• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দারুন সুখবর! নতুন সিরিয়ালে ধামাকাদার কামব্যাক করছেন ‘মাধবীলতা’র ‘ছবিবাবু’ সুস্মিত

Published on:

Boron fame Rudrik actor Sushmit Mukherjee comeback in a new serial soon

Madhabilata ‘Chobi Babu’ Sushmit Mukherjee comeback: টেলিভিশনের পর্দায় এখন বিনোদনমূলের চ্যানেল গুলির মধ্যে চলছে নিত্যনতুন সিরিয়াল আনার প্রতিযোগিতা। তাই প্রায় প্রত্যেক মাসেই কোনো না কোনো চ্যানেলে আসছে একের পর এক নতুন সিরিয়াল (New Serial)। যার ফলে টিআরপির (TRP) অভাবে এক ধাক্কায় বন্ধ হয়ে যাচ্ছে এক ঝাঁক নতুন সিরিয়ালও। তেমনই আবার নতুন সিরিয়ালের হাত ধরে দর্শকরা নতুন রূপে ফিরে পাচ্ছেন তাদের পছন্দের প্রিয় অভিনেতাদেরও।

তেমনি এবার টেলিপাড়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে স্টার জলসা ছেড়ে জি বাংলার পর্দায় একটি নতুন সিরিয়ালের হাত ধরে কামব্যাক  করতে চলেছেন ‘বরণ’ এবং ‘মাধবীলতা’ সিরিয়ালের নায়ক সুস্মিত মুখার্জি। প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বরণ-এ রুদ্রিক চরিত্রে অভিনয় করে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন টেলিপাড়ার হ্যান্ডসাম হিরো সুস্মিত মুখার্জী (Sushmit Mukherjee)।এই ধারাবাহিকে তিথি রুদ্রিকের জুটি দারুন পছন্দ করেছিলেন দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,জী বাংলা,Zee Bangla,বরণ,Boron,রুদ্রিক,Rudrik,সুস্মিত মুখার্জী,Sushmit Mukherjee,নতুন সিরিয়াল,New Serial,কামব্যাক,Comeback

কিন্তু মাত্র ১১ মাসেই এই সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায় বেশ মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। যদিও বরণ শেষ হয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন সিরিয়াল ‘মাধবীলতা’র হাত ধরে কাম ব্যাক করেছিলেন সুস্মিত। কিন্তু এই সিরিয়ালটিও মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যায়। তারপর বেশ কিছুদিন ধরেই ছোট পর্দা থেকে দূরেই রয়েছেন এই অভিনেতা।

তবে এবার শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি  জি বাংলার একটি নতুন সিরিয়ালে নায়ক হয়ে ফিরছেন সুস্মিত। যদিও সুস্মিতের এই নতুন সিরিয়াল  প্রসঙ্গে তেমন কিছু জানা যায়নি এখনও। তবে বিষয়টির সত্যতা যাচাই করতে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল সুস্মিত মুখার্জীর সাথে।

আরও পড়ুনঃ টিভির আগেই ফাঁস অনুরাগের ছোঁয়ার আগামী পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,জী বাংলা,Zee Bangla,বরণ,Boron,রুদ্রিক,Rudrik,সুস্মিত মুখার্জী,Sushmit Mukherjee,নতুন সিরিয়াল,New Serial,কামব্যাক,Comeback

এদিন সেখানেই সুস্মিত জানিয়েছেন ‘হ্যাঁ, এটা ঠিক যে প্রাথমিক ভাবে কথাবার্তা একটা হয়েছে। তবে এখনও চূড়ান্ত কিছুই হয়নি। কিচ্ছু জানি না। তাই বেশি কিছু বললে ভুল বলা হবে। সত্যি যদি কিছু চূড়ান্ত হয়, তা হলে নিশ্চয়ই সবাই জানতে পারবেন। আসলে বলার মতো অবস্থায় কিছুই আসেনি।’

আরও পড়ুনঃ দুর্দান্ত অভিনয় সত্ত্বেও সিনেমায় মেলেনি ভালো সুযোগ! ৯০ বছরে এসে আক্ষেপ ‘জন্মভূমি’র পিসিমার

Sushmit Mukherjee and Priya Mondal

তবে শুধু নতুন সিরিয়ালই নয়, বিয়ের খবরের জন্য বেশ কদিন ধরে শিরোনামে রয়েছেন সুস্মিত। শোনা যাচ্ছে চলতি বছরের নভেম্বরেই সহ অভিনেত্রী প্রিয়া মন্ডলের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুস্মিত। প্রসঙ্গত বরণ সিরিয়ালটি শেষ হওয়ার পর থেকেই সুস্মিত এবং প্রিয়ার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে টেলিপাড়ায়। যদিও এই বিষয়ে তাঁদের দুজনের কেউই এখনও পর্যন্ত শিলমোহর দেয়নি। তবে ইতিপূর্বে একাধিক সাক্ষাৎকারে সম্পর্কের কথা উঠলে বিষয়টি অস্বীকারও করেননি তাঁদের দুজনের কেউ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥