• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই শেষ হচ্ছে ইচ্ছে পুতুল, দর্শকদের চিন্তা বাড়তেই মুখ খুললেন নায়ক সৌরনীল

Updated on:

Icche Putul Neel actor Mainak Banerjee opens up on Serial Ending Rumour

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মেঘ,ময়ূরী আর সৌরনীলের ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়ালের গল্প। ধারাবাহিকের শুরু থেকেই মেঘ নীলের সম্পর্কে কাঁটার মতোই বিঁধে রয়েছে মেঘের দিদি ময়ূরী। ইদানিং টিআরপি তালিকাতেও নজর করছে এই সিরিয়ালটি। প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’কে রীতিমতো কড়া টক্কর দিয়েছে দিয়ে চলেছে এই সিরিয়াল।

সম্প্রতি ৫.৫ রেটিং স্কোর নিয়ে টিআরপি তালিকাতেও বিশেষভাবে নজর কাড়ছে এই সিরিয়াল। এরই মাঝে জনপ্রিয় এই সিরিয়াল এর সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার খবরে সরগরম টেলিপাড়া। প্রসঙ্গত চলতি সপ্তাহেই শুরু হচ্ছে সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’। এই শো শুরু হওয়ার ফলে কমে যাচ্ছে ইচ্ছে পুতুল সম্প্রচারের সময়। যার ফলে সোম থেকে শুক্র নয়, সোম থেকে বৃহস্পতিবার সম্প্রচারিত হবে এই বাংলা সিরিয়ালটি।

Zee Bangla Bengali serial Icche Putul Megh is fine with Neel Mayuri marriage

তবে সম্প্রচারের দিন কমে আসায় প্রযোজনা সংস্থা চাইছে সিরিয়ালটির সম্প্রচার একেবারে শেষ করে দিতে। কিন্তু সিরিয়াল বন্ধের এই খবর কি সত্যি? তা যাচাই করতেই সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলা তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল এই সিরিয়ালের নায়ক খোদ সৌরনীল অভিনেতা মৈনাক ব্যানার্জির সাথে।

আরও পড়ুনঃ তিন বছরেই ভাঙ্গনের পথে সংসার? সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পর্দার ‘লালন’ ইন্দ্রাশিস

সিরিয়াল শেষ হওয়ার জল্পনা প্রসঙ্গে এদিন মৈনক ব্যানার্জী (Mainak Banerjee) স্পষ্ট বলেছেন ‘শেষ হচ্ছে কিনা এখনও কনফার্ম কিছু বলতে পারব না। প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে আমাদের কিছু জানানো হয়নি’।তবে সম্প্রচারের দিন কমে আসার প্রসঙ্গে এদিন অভিনেতা খানিকটা আশার আলো দেখিয়ে বলেছেন , ‘হ্যাঁ, দাদাগিরি শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে। তাই এই মুহূর্তে ইচ্ছেপুতুল সোম থেকে বৃহস্পতি সম্প্রচারিত হবে। তবে গতকালও শুনালাম, পুজোর পর আমাদের টেলিকাস্টের দিন সংখ্যা ফের পাঁচ করে দেওয়া হবে’।

আরও পড়ুনঃ মেয়ে ক্রিকেটারের সঙ্গে প্রেম করলে মেনে নেবেন? জবাবে চমকে দিলেন ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,সৌরনীল,Souraneel,মৈনাক ব্যানার্জী,Mainak Banerjee,সিরিয়াল বন্ধ,Serial End,প্রতিক্রিয়া,Reaction

আসলে পুজোর পরেই শেষ হয়ে যাবে ‘ডান্স বাংলা ডান্স’। তখন দাদাগিরিও শুক্র-শনির বদলে আগের মতোই  শনি-রবিবার সম্প্রচারিত হবে। তাই পুজোর পরেই আবার ইচ্ছেপুতুল ফিরবে পুরোনো ছন্দে। জানা যাচ্ছে প্রযোজনা সংস্থা এবং চ্যানেল উভয় পক্ষই আলোচনায় বসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চলতি সপ্তাহে।

তবে প্রতিপক্ষ চ্যানেলের সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’কে TRP তালিকায় টক্কর দেওয়ার প্রসঙ্গে আত্মবিশ্বাসের সাথেই পর্দার নীল এদিন বলেছেন ‘অনুরাগের ছোঁয়া সাত দিন সম্প্রচারিত হয়, আমাদের সিরিয়াল মাত্র ৫ দিন টেলিকাস্ট হয়, তাতেই ৫.৫। আমাদের সিরিয়াল যদি সাতদিন সম্প্রচারিত হয় কোনওভাবে, তাহলেই বোঝা যাবে টিআরপিতে কোথায় কী আছে। সাতদিন সম্প্রচারিত হলে, টিআরপি-র যা অ্যাভারেজ দাঁড়ায় তাতে আমাদের সিরিয়াল সেরা পাঁচে জায়গা পাবেই।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥