• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্বেতা-সৌমিতৃষা অতীত! দেবের নতুন নায়িকা জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী, দেখুন তো চেনেন কি না?

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দৌলতে ইন্ডাস্ট্রিতে একাধিক নতুন অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছে। এমনকি ছোটপর্দা থেকে টলিউডে (Tollywood) এসে সাফল্য পেয়েছেন এমন অভিনেত্রীর তালিকায় কম নয়। সম্প্রতিকালে ‘যমুনা ঢাকি’ এর শ্বেতা ভট্টাচার্য থেকে ‘মিঠাই’ এর সৌমিতৃষা কুন্ডু টলিউডে পা রেখেছেন। এর আগেও সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তী, মধুমিতা সরকার থেকে দিতিপ্রিয়া রায় সিরিয়াল থেকে শুরু করে বড়পর্দায় নিজেদের কেরিয়ার গড়েছেন।

টলিউডের সুপারস্টার দেবের হাত ধরেই বড়পর্দায় পা রেখেছেন শ্বেতা ভট্টাচার্য। ‘প্রজাপতি’ ছবিতে দেব-শ্বেতা জুটি বেশ প্রসংশিত হয়েছিল। এরপর সৌমিতৃষার সাথে প্রধান ছবিতে জুটি বাঁধছেন দেব। সামনেই প্রধান ছবির রিলিজ। এবার এর মাঝেই খবর এল আরও এক টেলি অভিনেত্রীর এতে জুটি বাঁধতে চলেছেন সুপারস্টার দেব।

   

Dev with Soumitrisha Kundu Sweta Bhattacharya

হ্যাঁ ঠিকই দেখছেন, আবারও জনপ্রিয় সিরিয়ালের নায়িকা জুটি বাঁধবেন দেবের সাথে। এবার ভাবছেন কোন অভিনেত্রী? তাহলে প্রথম হিন্ট হল তিনি জি বাংলার ধারাবাহিকের অভিনেত্রী। এরপর দ্বিতীয় হিন্ট হল সম্প্রতি বাংলাদেশী এই সিনেমায় কাজ করেছেন তিনি। ছবির নাম ‘প্রিয়তমা’। এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন নিশ্চই? না বুঝলে নিচেই রইল নাম।

আরও পড়ুনঃ ব্রেকিং : তিয়াশা অতীত সুন্দরী নায়িকার সঙ্গে ষ্টার জলসায় ফিরছেন নীল ভট্টাচার্য, ফাঁস নতুন মেগার নাম

Dev Idhika Paul about to pair up in Upcoming Bengali Movie

‘পিলু’ সিরিয়ালের ‘রঞ্জা’কে মনে আছে নিশ্চই? হ্যাঁ ঠিক ধরেছেন ইধিকা পাল (Idhika Paul) এর সাথে জুটি বাঁধতে চলেছেন দেব। ভারতে তো বটেই বাংলাদেশেও অভিনেত্রীর জনপ্রিয়তা বেড়েছে বেশ। এবার তাকেই নিজের আসন্ন ছবির নায়িকা হিসেবে বেছে নিলেই ‘প্রধান’ অভিনেতা। খবর প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমত উচ্ছসিত ইধিকা ভক্তরা।

আরও পড়ুনঃ শিমুলের বিরুদ্ধে গয়না চুরির অপবাদ, তাড়িয়ে দেবে মধুবালা! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

তবে, এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। যে খবরটি রটেছে তা আপাতত টলিপাড়ার গুঞ্জন মাত্র। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা প্রকাশ্যে আসেনি। তবে দেবের সাথে ইধিকার জুটি দেখার জন্য এখন থেকেই বুক বেঁধে বসে আছেন ভক্তরা তা সোশ্যাল মিডিয়াতে চলা আলোচনা দেখলেই বেশ বোঝা যাচ্ছে।