• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়সকালে দেখার কেউ নেই! স্ত্রীকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছেন টলি সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তী

নব্বই দশকের টলিউডের সুপারস্টারদের মধ্যে অন্যতম চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। একসময় প্রচুর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদের। পরবর্তীকালে রাজনীতিতে এসেও নিজেকে প্রমান করেন। তবে এত সাফল্যের পরেও খুশি নন অভিনেতা। মেয়ের থেকে দূরে থাকার আক্ষেপ স্পষ্ট তাঁর চোখে মুখে। কিন্তু কেন মেয়ের থেকে দূরে থাকেন চিরঞ্জিত?

বিখ্যাত কার্টুনিস্ট শৈল চক্রবর্তীর সোনাটা চিরঞ্জিত চক্রবর্তী। সত্যজিৎ রায়ের প্রথম ছাপা গল্প ‘বর্ণান্ধ’ এর ছবি এঁকেছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ল্যাবরোটারী’র ইলাস্ট্রেশনও করেছেন। এমনকি চিরঞ্জিত নিজেও যুক্ত ছিলেন দেশ পত্রিকার সাথে। মাঝে কাজ করেছিলেন দূরদর্শনে সংবাদ পাঠকের কাজও করেছিলেন অভিনেতা।

   

Chiranjeet Chakraborty

চিরঞ্জিত চক্রবর্তীর স্ত্রী ও মেয়ে (Chiranjeet Chakrabory Wife and Daughter)

সুপারস্টার অভিনেতা বিয়ে করেন রত্নাবলী চক্রবর্তীকে। তাদের একটি মেয়েও রয়েছে, যার নাম দীপাবলি চক্রবর্তী (Deepabali Chakraborty)। তবে তারকা সন্তান হলেও যখনই লাইমলাইটে আসেননি তিনি। অভিনয়ের সাথেও কোনো সম্পর্ক নেই চিরঞ্জিত কন্যার।

ছোটবেলায় গোখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন দীপাবলি। এরপর ব্যাঙ্গালোরের কলেজ থেকে মাইক্রোবায়োলজি নিয়ে M.Sc করেছেন তিনি। তারপর  ২০০৮ সালে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আকাশ আগারওয়ালকে বিয়ে করে আমেরিকায় চলে যান তিনি।

Chiranjeet Chakraborty's Family with Wife Daughter and Son in Law

আমেরিকায় গিয়ে হিউস্টন হেলথ সাইন্স সেন্টার থেকে ডক্টরেট হয়েছেন দীপাবলি। বর্তমানে দীপাবলি পোস্ট ডক্টরাল রিসার্চর হিসাবে ইউটিএমডি ক্যান্সার সেন্টারে কাজ করছেন। আরও জানা যাচ্ছে দীপাবলি ও আকাশের এক কন্যাও রয়েছে। দুর্গাপুজোর সময় তারা সপরিবারে কলকাতা চলে আসে। এদিকে কাজের ফাঁকে মেয়ে ও নাতনিকে দেখার জন্য বিদেশে পাড়ি দেন চিরঞ্জিত।

site