• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘যেটা দেখছেন সেটা নই, আমি গভীর জলের মাছ’, ট্রোলিংয়ের জবাবে পাল্টা ধুয়ে দিলেন ইমন

Published on:

Singer Iman Chakraborty's reply to Trollers

টলিউড (Tollywood) হোক বা বলিউড, তারকাদের কাছে ট্রোলিং এখন খুব চেনা-পরিচিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। পান থেকে চুন খসলেই ধেয়ে আসে নানান মন্তব্য। সোশ্যাল মিডিয়া খুললে রোজই ট্রোল হতে দেখা যায় কোনও না কোনও সেলেবকে। টলিপাড়ার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty) যেমন ট্রোলারদের সফট টার্গেট।

মাঝেমধ্যেই নানান কারণে ট্রোলিংয়ের (Trolling) মুখে পড়তে হয় ইমনকে। কখনও পেশাগত, কখনও আবার ব্যক্তিগত জীবনের কারণে তাঁর দিকে ধেয়ে আসে নানান কুমন্তব্য। এমনকি গায়িকার বিরুদ্ধে স্বজনপোষণের মতো অভিযোগও এনেছেন অনেকে। তবে ইমন সবকিছু মুখ বুজে সহ্য করার পাত্রী নন। সুযোগ পেলেই সপাট জবাবে ট্রোলারদের মুখ বন্ধ করে দেন তিনি।

Iman Chakraborty

বিনোদন ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন যারা ট্রোলারদের পাল্টা জবাব দিতে পছন্দ করেন না। তবে ইমন ব্যতিক্রম। মুখ বুজে কুকথা সহ্য করায় নয়, বরং উপযুক্ত জবাব দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দেওয়ায় বিশ্বাসী তিনি। সম্প্রতি যেমন ফের একবার স্বমহিমায় হাজির হতে দেখা গেল গায়িকাকে।

আরও পড়ুনঃ পর্দায় প্রেমিককে কেড়েছে বোন! বাস্তবে কার সাথে প্রেম করছে ‘গীতা LLB’? নিজেই জানালেন অভিনেত্রী

দিন কয়েক আগে এসভিএফ স্টোরিজের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে একাধিক সমালোচকের মন্তব্যের জবাব দিতে দেখা যায় ইমনকে। একবার মেক আপের করানোর সময় রূপটান শিল্পীর দিকে পা তুলে বসতে দেখা গিয়েছিল গায়িকাকে। সেই ছবি দেখে একজন লিখেছিলেন, ‘পা-টা সরিয়ে বসুন। বয়স্ক মানুষের সামনে পা রেখে বসে আছেন! কী যে ভাবেন কে জানে! মেক আপ করবেন তো মুখে, তাহলে ওইভাবে ওনার দিকে পা তুলে বসার কী হল?’

Iman Chakraborty

সেই মন্তব্যের জবাবে ইমন বলেন, ‘কারণ আমার প্রচুর টাকা। আমি পায়েও মেক আপ করব বলে তুলে রেখেছিলাম। আই অ্যাম ভেরি বড়লোক ইউ নো?’ দ্বিতীয়জন আবার লেখেন, ‘ইমনদির অবস্থা মনে হচ্ছে অতলে গিয়ে ঠেকেছে’। এই মন্তব্যের জবাবে গায়িকা বলেন, ‘আপনি শুনুন, আমার তল খুঁজে পাবেন না। খুব গভীর জলের মাছ বুঝতে পেরেছেন? একদম হেব্বি গভীর। যেটা দেখছেন আমি বেসিক্যালি সেটা নই’।

আরও পড়ুনঃ রূপাকে বাঁচাতে ভিক্ষা চাইছে দীপা, তবুও মুখ ফেরালো নিষ্ঠুর লাবণ্য! ফাঁস চোখে জল আনা পর্ব

 

View this post on Instagram

 

A post shared by SVF Stories (@svfstories)

ইমনের এই জবাবগুলি নেটিজেনদের বেশ ভালোলেগেছে। একজন লিখেছেন, ‘তোমার উত্তরগুলো কী দারুণ গো দিদি’! দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘উফ দিদি ফাটিয়ে দিয়েছো! দারুণ উত্তর দিলে’। প্রসঙ্গত, ‘সেন্টিমেন্টাল’ ছবিতে ইমনের গাওয়া ‘কী একখান গান বানাইসে’ গানটি বেশ কয়েকদিন ধরে চর্চায় আছে। যশ-নুসরতের সিনেমার এই গান ইতিমধ্যেই বেশ হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥