• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শুরুতেও আগলেছি, আগেও আগলাবো’, বিচ্ছেদ জল্পনা উড়িয়ে বউ’কে আগলে রাখার প্রতিশ্রুতি জীতুর!

বৃহস্পতিবার সকালে আচমকাই জিতু কমল এবং নবনীতা দাসের (Jeetu Kamal & Nabanita Das) দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ফেসবুক পোস্টে স্বামী জিতু  কমলের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছিলেন নবনীতা। দাম্পত্য জীবনে চীড় ধরার কথা নবনীতা জানালেও প্রথমদিকে বেশ খানিকক্ষণ চুপ ছিলেন অভিনেতা জিতু কমল।

যদিও নীরবতা ভেঙে গতকালই  সোশ্যাল মিডিয়ার পাতায় জবাব দিয়েছিলেন তিনিও। প্রসঙ্গত স্টার জলসার  জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ মা তারার চরিত্রে অভিনয় করেছিলেন নবনীতা। সেই সিরিয়ালে তাঁর মেকাপের সাজসজ্জার ছবি দিয়ে পুরনো একটি পোস্ট শেয়ার করে জিতু কমল এদিন ফেসবুকে লিখেছিলেন ‘তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো। আগামীতে তাই করবো। বাচ্চা বউ।’

   
Femous celebrity couple Jeetu Kamal and Nabanita Das separation update:

একদিকে নবনিতার পোস্ট পড়ে সবাই যখন ভেবেই বসে আছেন তাঁদের বিচ্ছেদ নিশ্চিত ঠিক তখনই জিতু কমলের পোস্ট  থেকে মিললো অন্য ইঙ্গিত। সব মিলিয়ে ভক্তদের সংশয় এখন গিয়েছে দ্বিগুণ বেড়ে। কারণ একদিকে নবনীতার পোস্টে  যখন বিচ্ছেদের সুর, অন্য দিকে তখন প্রকাশ্যেই নিজের বাচ্চা বউকে আগলে রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন জিতু।

তাই এই তারকা জুটির ভক্তদের একটা বড় অংশ এই আশায় বুক বাঁধছেন যে এটা নিছক তাঁদের স্বামী-স্ত্রীর মান অভিমানের পালা। তাই সবাই  খুব আশা করে রয়েছেন খুব তাড়াতাড়ি তাঁদের মধ্যে মনোমালিন্য দূর হয়ে যাবে এবং তারা আবার আগের মতো একসাথে থাকবেন। তাই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে অনুরাগীদের মন্তব্যের বন্যা। এমনই একজন অনুরাগী লিখেছেন ‘সব ঠিক হয়ে যাক এইটুকুই চাই’।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,Jeetu Kamal,প্রতিক্রিয়া,Reaction,নবনীতা দাস,Nabanita Das,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Breakup,সোশ্যাল মিডিয়া,Social Media,জিতু কমল

প্রসঙ্গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে জিতুর উদ্দেশ্যে খোলা চিঠিতে নবনীতা লিখেছিলেন ‘টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা। একজনের জন্য বানানো গ্রীন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা। টাওয়াল শেয়ার হবেনা, সান স্ক্রিন ভাগাভাগি হবেনা। কিছুই আর একসাথে হবেনা। ‘তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো।’

Femous celebrity couple Jeetu Kamal and Nabanita Das separation update:

মনের কষ্ট চেপে রেখেই সেইসাথে অভিনেত্রীর যার সংযোজন ‘গ্যাস বুকিং থেকে মেডিক্লেইম পে সবটাই শিখিয়ে দিয়েছো। লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো। তাও নিজে একটু চেষ্টা করলাম।তবুও এটাই শ্রেয়,কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক। ভালো থাকো জীতু কমল’।