• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসাথে প্রসেনজিৎ, দেব ও জিৎ! টলিউডের বক্স অফিস কাঁপাতে কবে আসছে ছবি? সুখবর দিলেন জিৎ

Published on:

Tollywood actor Jeet reveals that he might do a film with Prosenjit Chatterjee and Dev

প্রসেনজিৎ (Prosenjit Chatterjee), জিৎ (Jeet) এবং দেব (Dev) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তিন স্তম্ভ। বছরের পর বছর ধরে সিনেদুনিয়ায় রাজত্ব করছেন তাঁরা। তবে শুনতে অবাক লাগলেও এখনও পর্যন্ত এক ছবিতে দেখা যায়নি তাঁদের। এত বছর ধরে দর্শকরা হাপিত্যেশ করে বসে থাকলেও কখনও এক সিনেমায় মুখ দেখাননি টলিপাড়ার (Tollywood) এই তিন সুপারস্টার। তবে আসন্ন ভবিষ্যতে এই অপেক্ষার অবসান ঘটতে পারে। সম্প্রতি জিতের কথায় মিলেছে তেমন আঁচ।

সম্প্রতি বলিউডের একাধিক সুপারস্টার একে অপরের ছবিতে মুখ দেখিয়ে দর্শকদের আকৃষ্ট করেছেন। প্রথমে শাহরুখের ‘পাঠান’এ ক্যামিও রোলে দেখা গিয়েছিল সলমনকে। এবার ভাইজানের ‘টাইগার ৩’তে মুখ দেখালেন ‘কিং খান’। এক ছবিতে দুই সুপারস্টারকে দেখতে দর্শকরাও ভরিয়ে দিচ্ছেন সিনেমাহল। টলিউডেও কি দেখা যাবে এই ট্রেন্ড?

Prosenjit Chatterjee Jeet and Dev movie

এই মুহূর্তে মূল ধারার বাণিজ্যিক ছবিতে নিজেকে ধরে রেখেছেন ‘বস’ জিৎ। অপরদিকে ‘মশালা এন্টারটেইনার’ থেকে বেরিয়ে ছক ভাঙা ছবিতে দেখা যাচ্ছে দেবকে। ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ আবার দুই ধারার সিনেমায় সমতা বজায় রেখে চলেছেন। এত তিন সুপারস্টারকে কি তাহলে এক ছবিতে দেখা যাবে না?

আরও পড়ুনঃ বংশধর পেতেই পাল্টি, দীপার সামনেই সূর্যর ছেলেকে নিয়ে ফিরল লাবণ্য! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্ন রাখা হয়েছিল জিতের সামনে। অভিনেতা বলেন, ‘কয়েকদিন আগে মুম্বই যাওয়ার বিমানে বুম্বাদার সঙ্গে দেখা হয়েছিল। কথাও হল আমাদের। উনি এমন একটা ছবির অফার দিয়েছেন। আমার কোনও সমস্যা নেই’।

আরও পড়ুনঃ ‘বাঘা যতীন’র পর মহানায়ক, সত্যজিৎ রায়ের ছবির রিমেকে উত্তম কুমার হচ্ছেন দেব!

Jeet on doing a movie with Prosenjit Chatterjee and Dev

তবে বলিউডের থেকে একটু ভিন্ন মত পোষণ করেন জিৎ। ‘চেঙ্গিজ’ অভিনেতা বলেন, ক্যামিও না, সমান্তরাল চরিররে যদি তিনজনকে হাজির করানো যায় তাহলে সেটা সবথেকে ভালো হবে। জিতের কথায়, ‘তিন জন একসঙ্গে কাজ করতে পারলে আমার তো ভীষণ ভালোলাগবে। আমার অনুমান, দর্শকরাও সেটাই চান। এখন শুধু ভালো গল্পের অপেক্ষায় রয়েছি’।

প্রসঙ্গত, এর আগে ‘দুই পৃথিবী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দেব এবং জিৎ। অন্যদিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’এ একসঙ্গে দেখা গিয়েছিল প্রসেনজিৎ এবং দেবকে। টলিপাড়ার তিন সুপারস্টার এবার কবে এক ছবিতে হাজির হন সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥