• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছুঁয়েও দেখেন না মাছ-মাংস! কোটিপতি হয়েও ১০০% নিরামিষভোজী এই ১০ বলি তারকা

বলিউড (Bollywood) তারকাদের নিয়ে অনুরাগী দের কৌতুহল রয়েছে বরাবরই। তাই তাঁদের লাইফ স্টাইল থেকে শুরু করে ডায়েট চার্ট সবকিছু নিয়েই আগ্রহ রয়েছে অধিকাংশ ভক্তদের। তাই  সেলেব্রেটিরা নিয়মিত কি ধরনের খাবার খেয়ে নিজেদের গ্ল্যামার কিংবা ফিটনেস ধরে রেখেছেন তা জানতে আগ্রহী সকলেই। জানলে অবাক হবেন শুধু মাত্র খাঁটি নিরামিষ খাবার খেয়েই দারুন ফিট থাকেন বলিউড সেলেবরা। এদের মধ্যে কেউ আছেন যারা স্বাস্থ্যের কথা ভেবে নিরামিষাশী (Vegetarian) আবার কেউ পশু প্রেমের জন্য আমিষ খাওয়া ছেড়েছেন। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে সেই সমস্ত বলিউড সেলিব্রিটিদের এটি তালিকা।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): বলিউড সেলেবদের এই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউডের  শাহেনশা অর্থাৎ অমিতাভ বচ্চন। বয়স ৮০ পেরোলেও বয়সের ভারকে তুড়ি মেরে উড়িয়ে এই বয়সেও তার দারুন ফিট বিগবি। একবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অভিনেতা নিজেই জানিয়েছিলেন তিনি নাকি আমিষ জাতীয় খাবার স্পর্শ পর্যন্ত করেন না। অভিনেতার খাদ্য তালিকা থেকে বাদ মিষ্টি জাতীয় খাবার।

   

Amitabh Bachchan, Amitabh Bachchan disease

সোনাম কাপুর (Sonam Kapoor): নিরামিষাশী বলিউড সেলিব্রেটিদের এই তালিকায় রয়েছেন বলিউড ডিভা  সোনাম কাপুর। পোশপ্রেমের কারণেই নাকি আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। পশুদের প্রতি তাঁর ভালোবাসা এবং পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনি যেভাবে বারবার সোচ্চার হয়েছেন তার জন্য ২০১৮ সালে তিনি PETA-র থেকে পুরস্কার পেয়েছিলেন।

বলিউডBo,llywood,নিরামিষভোজী,Vegetarian,সেলেব্রেটি,Celebrity,অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,সোনাম কাপুর,Sonam Kapoor,শ্রদ্ধা কাপুর,Shradha Kapoor,ভূমি পেডনেকর,Bhumi Pednekar,অক্ষয় কুমার,Akshay Kumar,রীতেশ দেশমুখ,Ritesh Deshmukh,জন আব্রাহাম,John Abraham,বিদ্যুৎ জামাল,Vidyut Jamal,আর মাধাবন,R Madhaban,কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut

শ্রদ্ধা কাপুর (Shradha Kapoor): একইভাবেই এই তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরেরও।  জানা যায় ৪ বছর আগেই নিরামিষভোজী  হয়েছেন শ্রদ্ধা। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন খাদ্য তালিকা থেকে আমিষ জাতীয় খাবার বাদ দেওয়ার তাঁর ফিটনেস নাকি আগের থেকে অনেক বেশি বেড়েছে।

বলিউডBo,llywood,নিরামিষভোজী,Vegetarian,সেলেব্রেটি,Celebrity,অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,সোনাম কাপুর,Sonam Kapoor,শ্রদ্ধা কাপুর,Shradha Kapoor,ভূমি পেডনেকর,Bhumi Pednekar,অক্ষয় কুমার,Akshay Kumar,রীতেশ দেশমুখ,Ritesh Deshmukh,জন আব্রাহাম,John Abraham,বিদ্যুৎ জামাল,Vidyut Jamal,আর মাধাবন,R Madhaban,কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut

ভূমি পেডনেকর (Bhumi Pednekar): তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। এই অভিনেত্রী দ্রুত ওজন কমানোর জন্য নিজেকে আমিষ খাবার থেকে একেবারেই সরিয়ে আনেন।  জানা যাচ্ছে, ২০২০ সালের লকডাউন থেকেই নাকি তিনি নিরামিষ খাচ্ছেন। আর নিরামিষ খাবার নাকি অভিনেত্রীকে তাঁর ওজন কম রাখতে অনেক বেশি সাহায্য করেছে

Bhumi Pednekar

 অক্ষয় কুমার (Akshay Kumar): বলিউড তারকাদের এই তালিকায় পিছিয়ে নেই বলিউড অভিনেতারাও। বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের ফিটনেস  নিয়ে নতুন করে কিছু বলার নেই। ফিটনেস ফ্রিক অক্ষয় কুমার বরাবরই স্বাস্থ্য সচেতন।  ২০১৭ সাল থেকেই তিনি নিরামিষাসী। ২০২১ সালে তিনি PETA থেকে ‘সবথেকে সুন্দর নিরামিষভোজী’ সেলিব্রেটির খেতাব পেয়েছিলেন।

Akshay Kumar, Akshay Kumar clothing brand, Akshay Kumar business, Akshay Kumar Forxe IX

রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh): বলিউডের জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখও তিন বছর আগেই আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন।  তাঁর স্ত্রী জেনালিয়া ডিসুজাও  এখন  নিরামিষভোজী হয়ে গিয়েছেন। বর্তমানে তারা ‘ইমাজিন মিট’ নামে একটি উদ্ভিজ্জ খাবার প্রস্তুতকারী সংস্থার সাথে যুক্ত।

Ritesh Deshmukh Genelia

জন আব্রাহাম (John Abraham):  শুধু নিরামিষ খাবার খেয়েই নিজেকে দারুন ফিট রেখেছেন বলিউডের হ্যান্ডসাম হিরো জন আব্রাহাম।  জানা যায় পশু প্রেমের কারণেই তিনি নাকি নিরামিষ খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

John Abraham, Kanjoos Bollywood stars

বিদ্যুৎ জামাল (Vidyut Jamal): এক্ষেত্রে বাকি বলিউড তারকাদের থেকে অনেকটাই এগিয়ে বিদ্যুৎ জামাল।  জানা যায় মাত্র ১৪ বছর বয়স থেকেই নাকি নিরামিষ খাওয়া শুরু করেছিলেন বিদ্যুৎ। তিনি মনে করেন মটন কিংবা চিকেন খাওয়ার থেকে নিরামিষ খাবার অনেক বেশি স্বাস্থ্যকর।  ২০১৩ সালে পেটার তরফ থেকে তাঁকে ভারতের সব থেকে হটেস্ট নিরামিষভোজি সেলিব্রেটির খেতাব দেয়া হয়েছিল।

বলিউডBo,llywood,নিরামিষভোজী,Vegetarian,সেলেব্রেটি,Celebrity,অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,সোনাম কাপুর,Sonam Kapoor,শ্রদ্ধা কাপুর,Shradha Kapoor,ভূমি পেডনেকর,Bhumi Pednekar,অক্ষয় কুমার,Akshay Kumar,রীতেশ দেশমুখ,Ritesh Deshmukh,জন আব্রাহাম,John Abraham,বিদ্যুৎ জামাল,Vidyut Jamal,আর মাধাবন,R Madhaban,কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut

আর মাধাবন (R Madhaban): তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা আর মাধাবানও।  তিনিও একজন নিরামিষভোজী অভিনেতা। একবার এক সাক্ষাৎকারে মাধাবন বলেছিলেন ‘কশাইখানার ভিতরে যা হয় সেটা যদি আপনি দেখেন, তাহলে আপনিও পশুর মাংসের প্রতি লোভ হারিয়ে ফেলবেন’।

R Madhavan

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut): তালিকায় রয়েছেন বলিউড কুইন কঙ্গনা রানায়াত। আদতে রাজপুত পরিবারের মেয়ে কঙ্গনা শুরু থেকে নিরামিষ খাবারে অভ্যস্ত ছিলেন।

Kangana Ranaut, Kangana Ranaut domestic violence

পরবর্তীতে  অভিনয়ের জন্য মুম্বাইতে আসার পরেও তিনি নাকি আমিষ খাবার ছুঁয়ে দেখেননি। এই বিশেষ কারণে ২০১৩ সালে তাকেও PETA-র তরফে হটেস্ট নিরামিষ সেলিব্রেটির খেতাব দেওয়া হয়েছিল।