• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অল্প বয়সেই বিরাট সাফল্য! মিঠাই-উচ্ছেবাবুর পর এবার টলিউড কাঁপাতে চলেছে পর্দার ‘মিঠি’ অনুমেঘা

Updated on:

Tollywood Mithai fame Anumegha Kahali is acting as Mini in Kabuliwala movie

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) ঘিরে দর্শকমহলে ক্রেজ দেখার মতো। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পরেও কলাকুশলীদের ভুলতে পারেননি দর্শকরা। মিঠাই-সিদ্ধার্থ সহ মনোহরার সকল সদস্যকে ভীষণ মিস করেন প্রত্যেকে। এমনই একটি চরিত্র হল ‘মিঠি’ (Mithi)। মিঠাই-সিডের মেয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)

পুঁচকে বয়সেই তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অনুমেঘা। নামের মতোই মিষ্টি এই পুঁচকে মিঠিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরাও। এবার সেই খুদে শিল্পীই পা রাখতে চলেছেন টলিউডে। সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) হাত ধরে সিনেজগতে পা রাখতে চলেছে অনুমেঘা।

Anumegha Kahali as Chini Neem Phooler Madhu

‘মিঠাই’ শেষের পর জি বাংলারই জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে কয়েকদিনের জন্য অভিনয় করেছিলেন দর্শকদের প্রিয় মিঠি। তবে এবার আর ধারাবাহিক নয়, বরং সোজা সিরিয়ালে পা রাখতে চলেছে অনুমেঘা। ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala) মিঠুনের ‘মিনি’ রূপে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুনঃ ভয়টাই সত্যি হল, জামিন পেয়ে ময়ূরীর সাথে মেঘ-গিনির সর্বনাশের করবে রূপ! ফাঁস তুলকালাম আগাম পর্ব

আগেই জানা গিয়েছিল, চলতি বছর বড়দিনে রিলিজ করতে চলেছে সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ছবিটি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে এই সিনেমা। সম্প্রতি শিশু দিবস উপলক্ষ্যে প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার। সেই ছবিতে কাবুলিওয়ালার হাত ধরে দেখা গিয়েছে ছোট্ট মিনিকে। মিঠুন-অনুমেঘার এই পোস্টার দেখে নস্ট্যালজিক হয়ে পড়েছেন অনেকেই।

আরও পড়ুনঃ একসাথে প্রসেনজিৎ, দেব ও জিৎ! টলিউডের বক্স অফিস কাঁপাতে কবে আসছে ছবি? সুখবর দিলেন জিৎ

Anumegha Kahali Kabuliwala, Anumegha Kahali Tollywood debut

জানা গিয়েছে, আসন্ন এই ছবিতে মিঠুন এবং অনুমেঘা ছাড়াও দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারকে। মিনির বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করবেন তাঁরা। এছাড়াও টলিপাড়ার আরও বহু পরিচিত মুখকে এই ছবিতে দেখা যাবে বলে খবর।

 

View this post on Instagram

 

A post shared by Anumegha Kahali (@anumeghak)

প্রসঙ্গত, চলতি বছর বড়দিনে মিঠুন-অনুমেঘার ‘কাবুলিওয়ালা’র পাশাপাশি রিলিজ করবে দেব-সৌমিতৃষার ‘প্রধান’ ছবিটি। আগের বছর ক্রিসমাসেই রিলিজ করেছিল দেব-মিঠুনের ‘প্রজাপতি’। বাবা-ছেলে রূপে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তাঁরা। এবার সেই দেব-মিঠুনকেই বক্স অফিসে প্রতিপক্ষ হিসেবে লড়তে দেখা যাবে। শেষ হাসি কে হাসে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥