• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩৫ বছর স্বামীর থেকে আলাদা, শানু-উদিতের সঙ্গে প্রেম! অলকা ইয়াগনিকের জীবন কাহিনীই যেন সিনেমা

Published on:

Alka Yagnik love life husband Neeraj Kapoor link up rumours with Udit Narayan Kumar Sanu

অলকা ইয়াগনিকের (Alka Yagnik) নাম শোনেননি এমন মানুষ এদেশে খুঁজে পাওয়া কঠিন। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন তিনি। ১৬টি ভাষায় প্রায় ২০০০ গান গেয়েছেন এই গায়িকা। কলকাতার এই মেয়ের কর্মজীবন নিয়ে বিস্তর আলোচনা হলেও ব্যক্তিগত জীবন (Alka Yagnik Love Life) বরাবর থেকেছে পর্দার আড়ালে। সেই বিষয়েই আজ তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১৯৮০ সালে ‘পায়েল কি ঝঙ্কার’ ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন অলকা। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। অল্প সময়ের মধ্যেই কিংবদন্তি লতা মঙ্গেশকর-আশা ভোঁসলের সঙ্গে প্রতিযোগিতা শুরু হয় তাঁর। উদিত নারায়ণ (Udit Narayan) এবং কুমার শানুর (Kumar Sanu) সঙ্গে জুটি বেঁধে একাধিক আইকনিক গান উপহার দিয়েছেন শ্রোতাদের। এমনকি বহুবার এই দুই গায়কের সঙ্গে অলকার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে। তবে গায়িকার হৃদয় জুড়ে বিরাজ করেছেন শুধুমাত্র নীরজ।

Alka Yagnik Udit Narayan, Alka Yagnik Kumar Sanu

১৯৮৯ সালে শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে (Neeraj Kapoor) বিয়ে করেন অলকা। কাজের খাতিরে অবশ্য বৈবাহিক জীবনের বেশিরভাগ সময়টা আলাদা থেকেছেন দু’জনে। কর্মসূত্রে বছরের অধিকাংশ সময় অলকা মুম্বইয়ে থাকেন, অপরদিকে নীরজের ঠিকানা শিলং। এমন অবস্থায় বেশিরভাগ সম্পর্কের পরিণতি হয় বিচ্ছেদ। তবে অলকা-নীরজ ব্যতিক্রম। দূরত্ব এলেও একে অপরের হাত কখনও ছাড়েননি তাঁরা।

আরও পড়ুনঃ সৌজন্যবোধ নেই, সামনেই পা তুলে দেয়! নতুন প্রজন্মের তারকাদের ব্যবহার নিয়ে বিস্ফোরক শঙ্কর চক্রবর্তী

অলকা-নীরজের প্রথম দেখাটাও বেশ ফিল্মিভাবে হয়েছিল। একবার মায়ের সঙ্গে দিল্লি গিয়েছিলেন অলকা। স্টেশনে তাঁদের নিতে এসেছিলেন নীরজ। অলকার মায়ের এক বন্ধুর আত্মীয় ছিলেন নীরজ। আগে থেকে না চিনলেও প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করে ফেলেন দু’জনে। এরপর আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর প্রেম। ব্যবসার কাজে মুম্বই এলে অলকার সঙ্গে দেখা করতেন নীরজ। গায়িকা তখন কেরিয়ারের শীর্ষে তাই তাঁর পক্ষে মুম্বই ছেড়ে শিলং গিয়ে থাকা সম্ভব ছিল না। একইরকমভাবে নীরজের পক্ষেও নিজের ব্যবসা ছেড়ে মুম্বইয়ে আসা অসম্ভব ছিল।

Alka Yagnik husband Neeraj Kapoor

শোনা যায়, অলকা-নীরজ যখন নিজেদের সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছিলেন তখন দুই বাড়ির তরফ থেকে আপত্তি এসেছিল। আশঙ্কা করা হয়েছিল, এই সম্পর্কের কোনও ভবিষ্যৎ নেই। তা সত্ত্বেও একে অপরের হাত ছাড়েননি তাঁরা। একবার এক সাক্ষাৎকারে অলকা বলেছিলেন, ‘আমি অন্য কোনও পুরুষের প্রতি আকৃষ্ট হইনি তা নয়। কিন্তু আমার শিক্ষা এবং নীতি আলাদা ধরণের। আমি স্রোতে ভেসে না গিয়ে বারবার ভেবেছি আমি শুধু নীরজকে ভালোবাসি। এই ভালোবাসা এবং বিশ্বাসের জোরেই আমাদের সম্পর্ক চলছে’।

আরও পড়ুনঃ পর্দার সুপারহিট জুটি হয়েও কেন বিয়ে করেননি উত্তম-সুচিত্রা? এতদিনে ফাঁস হল আসল রহস্য

Alka Yagnik husband Neeraj Kapoor

অলকার সঙ্গে থাকবেন বলে নীরজ মুম্বইয়ে এসে ব্যবসা করার চেষ্টা করেছিলেন। তবে বারবার ঠকতে হয়েছে তাঁকে। অলকার কথায়, ‘আমার জন্য ও বারবার প্রতারণার শিকার হোক আমি চাইনি। সেই জন্য আমি ওকে শিলংয়ে থাকার পরামর্শ দিয়েছি’। প্রায় সাড়ে তিন দশকের বৈবাহিক জীবনে প্রচুর ওঠাপড়ার সম্মুখীনও হয়েছেন অলকা-নীরজ। প্রায় পাঁচ বছর একে অপরের থেকে আলাদা ছিলেন দু’জনে। পরে অবশ্য কথা বলে ফের এক হন তাঁরা। এখন যেমন নীরজ মাঝেমধ্যে অলকার কাছে এসে থাকেন, তেমনই গায়িকাও সময় পেলে চলে যান শিলং। এভাবেই দিব্যি চলছে তাঁদের বৈবাহিক জীবন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥