• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিঠ ভর্তি সূচবিদ্ধ কাপ! রসিকতার সুরেই ‘প্রধান’ ছবির প্রস্তুতির আপডেট দিলেন সুপারস্টার দেব

Published on:

superstar Dev Adhikari's cup therapy photo goes viral

‘ব্যোমকেশ দুর্গরহস্য’ এবং ‘বাঘাযতীন’ পরপর দুটি সিনেমার শুটিং শেষ করার পরেই কোনো বিরতি না নিয়েই আসন্ন কাজের জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করছেন টলিউড সুপারস্টার দেব। মাত্র দুদিন আগেই  শেষ করেছেন ‘বাঘাযতীন’ সিনেমার শুটিং। তারপর কোন বিশ্রাম না নিয়েই ঢুকে পড়লেন আসন্ন সিনেমা ‘প্রধান’-এর  শুটিংয়ের কাজে। তবে সিনেমার শুটিংয়ের আগে নিজেকে প্রস্তুত করাও প্রয়োজন।

তাই এবার এক প্রাচীন চিকিৎসা পদ্ধতির আশ্রয় নিতে দেখা গেল অভিনেতাকে। প্রসঙ্গত বুধবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। সেখানে দেখা গিয়েছে উপুর হয়ে শুয়ে রয়েছেন শার্টলেস দেব।  আর তার পিঠের ওপর সাজানো রয়েছে বিভিন্ন সাইজের কতগুলি কাপ। সাদা কালো এই ছবি শেয়ার করে নিয়ে ক্যাপশনে অভিনেতার লিখেছেন ‘কষ্ট না করলে কিছু পাওয়া যায় না, পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি।’

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,দেব অধিকারী,Dev Adhikari,প্রধান,Pradhan,প্রস্তুতি,Preparation,কাপিং থেরাপি,Cupping Therapy,ভাইরাল ছবি,Viral Photo,সোশ্যাল মিডিয়া,Social Media

এরপর হ্যাশট্যাগ দিয়ে ‘প্রধান’-এর নাম উল্লেখ করেছেন অভিনেতা। কিন্তু দেবের এই ছবি দেখে অনেকেই বুঝতে পারেননি তিনি ঠিক কি করছেন। যদিও অনুরাগীদের অনেকেই কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছেন।  আসলে এদিন দেব যে প্রাচীন  চিকিৎসা পদ্ধতির সাহায্য নিয়েছিলেন তা হল কাপিং থেরাপি। যাকে অনেকে হিজমা বলে থাকেন।

এই ধরনের বিশেষ থেরাপির মধ্য দিয়ে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়। এ ছাড়া গায়ে ফোলা কিংবা গা ব্যথার  মতো সমস্যা থাকলে এই থেরাপি করলে তা থেকে আরাম পাওয়া যায়। অনেক দিন আগে এই ধরনের চীনা চিকিৎসা পদ্ধতির প্রচলন ছিল। যা ইদানিং আবার ফিরে এসেছে। অনেক অভিনেতা কিম্বা খেলোয়াড়রা এই ধরনের থেরাপি করিয়ে থাকেন।

Tollywood superstar Dev Adhikari's cup therapy photo goes viral

প্রধান সিনেমার জন্য দেবের এই প্রস্তুতি দেখে কমেন্ট সেকশনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এমনই একজন দেবভক্ত লিখেছেন ‘সত্যি এই মানুষ টা নিত্য নতুন ভাবে নিজেকে ভাঙছে এবং নতুন কিছু ইন্ডাস্ট্রি কে উপহার দিয়েই চলেছে’। এছাড়া কেউ আবার রসিকতা করে লিখেছেন ‘ভাবলাম এক কাপ চা খাবো। দাদা তুমি দেখছি সব কাপ গুলোই নিয়ে রেখে দিয়েছো’।

Tollywood superstar Dev Adhikari's cup therapy photo goes viral
প্রসঙ্গত দেবের এই আসন্ন সিনেমাতেই তাঁর নায়িকা হতে চলেছেন ছোটপর্দার মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তাঁদের দুজনকে পর্দায় একসাথে দেখার অপেক্ষায় মুকিয়ে রয়েছেন অনুরাগীরা। এছাড়া এই সিনেমার মধ্যে দিয়েই দর্শক আরও একবার ফিরে পেতে চলেছেন ‘টনিক’ খ্যাত দেব এবং বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের জুটিটাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥