• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘স্বাস্থ্য’ বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে ‘বাঘা যতীন’র! নেটপাড়ায় কটাক্ষের শিকার সুপারস্টার দেব

টলিউড (Tollywood) সুপারস্টার দেবের (Dev Adhikari) বাংলা উচ্চারণ নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা আজকের নয়। দেবের বাংলা উচ্চারণে হিন্দি টান নিয়ে ইতিপূর্বে বহুবার হাসির পাত্র হয়েছেন দেব। কিছুদিন আগেই বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন দেব। সেসময় বাংলা ইন্ডাস্ট্রির অপর সত্যান্বেষী অনির্বাণ ভট্টাচার্যের সংলাপ বলার ধরনের সাথে তাঁর  তুলনা টেনে ব্যাপক ট্রোলিং করেছিলেন দর্শকদের একটা বড় অংশ।

কয়েক বছর আগে সৃজিত মুখার্জির ‘জুলফিকার’ সিনেমাতেও দেব অভিনীত মূক চরিত্র নিয়েও বাঙালির চায়ের কাপে কম তুফান ওঠেনি। সবটা জেনে নিজের বাংলা উচ্চারণের ভুল ত্রুটির কথা প্রকাশ্যে বহুবার স্বীকার করে নিয়েছেন দেব। সেইসাথে তিনি জানিয়েছেন নিজের বাংলা উচ্চারণ শুধরে নেওয়ার কথাও। আর এবার নিজের বাংলা উচ্চারণ নিয়ে রসিকতা করলেন খোদ অভিনেতা নিজেই।

   

Tollywood actor Dev announces the release date of Bagha Jatin

খানিকটা ইচ্ছাকৃতভাবেই ‘স্বাস্থ্য’ কথাটা উচ্চারণ করতে গিয়ে দুবার থেমে তারপর রসিকতা করে অভিনেতা এদিন বলেন ‘আমার বাংলা নিয়ে কোন কথা নয়’। প্রসঙ্গত পুজোর মুখেই আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে দেব অভিনীত সিনেমা বাঘাযতীন (Baghajatin)। প্রত্যেকবারই সিনেমার প্রচারে অভিনব পরিকল্পনা করেন দেব। এই সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুনঃ সস্তার আলিয়া ভাট! সুইমিং পুলে বোল্ড লুকে দেবলীনা, ছবি দিতেই খিল্লি শুরু নেটপাড়ায়

এই সিনেমার নতুন গান ‘বাঘা বাঘা হে’ গানটি রিলিজ-এর জন্য দেবের পরিকল্পনা ছিল বাঘাযতীন বয়েজ স্কুলের পড়ুয়াদের নিয়ে গানটি রিলিজ করবেন। কিন্তু বৃষ্টির জন্য সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। ফেসবুক লাইভে এসে তার কারণ ব্যাখ্যা করেছিলেন খোদ অভিনেতা নিজেই। এপ্রসঙ্গে দেব জানান ‘সবাই ইভেন্টের জন্য তৈরি ছিলাম। তবে শেষ মুহূর্তে সেটা বাতিল করতে হল। যদিও স্কুলের শিক্ষকরা বারবার বলেছিলেন যে বাবা-মায়েরা, বাচ্চারা চাইছেন ইভেন্টটা হোক। ওঁরা অপেক্ষা করছেন। বৃষ্টিতে অসুবিধে হবে না। কিন্তু ইভেন্ট তো হতেই থাকবে। আমার ছবিও আসবে। কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যটা আগে।’

আরও পড়ুনঃ আচমকাই শেষ হচ্ছে ইচ্ছে পুতুল, দর্শকদের চিন্তা বাড়তেই মুখ খুললেন নায়ক সৌরনীল

ঠিক এই সময়েই  স্বাস্থ্য কথাটা উচ্চারণ করতে গিয়ে দুবার হোঁচট খান দেব।  তারপরেই ড্যামেজ কন্ট্রোল করতে রসিকতা  করেই দেব বলে ওঠেন ‘আমার বাংলা নিয়ে কোনো কথা নয়’। প্রসঙ্গত দেবের সিনেমার এই বাঘা হে বাঘা বাঘা হে গান গেয়েছেন বিশেষ ক্ষমতা সম্পন্ন খুদে শিল্পীরা। উলেখ্য  অভিনেতা হিসেবে হোক কিংবা প্রযোজক হিসাবে অনুরাগীদের নিত্যনতুন সারপ্রাইজ দিতে কিন্তু দেবের জুড়ি মেলা ভার।

site