• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যর হাতে মার খেতেই ভালোবাসা উধাও, এবার ব্যাগ গুছিয়ে পালাচ্ছে মিশকা! ফাঁস ধুন্ধুমার পর্ব

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Mishka decided to Leave Surjya alone

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দীর্ঘ সময় ধরে সিরিয়ালে সূর্য-দীপার মান অভিমানের ট্র্যাক দেখানো হচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে মিশকার (Mishka) বদমায়েশি। সূর্য যখনই দীপার প্রতি একটু দুর্বল হয়, তখনই তার কানে বিষ ঢালা শুরু করে মিশকা। তবে এবার নিজের পাতা ফাঁদে নিজেই জড়িয়ে গেল সূর্যর (Surjya) প্রিয় বান্ধবী। শুধু তাই নয়, সূর্যর হাতে মারও খেল সে!

‘অনুরাগের ছোঁয়া’য় কয়েকদিন আগেই দেখানো হয়েছে, সেরা ডাক্তার পুরস্কারের মঞ্চে সোনা (Sona)-রূপার (Rupa) আসল জন্মপরিচয় ফাঁস হয়ে যায়। সোনা নিজে মুখে সেটা সবাইকে জানিয়ে দেয়। এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে মিশকার পরামর্শ অনুযায়ী সেখান থেকে চলে যায় সূর্য। এরপর মদ্যপান শুরু করে সে। আর নেশা করতে করতেই নিজের হুঁশ, জ্ঞান সব হারিয়ে ফেলে।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya beats Mishka

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, মদের নেশায় বন্দুক হাতে দীপাকে (Deepa) মারতে ছোটে সূর্য। কিন্তু দীপা কোথায়! সেখানে তো রয়েছে মিশকা। নেশার ঘোরে শেষমেষ প্রিয় বান্ধবীকেই দীপা ভেবে তাড়া করে সূর্য। পড়িমড়ি করে দৌড়তে থাকে মিশকা। এরপর একটি গাড়ির কাছে লুকিয়ে পড়ে সে। কিন্তু সেখানেও তাকে দেখে নেয় সূর্য। এরপর সেখান থেকে উঠে পালাতে গিয়ে মিশকা মাথায় চোট পায়।

আরও পড়ুনঃ মদ খেয়ে প্রকাশ্য রাস্তায় অপমান, সূর্যকে চড়িয়ে উচিত শিক্ষা দিল দীপা! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

আসলে দীপাকে প্রাণে মারার কথা মিশকাই সূর্যর মাথায় ঢুকিয়েছিল। সে বলেছিল, দীপাকে মেরে ফেললে সূর্য শান্তি পাবে। কিন্তু সে এটা বুঝতে পারেনি, নেশার ঘোরে সূর্য তাকেই দীপা ভেবে তাড়া করবে। এরপর দেখানো হয়, মিশকার মাথা ফেটে গেলেও সূর্য থামেনি। সে রাস্তার মধ্যে তামাশা করতে শুরু করে।

আরও পড়ুনঃ অল্প বয়সেই সাফল্যের শীর্যে, ‘অনুরাগের ছোঁয়া’র সোনা-রুপার প্রশংসায় পঞ্চমুখ খোদ মুখ্য়মন্ত্রী

Anurager Chhowa, Anurager Chhowa Surjya beats Mishka

অপরদিকে ভালোবাসার মানুষের কাছ থেকে এমন ব্যবহার কিছুতেই মেনে নিতে পারে না মিশকা। এতদিন লাবণ্য-দীপার হাতে সে মার খেয়েছে, তবে এবার স্বয়ং সূর্য তাকে মারতে ছুটেছিল, এটা ভেবেই কষ্ট পায় সে। সেই জন্য মিশকা ঠিক করে ব্যাগপত্র গুছিয়ে সে এবার অনেক দূরে চলে যাবে। মনের দুঃখে নিজের ব্যাগও গুছিয়ে ফেলে সে। তাহলে কি সত্যিই এবার সূর্য-দীপার জীবন থেকে মিশকা বিদায় নেবে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥