• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুখময় হয়নি দাম্পত্য! ২০২৩ এ বিচ্ছেদের পথে হেঁটেছেন এই ৫ টলি তারকারা

Published on:

Tollywood Celebrities Who Broke Up in 2023

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিনোদন জগতের তারকাদের (Celebrities) একাধিক প্রেম হামেশাই দেখা যায়। সম্পর্কের পরিণতি দিয়ে বিয়েও করেন অনেকেই। কিন্তু  দাম্পত্য শুরুর কিছু সময় পর মনোমালিন্য শুরু হয়। যার ফল স্বরূপ ভেঙে যায় বিয়ে, ডিভোর্সের (Divorce) পথে হাঁটেন সেলেব দম্পতিরা। প্রিয় তারকাদের এই বিচ্ছেদ সত্যিই মন ভেঙে দেয় ভক্তদের। আজকের প্রতিবেদনে ২০২৩ সালে যে সমস্ত টেলি তারকাদের বিচ্ছেদ হয়েছে তাদের তালিকে তুলে ধরা হল।

জীতু কমল ও নবনীতা দাস (Jeetu Kamal and Nabanita Das) : ২০১৯ সালের মে মাসে বিয়ের পিঁড়িতে বসেন জিতু ও নবনীতা। দুজনকে দেখলে একটাই কথা মাথায় আসত মেড ফর ইচ আদার। কিন্তু বিয়ের চার বছর পেরিয়ে আচমকাই জানা যায় আলাদা হতে চাইছেন অভিনেত্রী নবনীতা। এই খবর প্রকাশ্যে আসার পর শুরুতে বিশ্বাসই করতে পারেননি অনেকে। অবশ্য বিচ্ছেদের ঘোষণার হওয়ার পরেও বহুবার একসাথে দেখা মিলেছে জীতু-নবনীতার।

Nabanita Das says her ex husband Jeetu Kamal might have blocked her from all social media

শোভন গাঙ্গুলী ও স্বস্তিকা দত্ত (Shovon Ganguly and Swastika Dutta) : অতীতে বিখ্যাত গায়িকা ইমন চক্রবর্তীর সাথে প্রেমের ফলে শোভন সকলের কাছেই বেশ পরিচিত। ইমনের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার কিছুমাস পরেই স্বস্তিকার সাথে ঘনিষ্টতা বাড়তে শুরু করে। কিন্তু এই সম্পর্ক বেশিদিন টেকেনি, কয়েকমাস পরেই ব্রেকআপ। এরপর সোহিনী সরকারের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন শোভন।

আরও পড়ুনঃ গাঁটছড়ার পার্শ্ব চরিত্র থেকে নতুন সিরিয়ালের নায়িকা, দুর্দান্ত কামব্যাক করছেন ‘গঙ্গা’ অভিনেত্রী কথা

সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু (Sohini Sarkar and Ronojoy Bishnu) : ২০২৩ এর শুরুতে রণজয় বিষ্ণুর সাথে সম্পর্কে থাকলেও বছরের মাঝেই শোনা যায় তাঁদের মাঝে বিচ্ছেদ। ঘটেছে। শুরুতে এই প্রসঙ্গে কিছু না বলতে চাইলেও পরবর্তীকালে ব্রেকআপের কথা স্বীকার করে নেন দুজনেই। এরপর শেষ দিকে এই গায়িকা ইমনের প্রাক্তন শোভনের সাথে সম্পর্কে জড়িয়েছেন সোহিনী।

Ranojoy Bishnu opens up about relationship rumour with Shyamoupti Mudly and ex girlfriend Sohini Sarkar

রণিতা দাস ও সৌপ্তিক চক্রবর্তী (Ranita Das and Souptik Chakraborty) : ‘ধন্যি মেয়ে’ সিরিয়ালে কাজ করার সময়েই প্রথম আলাপ সৌপ্তিক ও রণিতার। এরপর দীর্ঘদিন ঘরে প্রেম করছিলেন দুজনে। মুম্বাইতে গিয়ে একটি প্রযোজনা সংস্থাও খুলেছিলেন দুজনে। ভক্তদের আশা ছিল শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। কিন্তু বিয়ে অবধি এগোয়নি সম্পর্ক, এবছরেই পথ আলাদা হয়েছে সৌপ্তিক-রণিতার।

আরও পড়ুনঃ ফ্লপ হয়েছে একেরপর এক মেগা সিরিয়াল, চ্যানেলের বাতিলের খাতায় জনপ্রিয় এই টেলি অভিনেত্রী!

Bahamoni actress Ranita Das opens up about her breakup rumour with Souptik Chakraborty

পরী মণি ও শরিফুল রাজ (Pori Moni and Shariful Razz) : তিনবার বিয়ে ভেঙে যাওয়ার পর চতুর্থবার শরিফুলের সাথে বিয়ের পিঁড়িতে বসেন বাংলদেশী অভিনেত্রী পরী মণি। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তানও হয়। কিন্তু আচমকাই তুমুল বিতর্ক সৃষ্টি হয় যখন যায় যায় শরিফুলকে ডিভোর্স দিচ্ছেন পরী মণি। বিচ্ছেদ পত্রে জানা যায়, সম্পর্কে খুশি ছিলেন না অভিনেত্রী। এছাড়াও তাদের মতের মিল হত না ও মানসিক অশান্তি বাড়ছিল। এই সমস্ত কারণে চতুর্থ বিয়ের থেকেও বিচ্ছেদ নেন পরী মণি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥