• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডে পা রেখেই বদলেছে স্বভাব-চরিত্র! ফাঁস হল জিতু-নবনীতার বিচ্ছেদের আসল কারণ

Reason for Nabanita Das And Jeetu Kamal`s Divorce : গত দু’দিন ধরে টলিপাড়া (Tollywood) তোলপাড় জিতু কমল (Jeetu Kamal) এবং স্ত্রী নবনীতা দাসের (Nabanita Das) বিচ্ছেদ নিয়ে। বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম সুখী দম্পতি হিসেবে তাঁদের গণ্য করতো অনুরাগীরা। কিন্তু সেই জিতু-নবনীতার সংসারেই নাকি ভাঙন (Divorce) ধরেছে। গত ৩ মাস ধরে আলাদা থাকছেন তাঁরা, শীঘ্রই নাকি ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন। এমতাবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন ঘুরছে, কোন কারণের (Reason) জন্য ডিভোর্স নিচ্ছেন তাঁরা?

সম্প্রতি নবনীতা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। অভিনেত্রী জানান, তিনি এবং জিতু একসঙ্গে ভালো থাকছিলেন না। বন্ধুত্ব, প্রেম, বিয়ে- সবকিছু নিয়ে তৈরি এক বর্ণময় অধ্যায়ে ইতি পড়তে চলেছে বিচ্ছেদের মাধ্যমে। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় নবনীতার সেই পোস্ট। সেই সঙ্গেই একটাই প্রশ্ন বারবার আসতে থাকে, কেন বিচ্ছেদ হচ্ছে তাঁদের?

   

Femous celebrity couple Jeetu Kamal and Nabanita Das Divorce post, Jeetu Kamal and Nabanita Das Divorce reason

নবনীতা বিচ্ছেদ প্রসঙ্গে এক নামী সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন। অভিনেত্রী জানান, গত ৩ মাস ধরে তাঁরা আলাদা থাকছিলেন। এর মধ্যে মাঝে একসঙ্গে লন্ডন গিয়েছিলেন তাঁরা। তবে অভিনেত্রীর কথায়, এই সফর আগে থেকেই পরিকল্পিত ছিল। যেহেতু এটি তাঁর প্রথম বিদেশ সফর ছিল, সেই জন্য তিনি ভেবেছিলেন টিকিট বাতিল করলে সমস্যা দেখা দিতে পারে। তাই লন্ডন সফর বাতিল করেননি তাঁরা।

জিতু-নবনীতার বিচ্ছেদের কারণ হিসেবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে, জিতু টলিউডে পা রাখার পর থেকেই নাকি দু’জনের সম্পর্কে সমস্যা দেখা দিতে শুরু করে। ‘অপরাজিত’ হিট হওয়ার পর থেকে চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে জিতুর ডিম্যান্ড তুঙ্গে। অভিনেতা কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে স্ত্রীকে সময়ই দিতে পারছিলেন না।

আরও পড়ুনঃ ছুঁয়েও দেখেন না মাছ-মাংস! কোটিপতি হয়েও ১০০% নিরামিষভোজী এই ১০ বলি তারকা

Jeetu Kamal and Nabanita Das, Jeetu Kamal and Nabanita Das divorce, Jeetu Kamal and Nabanita Das divorce reason

আরও পড়ুনঃ ‘শুরুতেও আগলেছি, আগেও আগলাবো’, বিচ্ছেদ জল্পনা উড়িয়ে বউ’কে আগলে রাখার প্রতিশ্রুতি জীতুর!

নবনীতা সপ্তাহ দুয়েক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, জিতুর সঙ্গে কোনও কিছু আলোচনা করার সময়টুকুও তিনি পাচ্ছেন না। স্বামী এতটাই ব্যস্ত যে স্ত্রী হয়ে তাঁর ডেট পাচ্ছেন না তিনি! এই কারণেই কি তাহলে ডিভোর্সের পথে হাঁটছেন তারকাজুটি? জিতু যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের ‘বাচ্চা বউ’কে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

নবনীতা একাধিক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেও জিতু এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিব ঠাকুরের একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘সব জিনিস ব্যক্তিগত রাখার চেষ্টা করুন। ঘুরতে গেলে কাউকে কিছু বলবেন না। সঙ্গী পেলে চুপ থাকুন। আনন্দে থাকলেও মুখ বন্ধ রাখুন। কারণ ভালো জিনিস যদি বেশি জানাজানি হয় যায় তাহলে সেটা নষ্ট হয়ে যায়’।