সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi) হয়েছেন টলিউড সুপারস্টার দেব (Dev)। কিন্তু এই সত্যিটাই প্রথমে কেউই মেনে নিতে পারছিলেন না। আসলে ব্যোমকেশ বক্সীর মত গোয়েন্দা চরিত্রে দেবের নাম ঘোষণা হওয়া মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনিতে সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকাদের জীবনে ট্রোলিং এখন নিত্যসঙ্গী।
তেমনি ব্যোমকেশ বক্সীর লুকে দেবকে দেখে কটাক্ষ করে নেটিজেনদের একাংশ বলেছিলেন ‘দেবকে ব্যোমকেশ মানাবে না!’ কিন্তু দেব বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। তাই ট্রোলিংকে গায়ে না মেখে তা নিজের সঙ্গে নিয়েই চলতে পছন্দ করেন অভিনেতা। দেব জানিয়েছেন নিন্দুকদের সমালোচনাই তাঁকে নিজেকে তৈরী করার জেদ বাড়িয়ে দেয়।
সম্প্রতি ব্যোমকেশ ও দুর্গরহস্যর টিজ়ার মু্ক্তিতে এসে একথা জানিয়েই দেব বলেছেন ‘আমার সমালোচনা ভাল লাগে। আমার কোথাও গিয়ে যেন মনে হয়, এটা আমায় অনুপ্রেরণা যোগায়। আমায় রাতে ঘুমতে দেয় না। কোথাও যেন গিয়ে মনে হয়, ‘নাহ্ এখনও অনেকটা পরিশ্রম করা বাকি’।
এরপরেই নিন্দুকদের উদ্যেশ্যে দেব বলেছেন মুক্তির পর ব্যোমকেশ যদি কারও ভাল লাগে তাহলে তার জন্য তিনি নাকি কৃতজ্ঞ থাকবেন তাঁদের প্রতি যাঁরা বলেছিলেন ‘দেবকে ব্যোমকেশ মানাবে না’। দেবের কথায় ‘তাঁরা আমায় অনুপ্রেরণা যুগিয়েছে। তখন আমার মনে হয়েছে, ‘নাহ্ জীবনে সব কিছু সহজ হলে, জীবনটা সহজ হয় না, অন্তত আমার কাছে’। তাই আমার মনে হয় আমি সমালোচনা ভালবাসি’।
View this post on Instagram
কারণ দেব দেব মনে করেন নিন্দুকদের সমালোচনা শুনেই তিনি নিজেকে সঠিক করার চেষ্টা করেন। দেবের কথায় ‘সবটা যে একজন ভাল করবে, এর তো কোনও মানে নেই। আমি খুব পরিশ্রমী মানুষ। তাই কোথাও গিয়ে আমার মনে হয়েছে, তাঁরা যদি সমালোচনা না করত, তাঁরা যদি না বলত, ‘না, দেবকে ব্যোমকেশ কোনও দিনও মানাবে না’, আজকে এই জায়গায় আমি পৌঁছতে পারত না।’