• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গর্ভে সন্তান নিয়েই চলছে কসরত, জিমে শুভশ্রীকে দেখে ‘শো অফ’ বলে কটাক্ষ নেটিজেনদের

Updated on:

Subhashree Viral video doing gym goes viral

Subhashree Viral Video : টলিউড হোক কিংবা বলিউড চারিদিকে এখন নায়িকাদের মা হওয়ার ধুম। সদ্য জল্পনা তৈরি হয়েছে ক্রিকেট তারকা বিরাট কোহলি অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান আসার খবরে। মাত্র কদিন আগেই টলিউড সুপারস্টার জিৎ তাঁর স্ত্রী মোহনা মাদনানির দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছেন। যদিও তাঁদের অনেক আগেই দ্বিতীয় প্রেগনেন্সির (Second Pregnancy) খবর শেয়ার করে নিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এবং তাঁর স্বামী তথা জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)

তাই খুব শিগগিরই দাদা হিসেবে প্রমোশন হতে চলেছে ছোট্ট  ইউভানের। যদিও গর্ভাবস্থায় এক ফোঁটা বিরাম নিচ্ছেন না টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এই অবস্থাতেও প্রতি সপ্তাহেই জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে উপস্থিত থাকছেন নায়িকা। সেইসাথে প্রেগনেন্সিতেই চুটিয়ে শুটিং করছেন বিজ্ঞাপনের। আর এবার দেখা গেল জোর কদমে শরীর চর্চা করছেন এই হবু মা।

Raj Chakraborty Subhashree Ganguly and Yuvaan Chakraborty, Yuvaan Chakraborty birthday

শুভশ্রীর জিমের ভাইরাল ভিডিও (Subhashree Viral Video of doing Gym) :

বলিউড অভিনেত্রীদের মতোই  প্রেগনেন্সি পিরিয়ডেও দিব্যি শরীরচর্চা করে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিম থেকেই ফিটনেস ফ্রিক শুভশ্রী শরীর চর্চার একটি ভিডিও শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে সেই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘কোন অজুহাত নয়।’

আরও পড়ুনঃ এবার খসবে রূপের মুখোশ! ময়ূরীকে ছেড়ে মেঘে কাছে নীল, টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আসন্ন পর্ব

সেই সাথে হ্যাশ ট্যাগ দিয়ে অভিনেত্রী লিখেছেন ‘আট মাসের প্রেগন্যান্ট, জীবনকে উপভোগ করছি, জীবন সুন্দর’। সব শেষে অনুপ্রেরণা দেওয়ার জন্য জিমকেও ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। শুভশ্রীর শরীরচর্চা নিয়ে ডেডিকেশন দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুনঃ মা হচ্ছে জগদ্ধাত্রী! এতদিনে অ্যাকশন ছেড়ে রোম্যান্স, সুখবর পেতেই উচ্ছসিত দর্শকেরা

প্রশংসা করে টলিউড  অভিনেত্রী দর্শনা বণিক লিখেছেন, ‘অনুপ্রেরণা।’ সন্ধ্যাতারা সিরিয়ালের আকাশনীল অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় লিখেছেন , ‘তুমি যে কতজনকে সাহস জোগাও, অনুপ্রেরণা দাও তার ঠিক নেই।’ যদিও প্রশংসার পাশাপাশি জুটেছে সমালোচনাও।

Tollywood actress Subhashree Viral Video gets comment শুভশ্রীর জিমের ভিডিও ভাইরাল হতেই কমেন্ট

তাই এদিন অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকেই। প্রেগন্যান্সি পিরিয়ডেও জিমে শরীরচর্চা করতে দেখে কেউ আবার লিখেছেন ‘বেশি শো অফ’। কারও মতে ‘অতিরিক্ত মডার্ণ লাইফস্টাইল, কেন এগুলো সন্তান আসার পর করা যাবে না?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥