বিনোদন দুনিয়ায় সম্পর্কে ভাঙাগড়া লেগেই থাকে। গত কয়েক মাস ধরে যেমন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহার (Trina Saha) ডিভোর্সের গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে। দুই তারকা এই বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও, অনুরাগীদের কথায় ‘তৃণীল’র মধ্যে আগের সেই কেমিস্ট্রিটা আর নেই! সম্প্রতি ফের একবার একটি ভিডিওর (Video) সৌজন্যে তাঁদের ডিভোর্স (Divorce) নিয়ে চর্চা শুরু হয়েছে।
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নীল-তৃণার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বামীকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য আবদার করছেন তৃণা। কিন্তু স্ত্রীয়ের সেই আবদার পত্রপাট খারিজ করে দেন অভিনেতা। ‘তৃণীল’ (Trineel) জুটি নিজেই এই ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করলেও ভক্তদের মনে সন্দেহ, তাঁদের মধ্যে সবকিছু ঠিক আছে তো?

আসলে ভাইরাল সেই ভিডিওয় দেখা যাচ্ছে, তৃণার মুখে হানিমুনে যাওয়ার কথা শুনে নীল অবলীলায় বলে দেন, তিনি একটি নির্দিষ্ট চ্যানেলের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ। আর এই মুহূর্তে তাঁর ধারাবাহিকের শ্যুটিং চলছে। সেই জন্য এখন তিনি কোথাও যেতে পারবেন না। স্বামীর মুখে একথা শোনার পর বেশ কষ্ট পান ‘বালিঝড়’ নায়িকা। কিছুটা রাগও হয় তাঁর।
আরও পড়ুনঃ বিয়ে হতেই নিজের মেয়েও পর! শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি এসেও লাঞ্ছিত শিমুল, ফাঁস আগাম পর্ব

এরপর অভিমানের সুরে তৃণা বলেন, কাজের মতো তাঁদের বিয়েটাও চুক্তিবদ্ধ হলে ভালো হতো। স্ত্রীর মুখে একথা শুনে বিরোধিতা করে নীল। অভিনেতা বলেন, তাঁদের যদি চুক্তির বিয়ে হতো তাহলে সেখানে টাকার প্রসঙ্গ চলে আসতো। সেই সঙ্গেই ভালোবাসা একটুও থাকতো না।
আরও পড়ুনঃ জন্মের ৩ দিন পরেই হামাগুড়ি, বলছে কথাও! সদ্যজাতের অবাক কান্ড ভাইরাল নেটদুনিয়ায়
View this post on Instagram
আসলে ‘তৃণীল’র এই ভিডিও দেখে প্রথমে চমকে লাগলেও, পরে বোঝা যায় এটি তাঁদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত নয়। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘লাভ বিয়ে আজ কাল’র প্রচারের জন্যই এই ভিডিও বানিয়েছেন তাঁরা। তাই ভক্তদেরও নীল-তৃণার বিয়ে নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। রিয়েল লাইফে একসঙ্গে বেশ সুখে আছেন বাংলা টেলি দুনিয়ার এই ‘পাওয়ার কাপল’।














