• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্য নায়িকার ঘনিষ্ঠ রাজ! গায়ে আগুন লাগানোর চেষ্টা শুভশ্রীর?

Published on:

Tollywood gossip when Subhashree Ganguly wanted to commit suicide because of Raj Chakraborty

টলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় নানান কাহিনী (Tollywood Gossip)। তার মধ্যে কিছু নেতাতই রটনা, আর কিছু জিনিস নিয়ে বছরের পর বছর ধরে চলতে থাকে আলোচনা। ২০১৬-১৭ সাল নাগাদ যেমন টলিউড উত্তাল হয়েছিল এক ত্রিকোণ সম্পর্কের সমীকরণ নিয়ে। রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) এবং মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সম্পর্কের টানাপোড়েন নিয়ে সেই সময় প্রায়ই শোনা যেত নানান গুঞ্জন।

রাজ-মিমি যে একসময় প্রেম করতেন তা কমবেশি সকলেই জানেন। তবে ‘গ্যাংস্টার’ ছবির শ্যুটিংয়ের সময় ফাটল ধরে সেই প্রেমে। শোনা যায়, এই ছবির শ্যুটিংয়ের জন্য তুরস্কে গিয়েছিলেন নায়িকা। সেখানে লাইন প্রোডিউসারের ছেলে মিলির প্রেমে পড়ে যান অভিনেত্রী! মিমি যদিও এই গুঞ্জন নস্যাৎ করে দিয়েছিলেন। তবে দেশে ফেরার পরেই ব্রেক আপ হয়ে যায় রাজের সঙ্গে।

Raj Chakraborty Subhashree Ganguly and Mimi Chakraborty

মিমির সঙ্গে সম্পর্ক ভাঙার পর টলিপাড়ার (Tollywood) আর এক সুন্দরী নায়িকা শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে দানা বাঁধতে থাকে রাজের প্রেম। শোনা যায়, সেই সময় নাকি দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও হয়েছিল। বিয়ের দিনক্ষণ, ভেন্যু, মেনু সবকিছু ঠিক হয়ে যায়। এসবের মাঝেই আচমকা ছন্দপতন! মিমির সঙ্গে ব্রেক আপের পর রাজ (Raj Chakraborty) কথা বন্ধ করে দিয়েছিলেন। তবে কিছুসময়ের মধ্যেই দু’জনের মনকষাকষি দূর হয়ে যায়। প্রেম না হলেও, দুই প্রাক্তনের মধ্যে গড়ে ওঠে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক।

আরও পড়ুনঃ ৩৫ বছর স্বামীর থেকে আলাদা, শানু-উদিতের সঙ্গে প্রেম! অলকা ইয়াগনিকের জীবন কাহিনীই যেন সিনেমা

এদিকে ইন্ডাস্ট্রিতে ‘কান ভাঙানো’র লোকের অভাব নেই! অল্প সময়ের মধ্যে সেকথা পৌঁছে যায় শুভশ্রীর কানে। শোনা যায়, হবু স্বামীর সঙ্গে তার প্রাক্তন প্রেমিকার এই ‘বন্ধুত্ব’ একেবারেই মেনে নিতে পারেননি তিনি। সম্পূর্ণ ঘটনার জেরে মিমিও নাকি ভীষণ ডিসটার্বড হয়ে পড়েন। সেই সময় এও শোনা গিয়েছিল, সোজা রাজের অফিসে গিয়ে মিমি এবং তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন শুভশ্রী। এরপর নাকি শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন পরিচালক।

Raj Chakraborty and Subhashree Ganguly breakup

এমনকি নায়িকার পরিবারের তরফ থেকে রাজের ‘স্বরূপ’ খোলার জন্য বেশ কিছু সাংবাদিকের কাছে ফোন গিয়েছিল বলেও শোনা যায়। এসবের মাঝেই রটে যায়, সম্পর্কের এই টানাপোড়েনের কারণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করেছেন মিমি। যে কারণে হাসপাতালে ভর্তি করতে হয় নায়িকাকে। অন্যদিকে আবার গুঞ্জন শোনা যেতে থাকে, হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটে গায়ে আগুন লাগিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছেন শুভশ্রী।

আরও পড়ুনঃ বয়সকালে দেখার কেউ নেই! স্ত্রীকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছেন টলি সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তী

সম্পূর্ণ ঘটনা সামনে আসার পর তিনজনেই দাবি করেছিলেন এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই, সব মিথ্যে! পাশাপাশি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ। অন্যদিকে মিমি-শুভশ্রীও এই খবরের সত্যতা তখন মানেননি। আজ দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেলেও মাঝেমধ্যেই এই নিয়ে ফিসফাস শোনা যায়। তবে অতীত ভুলে রাজ-শুভশ্রী, মিমি তিনজনেই নিজেদের মতো করে নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন। এভাবেই তাঁরা সুখে থাকুক, এটাই কামনা ভক্তদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥