• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় প্রেমিককে কেড়েছে বোন! বাস্তবে কার সাথে প্রেম করছে ‘গীতা LLB’? নিজেই জানালেন অভিনেত্রী

Published on:

Bengali serial Geeta LLB actress Hiya Mukherjee opens up about love life

কয়েক মাস হল পথচলা শুরু হয়েছে ‘গীতা এলএলবি’র (Geeta LLB)। স্টার জলসার এই ধারাবাহিক অল্প সময়েই মন জয় করে নিয়েছে দর্শকদের। দামাল গীতার চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায় (Hiya Mukherjee)। দর্শকমহলে এখন তাঁর পরিচিতি সিরিয়ালের নামেই বেশি।

স্টার জলসার (Star Jalsha) ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের (Bengali Serial) গল্প আবর্তিত হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে গীতাকে কেন্দ্র করে। সে নিজের জীবনে অনেক ওঠাপড়া দেখেছে। তবে কোনও পরিস্থিতিতেই থামতে শেখেনি। বিপদে পড়লে অনায়াসে শত্রুর চোখে চোখ রেখে লড়তে জানে সে। গীতার এই প্রতিবাদী, দামাল রূপই ভীষণ পছন্দ দর্শকদের।

Geeta LLB actress Hiya Mukherjee

পর্দায় রণংদেহী অবতারে অভিনয় করলেও হিয়া অবশ্য বাস্তব জীবনে বেশ নরমসরম প্রকৃতির মানুষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক অজানা কথা ফাঁস করেন ‘গীতা এলএলবি’ নায়িকা। অভিনেত্রী বলেন, শ্যুটিংয়ের ব্যস্ততায় সারাদিন কাটিয়ে বেশ ভালোই আছেন তিনি।

আরও পড়ুনঃ বিরিয়ানি বেচেই ১০০ কোটি আয়! দাদাগিরিতে ‘দাদা বৌদি বিরিয়ানী’র বিক্রি শুনে হতবাক সৌরভ গাঙ্গুলী

সারাদিনের ব্যস্ততা শেষে মাত্র ঘণ্টা দেড়েক ফাঁকা সময় পান হিয়া। সেই সময়টা নিজের মায়ের সঙ্গে কাটান তিনি। কোন দৃশ্যের শ্যুটিং হল এসব নিয়ে কথা হয় মা-মেয়ের। হিয়া বলেন, গীতার (Geeta) চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ কয়েকবার চোটও পেয়েছেন তিনি। তাই বাড়ি ঢোকামাত্রই অভিনেত্রীর মায়ের প্রথম প্রশ্ন হয়, আজ কোথাও চোট পাসনি তো?

Geeta LLB Hiya Mukherjee, গীতা এলএলবি হিয়া মুখার্জি

পর্দায় হিয়ার অত্যন্ত জনপ্রিয় সংলাপ হল, আদালতে গীতার মুখ চলে আর আদালতের বাইরে হাত! বাস্তব জীবনেও কি অভিনেত্রী এমন? উত্তরে তিনি বলেন, রিয়েল লাইফে এসব থেকে শত হাত দূরে থাকতে পছন্দ করেন। পর্দায় শক্তপোক্ত গীতার ভূমিকায় অভিনয় করলেও আদতে ভীষণ আবেগি এবং নরম প্রকৃতির মানুষ তিনি।

আরও পড়ুনঃ রূপাকে বাঁচাতে ভিক্ষা চাইছে দীপা, তবুও মুখ ফেরালো নিষ্ঠুর লাবণ্য! ফাঁস চোখে জল আনা পর্ব

হিয়া জানান, শ্যুটিংয়ের সময় বেশ উঁচু গলায় কথা বলতে হয় তাঁকে। সেই কারণে ক্যামেরা বন্ধ হলেই কিছুটা চুপ করে যান তিনি। গান শুনতে শুনতে বাড়ি ফেরেন। ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি আলোচনার ফাঁকে মনের মানুষকে নিয়েও মুখ খোলেন হিয়া। অভিনেত্রী জানান, তাঁকে ভালোবাসে এমন মানুষ অনেক আছে। তবে আলাদা করে ভালোবাসার মতো কেউ নেই। ‘গীতা এলএলবি’ নায়ক কুণালের সঙ্গে বেশ ভালো বন্ডিং বলে জানান হিয়া। আগামী দিনে ধারাবাহিকে প্রচুর চমক আসতে চলেছে, এই খবরও দিয়ে রাখেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥