• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিজ্ঞানী হতে চেয়েছিলাম! মনের সুপ্ত বাসনা প্রকাশ করতেই ট্রোলের শিকার অঙ্কুশ হাজরা

Published on:

Ankush Hazra wants to be a Scientist video goes viral

Ankush Hazra wants to be a Scientist video goes viral: টলিউডের (Tollywood) জনপ্রিয় সুপারস্টার অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। প্রেমিকা ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সাথে সম্প্রতি আইসল্যান্ড ঘুরতে  গিয়েছিলেন অঙ্কুশ। বিদেশ ভ্রমণের সেই ছবি ইতিমধ্যেই তাঁরা শেয়ার করেছেন  সোশ্যাল মিডিয়াতেও। সম্প্রতি অঙ্কুশের শেয়ার করা তেমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে বরফে ঢাকা নীল সমুদ্রে নৌকায় চেপেছেন তিনি।

ঠান্ডা থেকে বাঁচতে মোটা জ্যাকেট,টুপি আর সোয়েটারে নিজেকে মুড়ে রেখেছেন অভিনেতা। অভিনেতার শেয়ার করা এই ভিডিও দেখে এবং ভিডিওতে তাঁর বলা কথা শুনে হাসির রোল উঠেছে নেট পাড়ায়। সেই সাথে বাড়তি মাত্রা যোগ করেছে অঙ্কুশের লেখা ক্যাপশনটিও। ভিডিওতে দেখা দেখা যাচ্ছে জল থেকে এক টুকরো বরফ তুলে নিচ্ছেন অঙ্কুশ।

টলিউড,Tollywood,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,বিজ্ঞানী,Scientist,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রেমিকের এই কান্ড কারখানা দেখে অন ক্যামেরাই ঐন্দ্রিলা তাঁকে প্রশ্ন করেন ‘তুমি বরফ চুরি করলে?’  জবাবে অঙ্কুশ জানায় যে সে বরফ চুরি করেনি আসলে জল থেকে এই বরফটা সে নিয়েছে বাড়ি নিয়ে যাবে বলে। কারণ বাড়িতে নিজের ল্যাবরেটরিতে এই বরফ নিয়ে গবেষণা করতে চায় সে।

সেইসাথে এদিন এই ভিডিওর ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন ‘আমি সব সময় বিজ্ঞানী (Scientist) হতে চেয়েছিলাম। আমার এই ইচ্ছেকে সবাই সমর্থন করলেও পরীক্ষার ফল বা রেজ়াল্ট আমার পাশে থাকল না’। সেইসাথে রসিকতা করে অঙ্কুশের আরও সংযোজন ‘এতে আমার কোনও ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে পৃথিবীর। যাই হোক রবিবার সবাই ভাল কাটান।’

আরও পড়ুনঃ দারুন সুখবর! নতুন সিরিয়ালে ধামাকাদার কামব্যাক করছেন ‘মাধবীলতা’র ‘ছবিবাবু’ সুস্মিত

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুনঃ দুর্দান্ত অভিনয় সত্ত্বেও সিনেমায় মেলেনি ভালো সুযোগ! ৯০ বছরে এসে আক্ষেপ ‘জন্মভূমি’র পিসিমার

এদিন সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের এই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হতেন কমেন্ট সেকশনে উপচে পড়েছে হাসির রোল। অঙ্কুশের কান্ড দেখে কেউ লিখেছেন ‘একবার স্নান করে নাও, আর গান গাও ঠান্ডা ঠান্ডা পানি মে নাহান চাহিয়ে।’ আবার কেউ পরামর্শ দিয়েছেন ‘দাদা টাইটানিক দেখতে যেওনা যেন’। এমনই একজন লিখেছেন ‘আপনার আত্মবিশ্বাস দেখছি অন্য স্তরে’!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥