• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিপাড়ায় নতুন জুটি, ‘ওহ লাভলি’ স্ক্রিনিংয়ে কাঞ্চন-শ্রীময়ীকে একসাথে দেখেই ভিরমি খাচ্ছে নেটপাড়া

Updated on:

Tollywood stars Kanchan Mallick and Sreemoyee Chattoraj in Oh Lovely screening

টলিউড (Tollywood) অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) প্রেমের চর্চা আজকের নয়। প্রায় দু’বছর আগে কাঞ্চন-পিঙ্কির সংসার ভাঙার কারণ হিসেবে উঠে এসেছিল শ্রীময়ীর নাম। দুই তারকাই সেসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। নিন্দুকদের কথায় কান না দিয়ে তাঁরা আছেন তাঁদের মতোই।

প্রেমের বিষয়ে কাঞ্চন-শ্রীময়ীকে যতবার জিজ্ঞেস করা হয়েছে ততবার তাঁরা বলেছেন, তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই নেই। যদিও শ্রীময়ীর জন্মদিনে কাঞ্চনের উপস্থিতি অথবা কাঞ্চনের বাড়ির পুজোয় শ্রীময়ীর যাওয়া দেখে অন্য কথা বলেন নেটিজেনদের একাংশ। সম্প্রতি যেমন ‘ওহ লাভলি’র (Oh Lovely) স্ক্রিনিংয়েও একসঙ্গে ধরা দিয়েছিলেন দু’জনে।

Kanchan Mallick and Sreemoyee Chattoraj, Kanchan Mallick and Sreemoyee Chattoraj in Oh Lovely screening

সম্প্রতি মদন মিত্র (Madan Mitra) অভিনীত ‘ওহ লাভলি’র স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই রঙমিলান্তি পোশাকে হাজির হন টলিপাড়ার এই চর্চিত জুটি। গোটা স্ক্রিনিংয়ের লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তাঁরা। এইদিনের অনুষ্ঠানের জন্য শ্রীময়ী বেছে নিয়েছিলেন একটি কালো রঙের সি থ্রু শাড়ি এবং বিকিনি কাট ব্লাউজ। কালো চুড়ি এবং ন্যুড মেক আপে নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন অভিনেত্রী।

 আরও পড়ুনঃঅনলাইনে ফাঁস স্বামী-স্ত্রীর ঝগড়ার ভিডিও, সত্যিই ডিভোর্স? জনপ্রিয় জুটিকে নিয়ে তোলপাড় নেটপাড়া

Kanchan Mallick and Sreemoyee Chattoraj, Kanchan Mallick and Sreemoyee Chattoraj in Oh Lovely screening

অপরদিকে কাঞ্চনের পরনেও ছিল কালো রঙের প্যান্ট-শার্ট। জুটিতে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন শ্রীময়ী। আর তা দেখেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। একজন যেমন লিখেছেন, ‘’ওহ লাভলি’ কথাটা এনাদের জন্যই তৈরি হয়েছে। তো কারোর আবার মত, ‘আরে, দাদা-দিদির এক রকমের জামা’।

আরও পড়ুনঃ সূর্যর হাতে মার খেতেই ভালোবাসা উধাও, এবার ব্যাগ গুছিয়ে চলে গেল মিশকা! ফাঁস ধুন্ধুমার পর্ব


প্রসঙ্গত, কাঞ্চন-শ্রীময়ী দু’জনেই এখন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এ অভিনয় করছেন। ধারাবাহিকের নায়ক মানিকের পিসি সুধাময়ীর চরিত্রে দেখা যাচ্ছে শ্রীময়ীকে। অপরদিকে হরিদাসের ভূমিকায় অভিনয় করছেন কাঞ্চন। দীর্ঘ ১০ বছর পর ফের ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র হাত ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কাঞ্চন-শ্রীময়ী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥