• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকাকে খুন করে জেলে যাবে সূর্য! আবারও আলাদা দীপা, টিভির আগে ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Updated on:

Surjo shot Misshka Deepa's new Challange to proof surjo innocent Anurager Chhowa new promo on air

বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) এসেছে দর্শকদের অত্যন্ত পছন্দের ট্র্যাক। এখন সূর্যের সামনে জলের মতো পরিষ্কার তার সো কলড ‘বেস্ট ফ্রেন্ড’ মিশকার আসল চেহারা। পাশাপাশি ইতিমধ্যেই মিল হয়েছে সূর্য-দীপার (Surjo-Deepa)

কিন্তু মিশকা তো এত সহজে সবকিছু ছেড়ে দেওয়ার মেয়ে না। তাই আগে থেকেই সে সমস্ত পরিকল্পনা করে ফেলেছে। ল্যাবরেটরীতে রাখা সূর্যের ফ্রোজেন স্পার্ম দিয়ে একজন চিকিৎসকের সাহায্যে বেআইনিভাবে ইতিমধ্যেই  প্রেগনেন্ট হয়েছে মিশকা। আর তারপরেই সূর্য-দীপার সংসারে ভাঙন ধরাতে নিজেকে সূর্যের সন্তানের মা বলে দাবি করে নোংরামি শুরু করেছে মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,নতুন প্রোমো,New Promo

যদিও দীপা জানে যে তার ডাক্তারবাবু নির্দোষ। তাই মিশকার দেখানো কয়েকটা কাগজের টুকরোয় বিশ্বাস না করে এই বিপদের দিনেও দীপা ঢাল হয়ে দাঁড়িয়েছে সূর্যের সামনে। গত পর্বে দীপা যেভাবে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মিশকার মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছিল তা দেখে দর্শকরা দীপার বুদ্ধির প্রশংসা করেছে।

আর সূর্য-দীপার মিল হওয়ার পরেই এবার দেখা যাচ্ছে এসে গিয়েছে তাদের বিবাহ বার্ষিকী। তাই সেনগুপ্ত পরিবারের তরফ থেকে গোটা জলসা পরিবার ডেকে ধুমধাম করে করা হয়েছে বিরাট সেলিব্রেশন। তারপরে এখন সিরিয়ালে দেখা যাচ্ছে সমস্ত নিয়ম মেনে আরো একবার সূর্য-দীপার বিয়ের আসর বসেছে সেনগুপ্ত বাড়িতে।

অন্যদিকে অন্য একজন চিকিৎসকের সাহায্য নিয়ে ডিএনএ টেস্ট করিয়ে নতুন নাটক শুরু করতে চলেছে মিশকা।  এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে অনুরাগের ছোঁয়ার এক দুর্ধর্ষ প্রোমো। সেখানে দেখা যাচ্ছে সূর্যের হাতে বন্দুক,আর তারপরেই একটা গুলির আওয়াজ। তারপরে দেখা যাচ্ছে দীপা ছুটতে ছুটতে আসছে।

আর সূর্য জেলের মধ্যে। কারণ সবাই বলছে সূর্য নাকি গুলি করে মিশকাকে কাকে মেরে ফেলেছে। কিন্তু দীপা শপথ নিয়েছে সূর্যকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বার করে আনবে। অনুরাগের ছোঁয়ার এই মহা শুক্র আর শনিবারের পর্ব দেখা যাবে আগামী ৬ আর ৭ অক্টোবর। যা দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥