• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যজিতের ‘নায়ক’ ছবির রিমেক বানাবেন দেব! পুজোর আগেই ভক্তদের বিরাট সুখবর দিলেন অভিনেতা

Published on:

tollywood superstar dev-is-planning-to-remake-satyajit-rays-iconic-film-nayak rumoured by sources

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ‘মহানায়ক’ (Mahanayak) পুরস্কার আগেই পেয়েছেন টলি (Tollywood) সুপারস্টার দেব (Dev)। তবে এবার উত্তম কুমারের (Uttam Kumar) জুতোয় পা গলাতে চলেছেন তিনি। শীঘ্রই ‘মহানায়ক’ অভিনীত একটি কালজয়ী সিনেমার রিমেক (Remake) আসতে চলেছে। আর সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে ‘প্রজাপতি’ অভিনেতাকে। সেই ছবির নাম কী জানেন?

কিংবদন্তি উত্তম কুমারের কেরিয়ারের অত্যন্ত উল্লেখযোগ্য একটি সিনেমা হল ‘নায়ক’ (Nayak)। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিটি পরিচালনা করেছিলেন অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)। উত্তম কুমার ছাড়াও ছবিতে দেখা গিয়েছিল শর্মিলা ঠাকুরকে। টলিপাড়ার গুঞ্জন, এই ছবিরই রিমেকে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন দেব।

Uttam Kumar and Dev, Dev Nayak remake

শোনা যাচ্ছে, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ দিয়েই নিজের নতুন সিনেমার প্ল্যানিং কষে ফেলেছেন দেব। মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি নিজে। পরিচালকের আসনে থাকবেন রামকমল মুখোপাধ্যায়। অনেকেই ভাবছেন, দেবের ছবি ‘নায়ক’র রিমেক হতে চলেছে। তবে শোনা যাচ্ছে, রিমেক না, বরং আইকনিক ‘নায়ক’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেবের সিনেমা তৈরি হবে।

এই ছবির কথা সামনে আসার পরেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে শর্মিলা ঠাকুরের জায়গায় কোন অভিনেত্রীকে দেখা যাবে? সেই চরিত্রে কি রুক্মিণী মৈত্র থাকতে চলেছেন? সেই খবর অবশ্য এখনও মেলেনি। এখনও পর্যন্ত এই ছবির বিষয়ে দেব কিংবা রামকমল কেউই মুখ খোলেননি।

আরও পড়ুনঃ ‘দেবকে ব্যোমকেশ মানাবে না!’ নিন্দুকদের ট্রোলিং প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন অভিনেতা

Sharmila Tagore and Rukmini Maitra, Dev Nayak remake

আরও পড়ুনঃ পিঠ ভর্তি সূচবিদ্ধ কাপ! রসিকতার সুরেই ‘প্রধান’ ছবির প্রস্তুতির আপডেট দিলেন সুপারস্টার দেব

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে রামকমল জানান, ‘বিনোদিনী’র কাজই এখনও শেষ হয়নি। তাহলে ‘নায়ক’র প্রসঙ্গে কীভাবে আসছে জানি না। উল্লেখ্য, সম্প্রতি রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনীঃ একটি নটীর উপাখ্যান’ ছবির পরিচালনা করেছেন রামকমল। শ্যুটিং শেষ হয়ে গেলেও ছবির বাকি কাজ এখনও চলছে বলেই খবর।

অপরদিকে দেবের হাতেও এখন ঠাসা কাজ রয়েছে। আগামী মাসে মুক্তি পেতে চলেছে দেবের আসন্ন সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। এরপর পুজোয় রিলিজ করবে ‘বাঘাযতীন’। এই দুই সিনেমাই দেবের কেরিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেব নিজেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥