• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সস্তার আলিয়া ভাট! সুইমিং পুলে বোল্ড লুকে দেবলীনা, ছবি দিতেই খিল্লি শুরু নেটপাড়ায়

Updated on:

Devlina Kumar trolled for her swimming pool pictures

‘মহানায়ক’ উত্তম কুমারের (Uttam Kumar) নাতবৌ নিজে একজন নামী শিল্পী। দক্ষ নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি দেবলীনা (Devlina Kumar) একজন জনপ্রিয় অভিনেত্রীও। প্রায়শয়ই তাই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। সেই সঙ্গেই সোশ্যাল মিডিয়াতেও তাঁকে নিয়ে চর্চা দেখা যায়। সম্প্রতি যেমন অভিনেত্রীর নতুন পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।

মাঝেমধ্যেই সাহসী পোশাকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি শেয়ার করেন দেবলীনা। সেই জন্য তাঁকে অনেকসময় ট্রোলের মুখেও পড়তে হয়। সম্প্রতি ঠিক এমনটাই হয়েছে। সুইমিং পুলে বোল্ড লুকে ছবি দিতেই নেটিজেনদের কটাক্ষ (Trolled) শুনতে হয়েছে গৌরব-পত্নীকে। কেউ কেউ আবার আলিয়া ভাটকে (Alia Bhatt) নকল করার অভিযোগও এনেছেন দেবলীনার বিরুদ্ধে।

Devlina Kumar, Devlina Kumar trolled

অতীতে বহু নায়িকাকে সুইমিং পুলে (Swimming Pool) জলের নীচে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। সম্প্রতি দেবলীনাকেও সেই ট্রেন্ডে গা ভাসাতে দেখা যায়। স্বামী গৌরব এবং কাছের কিছু বন্ধুবান্ধবদের নিয়ে সপ্তাহান্তে শহর থেকে কিছুটা দূরে এক রাজবাড়িতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই সুইমিং পুলের নীচে ছবি তোলেন তিনি।

আরও পড়ুনঃ কলকাতা না লন্ডন! ভবিষ্যতে কেমন দেখাবে হাওড়া-শিয়ালদহ রেল স্টেশন? রইল AIর তৈরী ছবি

দেবলীনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে নিওন রঙের মনোকিনি। চোখে রয়েছে জল চশমা। সুইমিং পুলের নীচে পোজ দিয়ে মোট তিনটি ছবি তুলেছেন টলিপাড়ার ‘রঙ্গবতী’। তিনটি ছবিতে তিন রকম পোজে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ছবিগুলি দেখেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করেছেন গৌরব-পত্নীকে।

আরও পড়ুনঃ তিন সন্তানের মা হয়েও একা! আক্ষেপের সুরে একাকী জীবনের কাহিনী জানালেন শর্মিলা ঠাকুর

Devlina Kumar and Alia Bhatt, Devlina Kumar under swimming pool

কেউ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে দেবলীনার তুলনা করেছেন। কেউ আবার লিখেছেন, বৃথাই আলিয়া হওয়ার চেষ্টা করছেন টলি নায়িকা। সোশ্যাল মিডিয়ায় একাধিক কটু কথা শুনলেও দেবলীনা অবশ্য এই বিষয়ে একটিও বাক্যব্যয় করেননি।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

প্রসঙ্গত, কিছু সময় আগে অবধি স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করছিলেন দেবলীনা। যদিও মাঝপথে সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান তিনি। তবে শীঘ্রই তাঁকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ‘রক্তবীজ’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আগামী ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে মিমি চক্রবর্তী-আবীর চট্টোপাধ্যায় অভিনীত এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥