতামি সে কিছুতেই সহ্য করবে না।

আরও পড়ুনঃ সূর্যর কাছে যেতেই মিশকাকে চড় কষালো দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

https://youtu.be/OcxAM1ZyCmo

তখন শিমুলের বড় বৌদি উল্টে তাকে বোঝাতে শুরু করে এইভাবে মন্ডপ ছেড়ে উঠে দাঁড়ালে ছেলের বাড়ির লোকেরা যদি বিয়ে ছেড়ে চলে যায় তখন তার কি হবে? কিন্তু তারপরেও নিজের দাবিতে অনড় থাকে শিমুল। এবার দেখার আগামী পর্বে এই ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয়। তবে শিমুলের এই প্রতিবাদে দর্শকদের মতোই দারুন খুশী হয়েছে তাঁর পাগলী ননদ পুতুলও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥