• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা! বেবিবাম্পের ছবি শেয়ার করে চমকে দিলেন ‘আলতা ফড়িং’ অভিনেত্রী

Published on:

Bengali serial Aalta Phoring actress shared a photo with baby bump

স্টার জলসার (Star Jalsha) ‘আলতা ফড়িং’ (Aalta Phoring) ধারাবাহিকটি শেষ হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেল। তবে এখনও দর্শকরা মাঝেমধ্যে সেই সিরিয়ালটিকে (Bengali Serial) মিস করেন। জিমন্যাস্টিক্স নিয়ে শুরু হওয়া এই ভিন্ন স্বাদের ধারাবাহিক খুব কম সময়ের মধ্যেই স্থান করে নিয়েছিল দর্শকমনে। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং খেয়ালী মণ্ডল। সেই সঙ্গেই পার্শ্বচরিত্রে নজর কেড়েছিলেন বাংলা টেলি দুনিয়ার আরও বহু জনপ্রিয় তারকা।

বাংলা টেলিভিশনের নামকরা অভিনেত্রী মিষ্টি সিংও (Misty Singh) অভিনয় করেছিলেন ‘আলতা ফড়িং’এ। নায়কের বড় বৌদি অমৃতার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কয়েকমাস আগে সেই মিষ্টিই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিন প্রেম করার পর প্রেমিক রেমোর সঙ্গে সাত পাকে বাঁধা (Marriage) পড়েন অভিনেত্রী। শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর।

Misty Singh and Remo Das, Misty Singh marriage

রেমো-মিষ্টির বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন বাংলা সিরিয়ালের দুনিয়ার একাধিক জনপ্রিয় তারকা। নীল ভট্টাচার্য-তৃণা সাহা থেকে শুরু করে, দেবচন্দ্রিমা সিংহ রায়, রেজওয়ান রব্বানি শেখ- একাধিক টেলি তারকা পৌঁছে গিয়েছিলেন নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে। সেই রাজকীয় বিয়ের ৪ মাসের মাথাতেই খবর এল মা (Pregnant) হতে চলেছেন মিষ্টি!

আরও পড়ুনঃ জামাইবাবুর দিকে কুনজর দিয়ে জুটেছে গালমন্দ! রইল বাংলা সিরিয়ালের ৫ ‘বেহায়া’ বোনের তালিকা

Misty Singh, Misty Singh wedding, Misty Singh Remo Das wedding

আরও পড়ুনঃ ‘আমায় নিতে বড় বাজেট লাগে’! স্টার জলসার নতুন সিরিয়ালে কত পারিশ্রমিক নিচ্ছেন অপরাজিতা?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্প (Baby Bump) সহ একটি ছবি শেয়ার করে চমকে দেন ‘আলতা ফড়িং’র অমৃতা। সেই ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের একটি সালোয়ার-স্যুট পরে দাঁড়িয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। তবে সত্যিই কি বিয়ের ৪ মাসের মাথায় মা হতে চলেছেন মিষ্টি?

 

View this post on Instagram

 

A post shared by Misty Singh (@mistysingh)

আসলে খবরটা আংশিক সত্য। মিষ্টি মা হতে চলেছেন একথা সত্যি। তবে রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে। শীঘ্রই স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’এ এন্ট্রি নিতে চলেছেন তিনি। সেখানে ‘সুহানা’ নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিষ্টিকে।

এর আগে সম্পূর্ণা লাহিড়ীকে এই চরিত্রে দেখেছেন দর্শকরা। এবার সেই জুতোতেই পা গলালেন মিষ্টি। নীল-তিয়াশা অভিনীত এই সিরিয়ালেই অন্তঃসত্ত্বার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। আপাতত ‘সুহানা’ বেশে মিষ্টিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥