• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই মা-বাবা হলেন গৌরব-ঋদ্ধিমা, ছেলে না মেয়ে? শুভেচ্ছায় ভরালো নেটপাড়া

Published on:

Riddhima Ghosh Gourab Chakraborty became parents Shared good news on social media

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) ‘পাওয়ার কাপল’দের মধ্য়ে অন্যতম হলেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) এবং ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। স্বামী-স্ত্রী দু’জনেই ইন্ডাস্ট্রির নাম করা তারকা। চলতি বছরের নববর্ষের দিনই তাঁরা জানিয়েছিলেন, শীঘ্রই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সেদিন থেকেই চক্রবর্তী পরিবারের অন্দরে বইছিল খুশির হাওয়া। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এল গৌরব-ঋদ্ধিমার সন্তান (Child)।

এর আগে গর্ভাবস্থার প্রত্যেকটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করেছেন ঋদ্ধিমা। স্ত্রীকে পূর্ণ সঙ্গ দিয়েছিলেন সব্যসাচী-পুত্র গৌরব। সন্তানের মুখ দেখার জন্য আর অপেক্ষা করতে পারছিলেন না তারকাজুটি। অবশেষে চলে এল সেই শুভক্ষণ। গৌরব-ঋদ্ধিমার কোল আলো করে চলে এল তাঁদের প্রথম সন্তান।

Gaurav Chakraborty and Ridhima Ghosh, Gaurav Chakraborty and Ridhima Ghosh child

হাসপাতার মারফৎ জানা গিয়েছে, ঋদ্ধিমা এবং সদ্যোজাত দু’জনেই ভালো আছেন। ডেলিভারের পরেই গৌরব-ঋদ্ধিমার পরিবার হাসপাতালে পৌঁছে গিয়েছিল। মা এবং সন্তানের যাতে কোনও প্রকার অসুবিধা না হয় তার খেয়াল রেখেছিল চক্রবর্তী ও ঘোষ পরিবারের সদস্য এবং হাসপাতাল কর্তৃপক্ষ। জানিয়ে দিই, পুত্র সন্তানের মা হয়েছেন গৌরব-পত্নী ঋদ্ধিমা।

আরও পড়ুনঃ মা কালীর চরিত্রে অসাধারণ অভিনয়, বারেবারে দর্শকদের মন জিতে নিয়েছেন এই ৪ অভিনেত্রী

গতকালও গৌরব বলেছিলেন, তিনি আর খুদের মুখ দেখার জন্য অপেক্ষা করতে পারছেন না। সন্তানকে দেখার জন্য তাঁর মন ছটফট করছে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। এবার পুরো মন দিয়ে বাবার দায়িত্ব দেওয়ার পালা। আর এই দায়িত্বে পালনে গৌরবের পাশে রয়েছে তাঁর পরিবারের সদস্যরা। বিশেষত, গৌরবের মা মিঠু চক্রবর্তীর আনন্দ ধরছে না।

আরও পড়ুনঃ বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা! বেবিবাম্পের ছবি শেয়ার করে চমকে দিলেন ‘আলতা ফড়িং’ অভিনেত্রী

Gaurav Chakraborty and Ridhima Ghosh, Gaurav Chakraborty and Ridhima Ghosh child

এতদিন সব্যসাচী-মিঠুর একটি নাতনি ছিল। অর্জুনের কন্যার পর এবার গৌরবের ছেলেও চলে এল। এবার দুই নাতি-নাতনিকে নিয়েই সময় কেটে যাবে সব্যসাচী-মিঠুর। সব মিলিয়ে চক্রবর্তী পরিবারের সদস্যরা এখন খুশির জোয়ারে ভাসছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ঋদ্ধিমার সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বাবা এবং শ্বশুরমশাইয়ের হাতে সাধ খেয়েছিলেন তিনি। এবার বড়দের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ঋদ্ধিমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥